মজিলা ফায়ারফক্সে এ নির্দিষ্ট ছবি বড় করে দেখুন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অন্য অন্য ব্রাউজার থেকে আমার কাছে ভালো লাগে মজিলা ফায়ারফক্স আর এই জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে কোন পাতার লেখা (ছবিসহ) বড় করে দেখতে Ctrl চেপে + বা ছোট করে দেখতে Ctrl এবং - চাপতে হয় আর মূল সাইজে আনতে Ctrl এবং চাপতে হয়। কিন্তু শুধু ছবিটি বড় করে দেখার কোন ব্যবস্থা নেই। তবে একটি এ্যাড-অন্স দ্বারা নির্দিষ্ট যেকোন ছবি ছোট বা বড় করে বা রৌটেট করেও দেখা যাবে।

এ্যাড-অন্সটি পেতে হলে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি পেজ আসবে।

এবার Add to Firefox ক্লিক করে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।

এবার যে ছবিটি ছোট বা বড় করতে চান তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Zoom Image এ ক্লিক করে নির্দিষ্ট পারসেন্টের উপরে ক্লিক করুন। নিচের মত করে।

আর রৌটেট করতে চাইলে ছবিটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Rotate Image থেকে রৌটেট করতে পারেন।

আজ এই পর্যন্ত।

টিউনটি পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ হোছাইন ভাই। আমি http://www.gophoto.it/ এইটা ব্যবহার করি খারাপ লাগেনা।