ফ্রি মুক্ত এবং বহনযোগ্য আর্কাইভ – পীজিপ

আর্কাইভ সফটওয়্যারের সাথে আমরা বেশ পরিচিত। বিশেষ করে একাধিক ফাইল কোথাও মেইল বা অন্য কোন মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে বেশী প্রয়োজন হয়। এছাড়াও ফাইল আর্কাইভ করলে যায়গা অনেকটা কমে যায়। বিভিন্ন আর্কাইভের মধ্যে উইনজিপ বেশ জনপ্রিয়।

এছাড়াও উইন্ডোজের সাথে জিপ আর্কাইভ বিল্টইন থাকে। কিন্তু কোন সফটওয়্যারটি ফ্রি নয়। তবে ফ্রি, ওপেন সোর্স এবং বহনযোগ্য আর্কাইভ হচ্ছে পীজিপ (peazip)। এই সফটওয়্যার প্রায় সকল আর্কাইভ ফরম্যাটেই 7Z, ARC, BZ2, GZ, PAQ/LPAQ, PEA, QUAD/BALZ, TAR, UPX, ZIP আর্কাইভ করতে পারে এবং উপেরোক্তগুলো ছাড়াও ACE, ARJ, CAB, DEB, ISO, LHA, RAR, RPM খুলতে পারে।

সফটওয়্যারটি ৩২ এবং ৬৪ বিটের সকল উইন্ডোজ সংস্করণ এবং লিনাক্সে চলে। ৩.২১ (ইনষ্টল হওয়ার পরে ৪.৬) মেগাবাইটের সফটওয়্যারটি http://www.peazip.org বা peazip.sourceforge.net থেকে ডাউনলোড করা যাবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আসলেই ভালো ……… আমি কিছুদিন আগেও ব্যবহার করে দেখেছি

টেকটিউনস সাইটি আমি নিয়মিত দেখে থাকি কম্পিউটার ও নতুন সফটওয়্যারগুলির বিষয়ে জানার জন্য। আমি মনে করি নতুন কম্পিউটার ব্যবহারকারীগণ এ সাইট থেকে বিভিন্নভাবে উপকৃত হবেন।

আমি সেভেন জিপের ভক্ত।

উইনরার ও খারাপ না ।

উইনরার আমারও ফেভারিট ছিল। কিন্তু ফ্রি, বৈধ 7-zipই এখন আমার ফেভারিট।

7-zip ই সেরা।