সাইবার অপরাধ, বাংলাদেশ এবং ধরা খাওয়ার গল্প!

কয়েকবছর ধরে বাংলাদেশে যেন সাইবার অপরাধ এর মাত্রা মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠছে আগাছার মতন "হ্যাকিং টিম"। এইসব infant হ্যাকাররা কিছু বুঝুক আর নাই বুঝুক, গুগল Dork আর কয়েকখানা রেডিমেড টুল দিয়ে হ্যাক করা ভালোই চিনে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা নিজেদের লোকেশন হাইড করতে VPN এবং Proxy ইউজ করে থাকে। এছাড়া RDP (Remote desktop protocol) এবং VPS tunneling এর ব্যবহারও দেখা যায়। অনেক হ্যাকিং টিম "admin" রা আবার নিজেদের ফেসবুক প্রোফাইল বা পেইজে হ্যাকিং এর বিষয়টা show off করে।

যাই হোক, আমাদের আজকের টিউনের বিষয় এটি নয়। আমরা আজকে টিউনে সাইবার অপরাধীরা কিভাবে ধরা খায় সেটাই জানব।

অপরাধ সংঘটনঃ

সাইবার ক্রিমিনালরা অপরাধ সংঘটন করার আগে নিজেদের জ্ঞান অনুযায়ী প্রস্তুতি নিয়ে নেয়, যাতে পুলিশের কাছে ধরা খেয়ে ১৪ শিকের ভাত না খাওয়া লাগে! 😛 ধরা যাক, রবিন একজন সাইবার অপরাধী বা হ্যাকার এর নাম। রবিন বাংলাদেশ নির্বাচন কমিশন এর ডাটাবেস হ্যাক করতে চায়। আমরা প্রায় সবাই-ই হয়ত জানি যে আইপি এর মাধ্যমে খুব সহজেই সরকার একজন ক্রিমিনাল এর পূর্ণ পরিচয় বের করতে পারে। রবিন এজন্য নিজের আপনি হাইড করতে VPN ইউজ করল। VPN ইউজ করার মাধমে রবিন এর আইপি হাইড হয়ে গেল। কিন্তু শুধু আইপি হাইড করলেই চলবে না। পুলিশের হাত থেকে বাচার জন্য MAC ID ও চেঞ্জ করা লাগবে। রবিন MAC ID ও স্পুফ করল। আহ...কি শান্তি!!! এখন শান্তিমত হ্যাক করা যাবে!! 😀

যাইহোক, VPN ইউজ করার পর এবং MAC ID  স্পুফ এর পর রবিন বাংলাদেশ নির্বাচন কমিশন এর ডাটাবেস হ্যাক করল। 😀

সংঘটনের পরঃ

নির্বাচন কমিশন এর ডাটাবেস হ্যাক করার ১০ দিন পর ওয়েবসাইট এর দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বুঝতে পারল ডাটাবেস হ্যাক হয়েছে। সাথে সাথেই তারা পুলিশকে জানাল।

পুলিশকে জানানোর পরের ঘটনাঃ

বাংলাদেশ পুলিশ সাধারণত সাইবার অপরাধ এর তদন্ত করে না। তারা হয় বিফল হয়ে উলটাপালটা রিপোর্ট লিখে অথবা ব্যাপারটা যদি বাড়াবাড়ি পর্যায়ের হয় তাহলে RAB অথবা Army কে জানায়। এক্ষেত্রে যেহেতু ব্যাপারটা সিরিয়াস পর্যায়ের তাই তারা RAB কে জানাল।

RAB কে জানানোর পরঃ

RAB বাংলাদেশের স্পেশাল ফোর্সের একটি। RAB এর হাতে বর্তমানে সেলফোন ট্রাকিং টেকনোলজি, সেলফোন টেপিং টেকনোলজি এবং যেকোন বাংলাদেশি কোম্পানির Confidential এ ওয়ারেন্ট এর ভিত্তিতে Access এর অনুমতি রয়েছে। যদিও RAB এর নাম শুনলেই হয়, ওয়ারেন্ট লাগে না!! 😀

আমাদের এই ঘটনার প্রেক্ষিতে RAB ওয়েবসাইট এর দেখাশোনা করার প্রতিষ্ঠানে যোগাযোগ করল এবং ধরা যাক হ্যাকার উক্ত ওয়েবসাইট এর সকল log মুছে ফেলায় ওই প্রতিষ্ঠান কোন IP address প্রদান করতে পারল না। RAB এরপর Hosting সেবা দেয়া প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করল। Hosting প্রতিষ্ঠান RAB কে হ্যাকার এর IP address দিয়ে সাহায্য করল।

কিন্তু RAB যেই আইপি এড্রেসটি হাতে পেল সেটি ছিল বিদেশের VPN সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের IP address. RAB উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে IP address এবং হ্যাকিং হওয়ার সময় দেয়ার সাতদিনের মাঝে উক্ত প্রতিষ্ঠান RAB কে হ্যাকার এর আইপি দিয়ে সাহায্য করল।

কি ভাবছেন? VPN সেবাদানকারী প্রতিষ্ঠান RAB কে আইপি কেন দিল এবং আইপি কোথায় পেল?

জনপ্রিয় ভিপিএন সেবাদানকারি প্রতিষ্ঠান Cyberghost এবং HotspotShield এর Terms of Service (সেবাদেয়ার শর্ত) দেখুনঃ

CyberghostVPN:

HotspotShield:

অর্থাৎ আপনি যদি তাদের শর্ত ভঙ্গ করেন তাহলে তারাও আপনাকে দেয়া শর্ত ভঙ্গ করবে। রবিন ক্রিমিনাল এক্টিভিটি/ হ্যাকিং এর মাধ্যমে তাদের শর্ত ভঙ্গ করেছে, তাছাড়া সকল VPN Provider ই আইন মেনে চলে। যদি যেকোন সময় যেকোন ভিপিএন প্রোভাইডারকে Interpol এর সদস্য কোন দেশ ওয়ারেন্ট দেখায়, তাহলে তারা নির্দিস্ট গ্রাহকের তথ্য দেখাতে বাধ্য। VPN প্রোভাইডাররা সাধারনত 40 দিন পর্যন্ত আগের তথ্য সংরক্ষন করে।

এরপরের ঘটনা সংক্ষিপ্ত। RAB রবিনের IP পাওয়ার পর IP এর প্রোভাইডার ISP এর সাথে যোগাযোগ করে রবিন এর তথ্য চাইবে। হ্যাকিং এর সময় রবিনের কানেকশন কোথায় ছিল সেটার latitude longitude চাইবে। ISP বেচারা আর কি করবে? দিয়ে দিবে। যদি latitude, longitude দেয়া সম্ভব না হয় তাহলে ফোন নাম্বার দিবে। হ্যাকার ISP কে দেয়া ফোন নাম্বার এর সিম কার্ড ফেলেও দিতে পারে। কোন সমস্যা নাই! 😎  সিম ফেলে দিলেও মোবাইল তো ফেলবে না!! :mrgreen: প্রত্যেক মোবাইলেই একটি IMIE নাম্বার থাকে।  ফোন নাম্বার দিলে RAB রবিনের মোবাইল এর IMIE ট্র্যাক করবে। ডাটাবেসে IMIE সার্চ দিয়ে বর্তমান ফোন নাম্বার বের করবে। বের করার পর সিম এর লোকেশন ট্র্যাক করে (আগেই বলেছি RAB এর সদর দপ্তর এবং প্রতিটি ক্যান্টনমেন্টে এই টেকনোলজি দেয়া হয়েছে) খুব সহজেই রবিনকে গ্রেফতার করবে।  😈

পরের ঘটনা তো জানেনই! 😛 হয় ক্রসফায়ার নাহলে অঙ্গহানি অথবা বড় চাকরি! তবে ক্রসফায়ার এর চান্সই মনে হয় বেশি! 😀

আজ এ পর্যন্তই। আগামী টিউনে আমাদের মোবাইল ফোনের উপর সরকারের এবং বিভিন্ন "মহল" এর নজরদারির বিষয়টা তুলে ধরব। 🙂 এছাড়া ফেসবুকে কেউ বিরক্ত করলে বা হুমকি দিলে তার বারোটা বাজানোর উপায় নিয়েও টিউন করার ইচ্ছা আছে! 😀

কেমন হয়েছে জানাবেন।বাংলা বানান ভুল হলেও টিউমেন্টে জানাতে ভুলবেন না!  ভালো থাকবেন।

 

Level 0

আমি ColorCode। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @প্রযুক্তি পাগল: Thanks! 😀

    একটি নাম ছাড়া ফেসবুক আই ডি থেকে আমার পরিবারের নামে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে ১ ঘন্টা পরেই আই ডি টি ডি এক্টিভেট করে দিয়েছে। এখন অপরাধী কে খুজে বের করবে কিভাবে?

    Level 0

    @মোঃ সাইফুল ইসলাম সোহাগ: Thank you! 😉

joosss ,….carry on

Level 0

পোস্টটা পছন্দ হলে পোস্টের নিচে থাকা “নির্বাচিতটিউন মনোনয়ন” এ ক্লিক করে ভোট দিতে পারেন! 😉

হ্যাকার হওয়ার ইচ্ছাই নষ্ট হয়ে গেলো…

    Level 0

    @অদৃশ্যলোক: হাহাহা! 😛 😆

আরে ভাই হ্যাকার হওয়ার ইচ্ছাই নষ্ট করে দিলেন…

সত্যি কি প্রতিটি কান্টনমেন্ট এ ট্র্যাকিং এর প্রযুক্তি আছে? তাইলে তো চরম মজা 😀

    Level 0

    @জাওয়াদ: হুম! বাংলাদেশের প্রতিটি ক্যান্টনমেন্টে সেলফোন ট্রাকিং টেকনোলজি রয়েছে! :mrgreen:

অংকুরেই বিনস্ট করে দিলেন একটা প্রতিভাকে…আপনে মিয়া লোক ভালা না

    Level 0

    @মেহেদী হাসান শামীম: 😆

Level 2

বাংলাদেশের সিকিউরিটি যে দুর্বল, তাও তো প্রমাণ করতে হবে ! অন্য কোন দেশের হ্যাকারও তো হ্যাক করতে পারে !!

    Level 0

    @RedCard: হ্যাকিং করতে পারেন, কোন সমস্যা নেই। কিন্তু হ্যাকিং এর পর পরিনতি সম্পর্কে জেনে রাখাও ভালো! 😉 😛

:v এটা নিয়ে আমি মাথা ঘামাই না……….. তা ছাড়া চোর কখনো ধরা পরার চিন্তা করে চুরি করে না.. 😛 আর বাংলাদেশে টাইগারমেট কে ছাড়া আর কোন হ্যাকার কে মনে হয় ধরে নাই…………….. সো অন্য হ্যাকার রা নাকে তেল দিয়া এখনো প্রতিনিয়ত হ্যাক করে যাচ্ছে.. 😀

    Level 0

    @শৈবাল কীট: Tiger Mate was a legend. He was featured in many international media and local media. Apparently, sometimes small mistakes get SO big that they can mess up everything. I feel true sorrow for him.

    Though some BD hackers are hacking some websites, that doesn’t mean they are upto something big that government even care. Police can catch them anytime if they want to.

নতুন হিসাবে অনেক ভাল লিখেছেন।
পুরো ব্যাপারটা গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আরো ভাল টিউনের অপেক্ষায় রইলাম।

    Level 0

    @Shihab Khan: Thanks ভাইয়া! 😀

হ্যাকার হওয়ার ইচ্ছাই নষ্ট হয়ে গেলো…

cyberghost, hotspotsheild ছাড়াও তহ আর অনেক ভিপিএন আছে… যদি সেগুলা ব্যবহার করি?

    @আইজ্যাক নিউটন: প্রায় সব ভিপিএন গুলার এরকম পলিসি থাকেই

    Level 0

    @আইজ্যাক নিউটন: আপনি সারা দুনিয়া খুজেও হ্যাকিং-কে সাপোর্ট করে এমন VPN,VPS,Proxy Service খুজে পাবেন না! 😛

ভাইজান অচাম লাগসে টিউন টা পইড়া পুরাও মজা পাইসি নেক্সট টিউনের অপেক্ষায় রইলাম 😀 ও নির্বাচিত করলাম
আমার টিউন টা দেখতে ভুল্বেন না
https://www.techtunes.io/tech-talk/tune-id/319314

    Level 0

    @IHK শাওন: Thanks bro! 😉

Level 0

ভাই আপনি তো শুরুতেই ভয় পাইয়ে দিলেন।

Level 2

আমি হ্যাক্যার হতে চাই

Level 0

Khub Bhoi Paisi…….

গল্পটা খুব মজার…………………
ভাই আমি হ্যাকার হতে চাই নিজের লাভের জন্য, কারো ক্ষতি করার জন্য নয়।

বাহ, নতুন হিসেবে অনেক সুন্দর একটা লেখা !

    Level 0

    @শাহরিয়ার শিমুল: থ্যাঙ্কস শিমুল ভাই!! 😀

ভাই,খুব ভাল লিখেছেন, পরবর্তী পোস্ট এর অপেক্ষায় রইলাম, আর ফেসবুক এর হুমকি দান কারীর ১২ টা বাজানোর টিউন চাই।

    Level 0

    @শুভ্র আকাশ: Thanks bhai! 😀

Level 0

খুব সুন্দর লেখা

কঠিন করে বললে HDL technology বা FRCP তে কাজ করলে সিকিউর ৯৯%।

সহজ করে বললে আপনি যেখানে আছেন সেখান থেকে কম করে ২০০ কিলোমিটার দূরে গিয়ে করেন।

মডেম বা মোবাইল একবার ইউস করে ২য় বার আর ইউস করবেন না।
আপনার ম্যাক এবং আই পি হাইড করুন।

কাজ শেষে বাড়ি ফিরে আসুন।

dear color code ভুল বললাম ??

    Level 0

    @হারুনুর রশিদ: না ভাইয়া, আমি আপনার সাথে একমত হতে পারলাম না, দুঃখিত। :/

    মডেম একবার কোন পিসিতে লাগালে পিসির ল্যান কার্ডের ম্যাক অপারেটরের কাছে চলে যায়। আর ল্যান এর ম্যাক আইডি চ্যাঞ্জ করা যায় না। স্পুফ করা গেলেও কাজে আসে না। ধরা ঠিকই খাবেন। প্রতিদিন কি নতুন ল্যাপটপ কিনবেন? 😛 আশা করি বুঝতে পেরেছেন। 😛

খু-ব-ই ভাল লাগল ও মজাও পাইলাম। বিভিন্ন নিউজ বা প্রত্রিকায়, র‌্যাব অনেক আগে কিছু হ্যাকার ধরে ছিল।আর ত কোন নিউজ পেলাম না। নতুন হ্যাকার ধরার খবরও নাই বা শুনিনাই। কিছু দিন আগে টিটি থেকে একটি সফটওয়ার নামাই। তারপর দেখি আমার ৫টি আইডি হ্যাক হয়ে গিয়াছে। ১টি আইডি উদ্ধার করি। অনেক অনুরোধের পর হ্যাকার ১টি আইডি ফেরত দেয়। বাকী গুলো শেষ। আপনি কি বলেন? তাদের বিরুদ্ধ কোন টিউন বা ব্যবস্থা নেওয়া যায় না? আপনাকে ও টিউনারদের কে অনুরোধ করিতেছি, এই ব্যাপারে একটি টিউন করার জন্য। টিটি সর্ম্পকে আমি নতুন। তার জন্য টিউন করিতে পারিতেছি।

    Level 0

    @আমিন: Thanks bhai! 😀

ধন্যবাদ, চালিয়ে যান>>>>>>>>>>>>

    Level 0

    @আশিক আহমেদ: Thanks! 😀

এই ধরনের টিউনের জন্যই তো টিটি তে আসি ৷ খুব ভালো লাগলো ৷ চালিয়ে যান ৷ thanks a lot

    Level 0

    @আকরামুল হাসান: Thanks!

Broadband hole khuje pabenah 🙂

    Level 0

    @শাহরিয়ার রহমান বাঁধন: pabe… 😛

    @শাহরিয়ার রহমান বাঁধন: Broadband হলে আপনাকে খুব ভালো করে খুজে পাবে।

খুব ভালো লাগলো ৷ চালিয়ে যান ৷

Level 0

bro, fb te kawkw humki dile amar agnist e ki ki step grohon kore amake fasiye dite pare plz janan,

    Level 0

    @limon777: Next e post korbo eta niye! 😉

দুঃখিত বস….. 🙁 টাইগার মেট ভুলে লিখা ফালাইসিলাম. 🙁 আসলে শাহী মির্জা হবে.. 🙁 আসলে কমেন্ট টা রিভিউ না করে Post বাটনে ক্লিক মারছিলাম আর কি.. 😀 😀 😛

জটিল টিউন,চালিয়ে যান।

Level 0

অনেক দিন পর এখানে কোনো ভালো টিউন পড়লাম ..আপনাকে ধন্যবাদ ..

Level New

অনেক সুন্দর টিউন । আর সুন্দর সুন্দর টিউন পাব এই আশা করছি ।

আচ্ছা যদি সাইবার ক্যাফে তে গিয়ে হ্যাক করে তখন কি হবে ?

    Level 0

    @স্বপন মাহমোদ: সাইবার ক্যাফেতে গিয়ে হ্যাক করার মত টাইম-ই পাবেন না! 😛

    তাছাড়া বেশিরভাগ ক্যাফেতে রিমোট স্ক্রিন ভিউয়ার ইন্সটল করা থাকে। ক্যাফের ম্যানেজার সবকিছু দেখতে পাবে! 😛

      @ColorCode: বলেন কি তাহলে কোন গোপন কাজ করলে তা সাইবার ক্যাফের ম্যানেজার দেখতে পাবে। 😛

        Level 0

        @মোঃ আলমগীর হোসেন: বর্তমানে দেশের কথা বলতে পারছি না। কিন্তু আমি এখন যেখানে থাকি সেখানের প্রায় সব ক্যাফেতেই ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন্সটল করা থাকে। 🙂

দাদা পাগল হয়ে গেলুম… আশা করছি কেউ যদি ফোনে হুমকি দেয় তো কি করলে তার বারটা বাজাইতে পারব এ বিষয় নিয়ে কিছুটা লিখবেন। আর বড় হ্যাকারা মনে একটা সাইট হ্যাক করার জন্য একটা ল্যাপটপ একবারই ব্যবহার করে… কি বলেন? 🙂

    Level 0

    @রাজার রাজা: Thanks bhai! না, বড় হ্যাকাররা একটা পিসিতেই কাজ করে। 😛 বড় হ্যাকাররা কেন ধরা পড়ে না সেটি নিয়েও পোস্টিং এর ইচ্ছা আছে, কিন্তু সময় করে উঠতে পারছি না :)। তাছাড়া ব্যাপারটা জানাজানি হলে হ্যাকাররা সুবিধা পেতে পারে।

Level 0

vai hacker hoite chaicilam eida ki shunailenn

@colorcode খেক খেক,বাংলাদেশের সরকারের ঠেকা পরে নাই যে একটা ওয়েবসাইট হ্যাক করার জন্য এতো কিছু করবে আর,ধইরা নিয়া গিয়া আবার ক্রসফায়ার করবে খেক খেক :-() তবে ইয়েস সাইবার অপরাধীরা এই ভাবেই ধরা পরে,ওয়েব সাইট হ্যাকিং বড় কোনো অপরাধ না.এখন কেউ যদি সরকারী কোনো গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করে দেশের topsecret data leak/server root/deface মারে then সরকার তো আর চুমা দিবো না.আর এই রকম important সাইট হ্যাক করার মতো হ্যাকার এখনো বাংলাদেশে হয় নাই,যারা ছিলো তারা সবাই inactive.কিছু বাংলাদেশী হ্যাকার রা নিজে গো দেশের সাইট হ্যাক করে,ফেইসবুক এ এগো পাট দেখলে তো মনে হয় বিল গেটস।@all,এই সব বাল ছাল শিখে লাইফ বরবাদ না কইরা প্রোগ্রামিং শিখেন দেশের-পরিবারের-ক্যারিয়ার এর-ও কাজে লাগবে।@color code বাংলাদেশের ৬০%+ এর বেশি gov.bd,(এমনকি mil.bd ও) সার্ভার vulnerable to হ্যাক।সাইবার ৭২ নামক নাকি এক গ্রুপ গ্রামীনফোনের পোর্টাল হ্যাক করছে,এরা তো টাকা নিয়া পোলাপাইন রে হ্যাকিং শিখায় আবার পাকিস্তানি হ্যাকার দের থেকে shelled site নিয়া হ্যাক কইরা পাট নেয়(ওরে মাইরালা আমরে মাইরালা,grow up kidz,learn some hacking attitude,coz a real talented hacker never hack to show off and try to learn the meaning of “Hacker”,Website hacking is just a smallest part of Hacking),”Hacking is a Drug so,dont try this at home”,and never ever try to hack any gov.bd/bank,if u find any vulnerable or bugz then mail them.@colorcode nice পোস্ট keep it up but,খেক খেক
█[██]▄▄▄▄▄▄▄▄▃
▂▄▅██████▅▄▃▂
█████████████]
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤
TɪɢᴇʀM@ᴛᴇ ɪs ɴᴏᴛ ɪɴ Jᴀɪʟ

mobile ta fele dile ki ar kono risk thakto?

Level 0

@ ColorCode :

মেনুয়্যালি নিজ ল্যাপটপের IP address এবং MAC ID চেন্জ করা যায় বলেই তো শুনেছি।

এটা কি নিচের মতো করে করা য়ায় না?

এরপরে VPN এবং Proxy এবং ওয়ান টাইম মডেম ইউজ করলে কি ভাবে হ্যাকারকে খুজে পাবে?

এটা অবশ্য ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে কাজে লাগবে না।

1// MAC Address Change :
Start > Settings > Control Panel > Network Connections>
> Local Area Connection (Select Required install card Like -NIC/ LAN card /etc.) > Properties > Configure > Advanced >
> Property > Network Address > Value ( লিখুন নতুন MAC ID) > OK

2// IP Address Change :
Start > Settings > Control Panel > Network Connections>
> Local Area Connection (Select Required install card Like -NIC/ LAN card /etc.) > Properties >
> This Connection uses the following items > Internet Protocol (TCP/IP) > Properties
> লিখুন নতুন IP Address > OK

3// Find IP and MAC Address :
Start > Run > লিখুন cmd > OK > লিখুন ipconfig/all > Enter

    Level 0

    @mahfuz08: 😀 এভাবে আইপি চেঞ্জ করা গেলেত কথাই ছিল নাহ 😛 ব্রাউজ করতে পারবেন না। 😀

অনেক ধন্যবাদ

Level 0

তবে আমার মনে হয় এত কিছু সত্তেও হ্যাকার রা পিছিয়ে নেই।দিন যতো যাচ্ছে ততোই নতুন নতুন আইডিয়া ও নতুন নতুন টুলের আবিস্কার হচ্ছে।মানে উন্নত বিশ্বের নিরাপত্তাও যেমন তাদের হ্যাকার(চোর)রাও তেমন। ভাবুন Tor browser দিয়ে internet এর অন্ধকার জগতে কি হছে।Techtunes এই এটা নিয়ে পোস্ট হয়েছে এর পুর্বে।Onion বা পেয়াজের আশের মতো যার লিংকিং গুল।

Level 0

Thanks for informative tune…,

জটিল হইছে!

আমার মনে হয় এত সহজে ধরতে পারবে না।

প্রথমে বাড়ী থেকে ২০০ কিলোমিটাম দূরে যাবেন, একটি নতুন ইন্টারনেট মডেম এবং সিম কার্ড নিবেন যা আর কখনই ব্যবহার করবেন না। আপনার ল্যপটপের বা ডেক্সটপের নিক কার্ড চেন্জ করবেন এবং কাজ শেষে এটাও ফেলে দিবেন । আরও ভালো হয় যদি হার্ডডিক্টটাও চেন্জ করেন। এবং ভালো একটি VPN ব্যবহার করবেন। এবার বলুন রবিনকে কিভাবে খুঁজে বের করা যাবে? কারও বাপের ব্যাটার সাধ্য নাই রবিনকে খুঁজে বের করবে।

    Level 0

    @মোহাম্মদ হাফিজুর রহমান: বাসায় বসেও শুধু এক পিসি দিয়ে, এক মডেম দিয়ে ধরা না পড়ে হ্যাকিং করা যায়! 😉 শুধু টেকনিক জানা দরকার! আর দরকার কিছু কমদামী হার্ডওয়্যার! 😀 যেটা আমি টেকটিউনস এর মত পাব্লিক সাইটে পোস্ট না করাই ভালো বলে মনে করি। 🙂

    সাধারণ লজিক দিয়ে বলুন, বাড়ি থেকে ২০০ কিমি গিয়ে কি হ্যাকিং করা বাস্তবে সম্ভব? যেখানে অনেক সময় দিনের পর দিন লাগে শুধু একটা সাইটের vulnerability বের করতে? 😛

    আপনার কথামত কাজ করলে gsm/3g মডেম ছাড়া উপায় নাই! 😛
    ডেস্কটপের নিক কার্ড চেঞ্জ করবেন বুঝতে পারলাম, কিন্তু GSM/3g মডেম ইউজ করলে lan card কি কোন কাজে আসে?

    GSM/3g মডেম ইউজ করলে আপনার মাদারবোর্ডের সিরিয়াল চলে যায় অপারেটরের কাছে সেটা জানেন? 😛 😀

      @ColorCode: Imraan_xp ওরফে গিট্টু

        @amirhamza321: ওরফে TigerM@te, Old Member Of Hackforum,কি মনে পড়ে কিছু!!!!!!!!!!!!

          Level 0

          @amirhamza321: 😉 TigerM@te , man!! How on earth I can forget him? 😀

          Do you wanna say something? Don’t let me guess whats on your mind! I’m too weak in deduction man! 😛

          You can mail me if you want ::
          ahmed(dot)nizhu(at)yahoo(dt)com

          Thanks.

          @ColorCode: Man forget about TigerM@te coz he was a black hacker worked with International Talented Hackerz(= c0de-X-1337 ; h311 c0d3 ; m1l05 ; kinG oF coNTroL ; Barbaros-DZ ; F0RTYS3V3N ; aBu.HaliL501 ; W7sH.SyRiA ; j0 ; l0calh0st ; Ne0-h4ck3r) he damaged approximately 10000+$,he also destroyed many BD serverz.here is the live link=>http://www.shanflikandassociates.com/images/ he is a criminal in our sense,he hacked web server instead of Hacking websites.read this=>https://www.techtunes.io/hacking/tune-id/47177 TigerM@te is not a person,TigerM@te is a method,he has been accused for hacking BTCL. u have used ip,i think u dont live in Bangladesh.
          খেক খেক…….
          ┊  ┊  ┊  ┊
          ┊  ┊  ┊  ★
          ┊  ┊  ☆
          ┊  ★

          Level 0

          @amirhamza321: Dude, sorry for the late reply.

          The link you gave in your prev comment was infected with an iframe Trojan :v Nevermind, I dont need links. 😛

          Yah, I dont live in bd. I’ve came abroad for some studies. 🙂 The IP that im currently using is a routed server IP, located at my bd home. 😀 I ask my bro to turn on data connectivity on his android whenever I need to route a bd ip. That pretty much explains all (at least I guess so).

          Dont reply my comment. I hardly ever check my techtunes posts. You can mail me if want.

          Thanks

      @ColorCode: ঠিকই বলেছেন । এই পাবলিক সাইট এ শেয়ার না করায় ভালো হবে আমার মতে। কারন তারা অর আপনি ত এটা কষ্ট করে শিখেছেন । সো হ্যাকারদের কিছু গোপন বিষয় পাবলিক কইরেন না।

আমার মেইল বা ওয়েবসাইট কোন হ্যকার হ্যক করলে তা বোঝার কোন উপায় আছে, যে কোন হ্যকার তা করেছে। যদি না হ্যকার স্বীকার করে, আর একটা কথা আইন প্রোয়গ কারি সংথার লোক দের মত হ্যকার রাও কী তার সাইট কে হ্যক করেছে তা বের করতে পারে।

    @মাহমুদ কলি।: মেইল এর ক্ষেত্রে ২ স্টেপ varification use করেন and ওয়েবসাইট হ্যাক এটা বড় একটা জিনিস(আপনের ওয়েবসাইট কোন language/ফ্রেমওয়ার্ক,cms দিয়ে বানানো,কেমন হোস্ট use করেন etc etc ) আপনের ওয়েবসাইট কে প্রতিমাসে vulerability scanner দিয়ে স্ক্যান করেন,updated রাখেন তাহলে হ্যাক না হওয়ার সম্ভাবনা বেশি,আর হা আইন প্রয়োগকারী সংস্থা can detect them.প্রত্যেক হ্যাকার রাই শেল(হ্যাকার দের আসল অস্ত্র ) targeted সার্ভার এ আপলোড করে সাইট deface/root/symlink.তবে বাংলাদেশে এই পর্যন্ত ওয়েবসাইট হ্যাকিং এর জন্য কাউকে ধরছে কিনা জানি না আর TigerM@teএর গ্রেপ্তারের ঘটনা sure না.তবে কোনো বাংলাদেশী হ্যাকার যদি আপনের সাইট হ্যাক করে then আপনে মামলা করতে পারেন,তবে পুলিশ/RAB কি করবে sure না.

      @amirhamza321: মন্তব্যের জন্য ধন্যবাদ, আমি আসলে বলতে চাইছি আইন প্রোয়গ কারি সংথার লোক দের মত হ্যকার রাও কী তার সাইট কে হ্যক করেছে তা বের করতে পারে।আর একটি কথা TigerM@te ধরা খায়নি খেয়েছে শাহি মিজা, শৈবাল কীট ভুলে বলেছে টাইহার মেট এর কথা। আর আপনি মনে হয় টাইগার মেটকে চিনেন যা উপরের কমেন্ট থেকে বুঝলাম ( imraan_xp ওরফে গিট্টু , ওরফে TigerM@te, Old Member Of Hackforum,কি মনে পড়ে কিছু!!!!!!!!!!!! )

ইনশাআল্লাহ্
বড় চাকরি পামু 😀

http://www.ecs.gov.bd/warning.txt

খুব ভালো একটা টিউন হয়েছে। ধন্যবাদ ।
অনেক দিন পরে এই রকম ভালো একটা টিউন পেয়েছি।

Nice tune.go ahead.

অনেক ভাল টিউন

Level 0

ColorCode@ভাই আপনার লেখা আমার খুব ভাল লেগেছে, ভাই আপনাকে আমার খুব প্রয়োজন ভাই যদি আপনার নংম্বার টা আমাকে এক্টু দিতেন ভাই pl…..

টিউন টা ভাল…….তবে………আমার জানা মতে বাংলাদেশের প্রতিটি…. জায়গার map এখনো তৈরি হয় নাই……যেখানে কি না আপনি বলছেন…….track করবে অন্য কোন দেশের জন্য প্রযোজ্য …………. এদেশের প্রযক্তি এতটা strongest. না……… ………..

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…