ফ্রীল্যান্সিং করতে চান? তাহলে ফ্রী কিছু কাজ করুন!!

নাহ!! আমি ঠিক টাইটেলই দিয়েছি। আপনি যদি ফ্রীল্যান্সিং করতে চান তাহলে আপনাকে কিছু কাজ ফ্রী করে দিতে হবে। কেন জানতে চান?

যারা ফ্রীল্যান্সিং করেন তাদের কে কাজে বিড করার আগে/ এপ্লাই কররার সময় একটি কভার লেটার লিখতে হয়। ঐ খানে প্রায় সময়ই আপনাকে পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হয়। কিন্তু যদি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কি লিখবেন ঐ খানে? বা আপনাকে আপনার ম্যানেজার জিজ্ঞেস করল আপনি কি ঐ ধরনের কাজ আর করেছেন? করে থাকলে লিঙ্ক/ উদাহরন দিন। কিন্তু আপনি তখন পূর্ব কাজের উদাহরন দিতে পারবেন না। ফল সরূপ কাজটা ও হারাবেন।

এখন যদি আপনি আপনার পরিচিত কারো কিছু ফ্রী কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনি ঐ সব গুলো দেখাতে পারবেন। তাছাড়া কাজ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে। অন্য কারো কাজ করা মানে উনার নিজের মত করে কাজ করা, উনি কি চায় তা আপনি বুঝে কাজ করা। তাই এই ফ্রী কাজ গুলো করে দিলে আপনার জন্য ভালোই হবে খারাপ না... [ পোস্টটি শুধু নতুন দের জন্য, যারা ফ্রীল্যান্সিং শুরু করতে চায় বা কাজ যেনেও কাজ পারে না তাদের জন্য]

কারো জন্য ফ্রী কিছু কাজ করে দিলে তার ফল কিন্তু পাওয়া যায়। আমার এই ছোট আর্টিকেলটিকে অবহেলা করবেন না প্লিজ। কাজ জেনে থাকলে বন্ধু, আত্মীয় স্বজনদের কিছু কাজ করে দিন। আপনারই ভালো হবে।

এটা শুধু যে ফ্রীল্যান্সিং এ তা না, আপনি যদি আইটি বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, আপনার কাজ দেখবে। আপনি কি জানেন তা দেখবে। তাই কারো জন্য কারো প্রয়োজনে আপনার সময় নষ্ট করলে মনে হয় তা নষ্ট হবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনি যত হেল্প করবেন আপনার জ্ঞান তত বাড়বে। একটুও কমবে না।

ধন্যবাদ সবাইকে। শুভ ফ্রীল্যান্স আউটসোর্সিং।

জাকির হোসাইন

জাকিরের টেক ডায়েরী

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সব জায়গায় শুধু অভিজ্ঞতা চায়!!!! 🙁

হুম আমি সর্বাদাই এই নীতি তে বিশ্বাসী ! ফ্রী কাজ করে দেয়া মানে নিজের কাজের পোর্টফলিও বৃদ্ধি করা ! তবে সব কাজ নয় কিছুটা চ্যালেঞ্জিং কাজ । 🙂

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ । কাজ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই । প্রচুর অনুশীলনের মাধ্যমেই কোন কাজে দক্ষ হওয়া যায় । শুধু দক্ষ হলে হবে না ভাল কাজে করার জন্য চাইি আত্নবিশ্বাস । কাজ করার পর তা সবার কাছে প্রশংসা পেলে আত্নবিশ্বাস বৃদ্ধি পায় । তাই আনুশীলনের সবচাইতে ভাল পদ্ধতি হচ্ছে অন্যের কাজ করে দেওয়া , কাজটি তার ভাল লাগলে আত্নবিশ্বাস বেড়ে যাবে । প্রথম প্রথম কেউ তো কাজ দিবে না তাই কাজ চেয়ে নিয়ে ফ্রিতে করে দিতে
হবে ।

Level 0

jakir bhai tnx for your nice post.
I have a problem, I want to know after finish oDesk job how it submit task for proof (fixed price) ? and after submit proof how I will get my payment? or ask to employer for my payment? please give me answer as soon as possible.
with thanks,
razzak.

ভাইয়া, এই টিউন কাজ এ লাগবে ,,,,,,,,,,,,,প্রিয়তে নিয়ে গেলাম

onek valo laglo jakir……..onek boro hou..I feel proud of u.

Level 0

nice tips 🙂

@?জাকির!: ভাই ভালই লিখছেন !! আমি ফ্রিলান্সিং এর জন্য না হলেও ফ্রী কাজ ঠিক ই করি । কারণ জানি কাজ করলেই শেখা যায় । ধন্যবাদ ভাই 🙂

জাকির ভাই আপনার টেক ডায়েরী টা পুরাই মাখন 0:) এত জটিল জটিল থিম পান কই ?? আমারে কয়টা দিবেন ?? 😛 😛 😛

Level 2

থাঙ্কস,আমি তো ফ্রী কাজ পাই না,আমি html,css কাজ পারি

আসাধারন……

এমন একটা সুন্দর টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাই আমি ফ্রীলেনসার জগতে নতুন,এই একটু আধটু মাইক্রোওয়ার্কাসে কাজ করি।আমার এক ফ্রেন্ড বলল যে ,সে নাকি ফেসবুক লাইকের কাজ করে কিন্তূ তাকে জিজ্ঞাস করলে সে বলেনি ,ভাই আমি এই বিষয়ে জানতে খুব আগ্রহি ,দয়া করে একটু বলবেন।দয়া করে আপনার ফেসবুক আইডি টা দিবেন।ধন্যবাদ।

বন্ধুরা গুগল অ্যাডসেন্সের নাম নিশ্চয়ই শুনেছেন সবাই…
আমি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি….
গুগল অ্যাডসেন্স সম্পর্কে আমার অভিজ্ঞতা জানতে পড়ুন…
গুগল অ্যাডসেন্স সম্পর্কে ১৭ টি পোস্ট পড়ুন এখান থেকে
আমার সাথে সরাসরি কথা বলুন আমার ব্লগ থেকেই……………………………….

    Level 0

    @Uzzwal Dhali: গুগল এডসেন্স এইডা আবার কী? খায় না মাথায় দেয়?

    স্প্যামিং করার চেষ্টা কইরেন না। পারলে টিউন করুন।

Level 0

vai tune ta awesome kintu free kaj pabo kar kase ? apnader modde keo diben.?

Level 0

ভাই, এক্কেরে হাছা কথা কইচেন……………… ঃ)

Level 0

থাঙ্কস,আমি তো ফ্রী কাজ পাই না