গার্ডিয়ান মোবাইল – অ্যাডভান্স মোবাইল অ্যান্টিথেফট সফটওয়্যার

আমরা মোবাইল হারিয়ে গেলে কি করি? সিমটা ইন্যাকটিভ করে দেই।  আর যারা একটু অ্যাডভান্স ইউজার তারা অপারেটরে ফোন করে আইএমআইই নম্বরটা জানিয়ে সেল ফোনটা অকেজ করে দেই। কিন্তু সাধের মোবাইল টা কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রায় শেষ ই হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছু না করে যদি মোবাইলটা ফিরে পাওয়ার ক্ষীন আশা টা জিইয়ে রাখা যায় তাহলে কেমন হত? ভালই তো হত.এমনই একটা দুর্দান্ত সফটওয়্যার হচ্ছে গার্ডিয়ান মোবাইল, যা মোবাইল চোরদের একটু হলেও দৌড়ের উপর রাখতে পারবে।

গার্ডিয়ান মোবাইল এর তিনটি প্যাকেজ পাওয়া যাচ্ছে -

  • প্লাটিনাম
  • গোল্ড
  • ফ্রি

গার্ডিয়ান মোবাইলের ফিচার সমূহ  এবং বিভিন্ন প্যাকেজের ওভারঅল ভিউ নিচে দেখানো হল  -

guardian.png

এইবার ফ্রি ভার্সনে যে দুটো ফিচার দেয়া হচ্ছে সে ব্যাপারে একটু কথা বলব -

১. অদৃশ্য এসএমএস

এর মাধ্যমে আপনি আপনার কলার আইডি গোপন রেখে যে কোন নম্বরে এসএমএস করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই ফিচারটার অপব্যবহার ই সবচেয়ে বেশী হবে।

২. সিম চেঞ্জ নোটিফিকেশন

এই ফিচারেই হল আসল ম্যাজিক। এটিই আসলে আপনার মোবাইলের চুরি ঠেকাবে। আপনার মোবাইলটি একবার চুরি হয়ে গেলে চোর কখনই আপনার সিম টি ব্যবহার করবে না। তাই তাকে ট্রেস করাটা অসম্ভব হয়ে পরে। আপনি গার্ডিয়ান মোবাইল ইন্সটল করার পর একটি নির্দিষ্ট নম্বর কনফিগার করে দিতে হবে যেখানে আপনাকে এসএমএস করে নোটিফাই করা হবে। যখনই আপনার সেটের সিম চেম্বারে নতুন কোন সিম ঢুকানো হবে তখনই আপনার ডিফাইন করা নম্বরে একটি এসএমএস চলে যাবে। কিন্তু ব্যাপারটা ঘটবে সেই চোর ব্যটার অগোচরেই। তখন আপনি চাইলে সেই নম্বরটি অপারেটরে জানিয়ে ট্রেস করে নিতে পারবেন।

এই ব্যাপারটিই আমাকে মূগ্ধ করেছে।

বিস্তারিত জানতে চাইলে ঢু মেরে আসতে পারেন গার্ডিয়ান মেবাইল এর সাইটে

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো জিনিস ….।

তাই নাকি আমার তো মোবাইল প্রায়ই হারায়।

আপনার কথা মাথায় রেখেই টিউন করা হয়েছে।

আপনি তো বললেন না যে এটা বাংলাদেশের জন্য কিনা, আর কিভাবে এসএমএস পাঠাবো?

ব্যবহার না করেই কি আপনাদের জানালাম?

বাংলাদেশে ব্যবহার যায়।

Level 0

কিন্তু এটা কোন কোন সেটে ব্যবহার করা যাবে?

ভাই অইসব মোবাইল কোথা থেকে কেনা যাবে একটু জানালে ভালো হতো৮৮০১৭৩২৪৪৪০৭০

দেখি চেষ্টা করে কাজ হয় কিন!

ভাই সবই ঠিক আছে। কিন্তু কেউ যদি মেমোরি ফ্লাশ করে তাহলে ? অনেকেই আছে যারা ওএস ফেলে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে। সেক্ষেত্রে কোনো কাজে আসবে কি ?

আমি যতদূর জানি …….. এ্যাপ্লিকেশান যদি আপনি ডিফল্ট এ্যাপ্লিকেশান ফ্লোডারে রাখা হয়, তাহলে তা ফ্ল্যাশ করার পরেও রিমুভ হয়না। এই জিনিসটা আমি আমার সেটের ক্ষেত্রে প্রমান পয়েছি। আর যদি নিজের ইচ্ছেমত অন্য কোন ফোল্ডারে রাখেন ……. তাহলে রিমূভ হয়ে যাওয়ার সম্ভবনা আছে।

Level 0

আমি খেলুম না, আমার সেট এ সাপোর্ট করে না। নকিয়া ৩১২০
[ইমোটিক আইকন নাই কেন?]

Level 0

এইটা শুধুমাত্র SYMBIAN OPERATING supported mobile গুলোতে চলবে।

ভাল……………………………………………..িকন্ত

Level New

SAMSUNG a ai trick ta ache…..MOBILE TRACKER

tintin vai…..bangladesh a IMEL NUMBER diye phn lock korar system chalo hoinai…….

Level 0

Please provide me the link of the software site to download it. Appreciate for sharing such a good thing.

Level 0

I got the software, thanks

omar  
Level 0

thanks.
ai sonkrano aro kichu software ar biso janan plz. wab adress thakleo janan