টেকটিউনসের কাছে খোলা চিঠি : আমার কিছু প্রস্তাবনা

টিউনারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে । তাই আমার কিছু প্রস্তাবন দিচ্ছি । ভাল লাগলে আশা করি গ্রহন করা হবে । না লাগলে বাদ ।

১. কয়েক দিন আগে দেখলাম টেকটিউনস-এ AdBrite এর বিজ্ঞাপন । কিন্তু আমার ধারণা Adsense এর বিজ্ঞাপন দিলে বেশী সুবিধা হবে । পেজ ইমপ্রেশন ও ভাল পাওয়া যাবে আবার ক্লিক ও অনেক পড়বে ।

২. প্রায় বছরখানেক আগে মেহেদী ভাই টিউনারদের আয়ের ব্যবস্থার কথা বলেছিলেন । পরে আর কিছু শুনলাম না । আমার প্রস্তাব টিউনারদের নিজের প্রতিটি টিউনে একটি এডসেন্স বিজ্ঞাপন বসানোর অনুমতি দেয়া হোক ।প্রতি টিউনারের শুধু Publisher ID ও ad slot নাম্বার নিয়ে তার প্রতি টিউনে তার এ্যকাউন্টের একটি বিজ্ঞাপন বসানো যেতে পারে । ক্লিক না হলেও ভাল পেজ ইমপ্রেশন পাওয়া যাবে । আবার সবাই উৎসাহিত হবে ভাল টিউন করতে হবে ।

৩. অদল-বদল নামক একটি বিভাগ হলে ও তা মাইক্রোটিউনসের মত সাইডবারে সো করলে মন্দ হত না ।

৪. অনেক হাবিজবি টিউন দিয়ে টেকটিউনস সয়লাব হয় । ওগুলো নিয়মীত মুছে দিলে ভাল । যদি তা না হয় তাহলে প্রথম পাতায় শুধু নির্বাচিত টিউনগুলো থাকবে ও আরেকটি পাতায় রেন্ডমলী সবগুলো । এর জন্য অবশ্য নির্বাচিত হবার মাপকাঠিটা একটু নামাতে হবে । এর জন্য মনে হয় আরেকজন সম্পাদক বা মডারেটর লাগবে । যাতে নিয়মীত প্রথম পাতা আপডেট হয় ।

৫. প্রতি ৩/৬/১২ মাসে সেরা লেখাগুলো নিয়ে একটি ইবুক বের হলেও ভাল হত । বইমেলায় বই প্রকাশটাকেও সর্মথন করি । সেখানে একই ধরনের টিউনগুলো নিয়ে গাইড আকারে প্রকাশ করা যেতে পারে আবার শুধু বই এর জন্য লেখা আহবান করা যেতে পারে । যা মেলার পড়ে টেকটিউনসে প্রকাশ করা হবে ।

এগুলো সব আমার অলস মস্তিস্কের ভাবনা খারাপ লাগলে মাইন্ড নিয়েন না । পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে আমি আপনার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আপনি বলেছেন এড দেয়ার কথাটা তবে Adbrite-এর যে এড টা দেয়া হয়েছিল সেটা পরীক্ষা করার জন্যই দেয়া হয়েছিল। আর ২০১১ সালে টেকটিউনসের একটি বই বের হবার কথা রয়েছে যেহেতু এই বছর সময়টা অনেক দেরী হয়ে গেছে। আর টিউনরদের আয়ের ব্যবস্থা , সেটা টেকটিউনসের নিজস্ব ব্যপার তবে টিউনারগন সবাই স্বার্থ ত্যাগ করেই টিউনগুলো করে থাকে। আর অদল বদল বিভাগ চালু হলে এই সাইটটা একটি ব্যবসায়িক সাইটের মত হয়ে যাবে। যেমনঃ cellbazzar আপনি নিশ্চই চাবেন না এই সাইটটিতে মানুষ শুধু তার পন্য ক্রয় বা বিক্রয় করার জন্য আসুক। ধন্যবাদ

    Level 0

    আপনার সাথে একমত।

    Level 0

    অনেকেরই পেন ড্রাইভ , ক্যামেরা , ফোন ইত্যাদি বদলানোর প্রয়োজন হয় । অনেকে আবার পেপাল বা আলর্টপে এর প্রয়োজন হয় । আমি তাই বলেছি । প্রথম আলতেও নিয়মীত এ ধরনের বিভাগ প্রকাশিত হত । তবে আপনার কথাও ঠিক আছে ।

Sohomot

৪ নাম্বার পয়েন্টে রইলও সহমত।

এ্যাডসেন্স বসানো ছাড়া যদি কোন প্রতিষ্টানের অ্যাড দেয়া যায় যেমন প্রথম আলোতে জিপির বিজ্ঞাপন তাহলে ভালো।কারন অ্যাডসেন্সের বিজ্ঞাপন বসালে সাইটের সৌর্ন্দয্য নষ্ট হবে।আমি মনে করি এই ধরনের বিজ্ঞাপন বসানো এবং টিউনারদের পাতায় নিজস্ব বিজ্ঞাপন বসাতে দিলে নানা ধরনের ঝড়গা বিবাদ সহ নানা ধরনের ঝামেলার উদ্ভব হবে।অদল বদল বিভাগ করা যেতে পারে তবে এটা এই সাইটে প্রদর্শন না করিয়ে শুধু লিংক দিয়ে করা যেতে পারে।ইবুক না বরং প্রতিবছর বইমেলায় বই প্রকাশ করা যেতে পারে।
আর কোন টিউন ডিলিট করার বিপক্ষে আমি।কারন এতে সাইটের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে এবং নতুন টিউনার তৈরী হবেনা।সবাই ভাল থাকবেন

    মামুন ……. মিটআপ এ তো ছিলা না ….. থাকলে এই ব্যাপারগুলা ক্লিয়ার হইত …… তবে হাসিব এইটার উত্তর জানে।

    এই উত্তর টা আমি দেই এডব্রাইটের এড বা এডসেন্স এর এড কোনটাই দরকার নাই কারন দেশসেরা কর্পোরেট হাউজগুলো যেমন গ্রামীনফোন, বাংলালিংক, পিপলসটেল, প্রাণ সহ আরো অনেকেই টেকটিউনে এড দিতে চাচ্ছে কিন্তু শাহজালাল ভাই এড বসিযে টেকটিউনের সৌন্দর্য্ যেমন নষ্ট করতে চাইছেন না তেমনি টেকটিউনসকে নিযে এখনই বাণিজ্যিক চিন্তাভাবনা না করে সেচ্ছেসেবা কার্যক্রম হিসেবেই চালাতে চাইছেন।

    তাই মেহেদিভাই শুধুই একটি পরীক্ষা করেছিলেন এড দিয়ে কিন্তু টেকটিউন আপাতত বিজ্ঞাপন নেবে না। আর ২০১১ সালে বই মেলায় টেকটিউন থেকে বই বের করা হবে সেটা তো হাসিব জানিয়েছেই।

    ইসরে ভাই মনডা শান্তি হইয়া গেল খবরটা শুইনা।আহ যাক টেকটিউনস অনেক সামনে আগাইয়া গেছে।এর জনপ্রিয়তা আরও বাড়ানো দরকার।আমার দুই বড় ভাইকেই ধন্যবাদ জানানোর জন্য।

    Level 0

    মামুন ভাইএর সাথে এক মত
    বইটি ২০১০ সালে বের করা যায় না ?
    কারন ২০১১ সালে বের করলে বইটি অনেক বেশি মোটা হয়ে যাবে 🙂

Level 0

This is my reply to various points raised by Mr. arifnezami, which you guys are discussing..

Point #1 & 2.
AdBrite, Adsense নয়… দেশী বড় Corporate house এর Advertisement (GP, Banglalink, Banks, ISP etc) এর idea টা খারাপ না… তবে এইগুলি হতে হবে খুবই pleasant way তে, সীমিত আকারে… CNET এর homepage ( http://www.cnet.com/ ) দেখুন, খুব কি খারাপ লাগে এটা ? কিছুটা reward তো অবশ্যই Tuners আর Techtunes কে পাওয়া দরকার।

Point #3.
Idea not bad… তবে “সাহায্য চাইছেন…” section এর ভিতরেই তো এটা করা যায়… যায় কি না ?

Point #4.
বেশী মুছামুছি করলে অনেকেই Techtunes এ লিখতে আগ্রহ হারাবে… শুধু আপনার আমার High Level লেখাই থাকবে, নতুন PC User দের জন্য না তা কেমন ? আমি বলছি Advanced, Experienced আর Newbie এই তিন ভাবে লেখাগুলি sort করলে কেমন হয় ?

Point#5.
Ebook/Emagazine প্রতি মাসেই চাই!!!!! এতে থাকবে recently passed মাসটির সেরা ২০টি লেখা, Techtunes এর ভিতরের খবর ও World IT News. এগুলো থেকে আবার selected হয়ে প্রতি বইমেলায় একটি কাগজে ছাপা Yearbook. কি বলেন??

    Level 0

    আমি চিন্তা করছি Techtunes এর revenue model আর Techtunes eZine নিয়ে আমার চিন্তা ভাবনা নিয়ে আমি একটি লেখা লেখবো… I’ll describe some things in detail.

nice comment tofiqkm

Level 0

খুবেই অসাধারন।