আজ আমার কৃতজ্ঞতা প্রকাশের সময়

আহলান সাহলান মোবারক হো মাহে রমজান।
টেকটিউন পরিবারের সবাইকে শ্রদ্ধা ও ছালাম জানিয়ে প্রথম টিউন করছি। না এটি প্রযুক্তি বিষয়ক নতুন কোন টিউন না কারন, টেকটিউনের বাইরে এখনও নতুন কিছু জানিনা। আমি এখানে আমার ভাললাগা টুকু শেয়ার করবো সাথে টেকটিউন এর প্রতি কৃতজ্ঞতাও।

আমি টেকটিউনের সাথে ২ মাস এর একটু বেশি সময় ধরে সম্পৃক্ত এবং নিয়মিত প্রবেশ। এরই মধ্যে আমার মনের মধ্যে কিছু একটা করা, কিছু একটা শিখার তীব্র আকাংখা অনুভব করি। টেকটিউনের চেইন টিউন গুলো দেখে শিখতে লাগলাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা থেমে যায় কারন পূর্নাঙ্গ কোন টিউটোরিয়াল নেই। তবুও তৃষিত মন থেমে থাকেনি।নিজে নিজে খুজে বের করলাম শেখার মাধ্যমগুলো।

এরইমধ্যে গত জুন এর ২২ তারিখে ওডেস্কে নতুন একটা আইডি খুললাম এবং টেকটিউনের প্রজ্ঞাবানদের প্রকাশকরা বিভিন্ন টিউন এর সহায়তায় প্রোফাইল ১০০% পূর্ণ করলাম এবং একে একে ৮টি টেস্টে পাশ করলাম নকল না করেই।

শুরু হল বিড করা কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভলপ এর মত বড় কোন কাজ জানিনা তাই শুধুমাত্র ডাটা এন্ট্রি কাজে বিড করতে লাগলাম। দীর্ঘ ১মাস ৫দিন চেষ্টা ও বিড করার পর গতকাল এক ক্লায়েন্ট এর ৩ডলারের একটি কাজে বিড করলাম এবং বললাম এই কাজটি শুধুমাত্র তার ভাল ফিডব্যাক পাওয়ার জন্য বিনামূল্যে করবো। শুধু এইটুকু লেখাই ছিলো কভার লেটারে।

অনেকক্ষণ পরে দেখি ক্লায়েন্ট আমাকে ম্যাসেজ দিয়েছে আমি কাজ করার জন্য প্রস্তুত কিনা, সে এও বলল যে কাজের বিনিময়ে সে আমাকে ১ডলার দেবে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম এবং পর্যায়ক্রমে কাজ বুঝে নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিলাম (কাজ এক্সেপ্ট না করেই, কারন আমি জানতাম না এটা করতে হয়) এবং ক্লায়েন্ট আমাকে কাজটি এক্সেপ্ট করতে বলল।

এটি ছিল বিজনেস কার্ড থেকে তথ্য স্প্রেডসিটে এন্ট্রি করা (মাত্র ২৫টি এন্ট্রি)। কাজ শেষ করে ক্লায়েন্ট কে কাজ বুঝে নিতে এবং নতুন হিসেবে ভূলত্রুটি সহজভাবে নিতে বললাম। সে আমাকে বলল আমি খুব ভালভাবে কাজ করেছি। সে আমাকে পেমেন্ট করলো ১ডলার এবং ৪.৫ পরিমান একটা ফিডব্যাক দিল।

আমার এই ছোট্র সফলতার পেছনে আমার ঐকান্তিক চেষ্টা এবং টেকটিউন পরিবারের সহযোগীতা ছিল অনস্বীকার্য এজন্য আমি আপনাদের সবাইকে জানাই (সশস্ত্র!) ছালাম বিশেষ করে মাহবুব (সোর্ড ফিশ) ভাইকে বিনম্র শ্রদ্ধা।

যেহেতু আমি বিনামূল্যেই কাজটি করতাম তাই পেমেন্ট এর টাকা এবং আরও যোগ করে কোন অসহায় বৃদ্ধকে দিয়ে দিব।

আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সহায়তা করবেন। ক্ষমা চাচ্ছি আমার এই ক্ষুদ্র ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরার জন্য, মনে হয় এটি কাউকে প্রেরনা যোগাবে। ধন্যবাদ।

Level New

আমি স্বার্থপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভাই নাছোরবান্দা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতেই বৃঝা যায় কত বড় মন আপনার

ধন্যবাদ! অনুপ্রাণিত হলাম।

Level New

আপনি সফল হলেন আমরা পারলাম না 🙁 ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

ভাই, আপনার যে বডি, একবার কোমর বেঁধে লাগেন সফল হবেন ইনশাল্লাহ্।

Level 0

apni profile ta kibhabe baniyechen, janale bhalo hoto, aar ki ki test diyechen segulo janale bhalo hoto

https://www.odesk.com/users/~~3f231803de02062b এ গেলে বুঝতে পারবেন কি কি তথ্য এবং কিভাবে সন্নিবেশিত করেছি। প্রয়োজনে টেকটিউনের জ্ঞানীদের সহযোগীতা নিবেন অথবা আমাকে বলতে পারেন দ্বিধাহীন ভাবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

শেয়ার করায় খুশি লাগছে।

আপনাকে দেখে খুব ভাল লাগছে। আপনাদের থেকেই তো আমি অনুপ্রানিত। ধন্যবাদ পদচারন করার জন্য।

apnar tune t pore khub e valo laglo.

আপনার মন্তব্যটা পড়েও আমার খুবই ভাল লাগলো!

ভালো লাগলো ।।এখনো কাজ পাই নি …দোয়া করবেন যাতে স ফল হই…

দোয়া রইল অবারিত, একটা পরামর্শ থাকবে আপনার প্রতি: যে কাজ পারবেন না সে কাজে বিড করবেন না। খারাপ ফিডব্যাক এর চাইতে শূণ্য ফিডব্যাক অধিক শ্রেয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

অনেক ভাল লাগল আপনার টিউনটি পড়ে । ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ আমার উপস্থাপনাটি পড়ার জন্য। আপনারাইতো আমার প্রেরনার উৎস।

অভিনন্দন আপনাকে। তবে ১টা কথা বলি, শুধু মাত্র ফিডব্যাকের আশায় বিনামুল্যে অথবা নামমাত্র মূল্যে কাজ করে দেয়াটা মনে হয় আপনার বোকামি হবে। আর এইটা ওডেস্কের নীতিমালার বাইরেও পরে। পরবর্তীতে আপনি যখন নতুন কোনও কাজে বিড করবেন তখন যদি বায়ার আপনার প্রোফাইল দেখে তাহলে আপনার এই বিনামূল্যের বা সস্তা কাজের জন্য সঠিক মূল্য কিন্তু দিতে চাইবেনা। আমি নিজেও কিন্তু ওডেস্কে নতুন, আর মাত্র ২ সপ্তাহ হল শুরু করেছি। এরই মাঝে ৩টা প্রোজেক্ট শেষ করেছি আর ১টা প্রোজেক্ট এখনো চলছে। আমি কিন্তু ফিডব্যাকের আশায় বিনামূল্যে বা কমমূল্যে কাজ করি নাই। ১টা কাজ করেছি ১ ডলার প্রতি ঘণ্টায় আর বাকি ২টার ১টা ২৬ ডলার আর ১টা ১৬ ডলারের। কাজ শেষে আমি কিন্তু ঠিকি ভালো ফিডব্যাক পেয়েছি। প্রতিটা কাজেই ৫ স্টার ফিডব্যাক আর খুবই ভালো কমেন্ট। তাই বলি যে কাজের যে মূল্য তার জন্য ততটুকু মূল্যে বিড করুন। ইয়তে ফিডব্যাক, অর্থ, আনন্দ সবগুলোই পাবেন। আপনাকে আবার অভিনন্দন।

ধন্যবাদ, আসলে সঠিক সময়ে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনার অভাবেই হয়ত এমনটি হয়েছে। আমি আসলে চেষ্টা করছি জুমলা ও ওয়েব ডেভলপ শেখার জন্য কিন্তু কিছু সীমাবদ্ধতার জন্য পারছিনা। যতটুকু পথ হেটেছি একা একা, আপনাদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়নি তাই হয়তো এমন অনাকাংখিত কিছু ঘটনা ঘটে যায় নিজের অজান্তেই। তবে আপনারাও এই দায় এড়াতে পারেন না। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

আপনার সাফল্যে আমি আনন্দিত!!! কেনো বলুন তো স্বর্থপর ?

যেহেতু আমরা একই সূত্রে গাঁথা তাই আমরা একে অন্যের সূখে সূখ পাই, দূঃখ পাই অপরের দূঃখে। আমি আপনাকে অনুসরন করি অনেকদিন, তাইতো অপেক্ষা করছিলাম আপনার পদচারনার। আমার খূব ভাল লাগলো আপনার মন্তব্যের জন্য।

Congratulation!

Have a nice day.

আস্সালামু আলাইকুম, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করে একটা টিউন করার অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ আমিও একটা কাজ পেয়েছি ওডেস্কে, এটা আমার প্রথম কাজ। লোগো ডিজাইন। আপনারা দোয়া করবেন যেন কাজটি শেষ হয় এবং পেমেন্টটা (২.৭০) আসে যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। কাজটি ইন প্রোগ্রেসে আছে। কিভাবে শেষ হবে? আমি তাকে ইতিমধ্যে ফাইলটি পাঠিয়েছি। কিভাবে সে আমাকে অথবা আমি তাকে ফিডব্যাক দেব? প্লিজ আমাকে বরাবরের মত আজও একটু সাহায্য করেন।
সবাইকে ধন্যবাদ।

নিয়মিত মেইল/ইনবক্স চেক করুন যে ক্লায়েন্ট কোন ম্যাসেজ দেয় কিনা। উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, সবই সময় মত হয়ে যাবে। আর ক্লায়েন্ট কে ফিডব্যাক দেয়ার একটা অপশন আসবে আপনি ফিডব্যাক পাওয়ার পর। ৫টি ধরন থাকবে ফিডব্যাক দেয়ার যা আপনি দেখলেই পারবেন। আপনাকে অভিনন্দন।

সবাইকে ধন্যবাদ।

আসলেই আপনার নাম স্বার্থপর হলেও আপনি স্বার্থপর নন। ধন্যবাদ স্বার্থপর ভাই।

তাই যদি হয়, তবে কেন এ নামেই ডাকে সবাই?
আপনাকে ধন্যবাদ আমার লেখাটি দেখার জন্য এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য।

খুব ভালো আপনি এগিয়ে জান আপনার জন্য দোয়া রইল। আপনার মতো আমিও কারো সহযোগিতা ছাড়াই কাজ শিখেছি এবং ইনশাআল্লাহ কাজ করচি। আর একটা কথা কাজ পাবার আশায় বা ফীড ব্যাক এর আশায় কাজের মূল্য কমানো টা বোকামি।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শ দেয়ার জন্য। অবশ্যই “দাঁ বেঁচে খাবো তবু দাম কমাবো না”। শুধুমাত্র নামের পাশে কয়েকটা তাঁরা’র জন্য ১ ডলারের কাজ বিনামূল্যে করে দিতে চেয়েছিলাম মাত্র। আপনার পরামর্শ মনে থাকবে।

অনুপ্রাণিত হলাম…

    @সম্পদ: যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।

Level 0

@ স্বার্থপর LEGS (English Grammar For (S.S.C, H.S.C, Varsity Admission, BCS, IELTS) বইটির PDF তো আপনার কাছে আছে ।ভাই বইটি যদি আমাকে দিতেন খুশী হতাম ইমেইল – [email protected]

https://www.techtunes.io/edutunes/tune-id/161431#comment-351080