সহজেই ওয়েবপেজ সেভ করুন পিডিএফ আকারে

আসসালামুওয়ালাইকুম।

আমাদের অনেক সময় ওয়েবপেজ সেভ করে রাখার প্রয়োজন হয়, কিন্তু আমরা ফায়ারফক্সে রাইট ক্লিক করে save page as অপশন থেকে পেজ কেবলমাত্র HTML আকারে সেভ করতে পারি। HTML ডকুমেন্টের একটা সমস্যা হল এটির ফোল্ডার এবং HTML ফাইল একই স্থানে রাখতে হয়, কোন কারনে ফোল্ডারের কোন ফাইল মুছে গেলে পড়তে হয় মহা বিপাকে। যদি ওয়েবপেজ পিডিএফ আকারে সেভ করে রাখা যায় তাহলে কোন সমস্যা থাকে না। তো চলুন দেখা যাক কিভাবে ওয়েবপেজ HTML আকারে সেভ করে রাখা যায়।

আজ আমি আপনাদের দুইটা সিস্টেম দেখাব। প্রথম সিস্টেমে আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট one note ইন্সটল করা থাকতে হবে।

মনে করুন নিচের এই পেজটা অনেক গুরুত্তপুর্ন, কিভাবে টেকটিউনে প্রফাইল পিকচার অ্যাড করা যায় তার বিস্তারিত বিবরন আছে এতে। এই পেজ কিভাবে পিডিএফ আকারে সেভ করা যায় তা দেখা যাক।

প্রথমে Ctrl+P প্রেস করে প্রিন্ট ডায়ালোবক্স থেকে send to onenote সিলেক্ট করে প্রিন্ট এ প্রেস করুন।

এরপর one note ওপেন হবে।

এবার One Note থেকে save as থেকে PDF সিলেক্ট করে সেভ করুন।

এবার আসি যারা এত ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য।

ফায়ারফক্সে এই ADDON টা ইন্সটল করুন।

ইন্সটল করার পরে নিচের মত একটা আইকন ফায়ারফক্সে দেখতে পাবেন।

এবার যে পেজ PDF আকারে সেভ করবেন সেই পেজ এ গিয়ে Just এই আইকনে ক্লিক করুন। নতুন একটা ট্যাব ওপেন হবে, ওইখানে একটা ডাউনলোডের আপশন পাবেন। ওইখান থেকেই আপনি আপনার পেজ পিডিএফ আকারে পেয়ে যাবেন।

ধন্যবাদ! দেখা হবে আগামী টিউনে কোন নতুন টপিক নিয়ে।

My Skype: skmirajbn

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo.
ধন্যবাদ

PRINT OPTION CLICK KORLA SEND NOTE ASHSE NA TOH PLS HELP

    Level 0

    @proshenjit kumar: আমি তো বললাম যে আপনার পিসিতে আগেই মাইক্রোসফট অফিস ইন্সটল থাকা লাগবে, আমার মাইক্রোসফট অফিস ২০১০ দেওয়া ছিল।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 0

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ!