ধন্যবাদ জ্ঞাপন করছি টেকটিউনস এর প্রতি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এর সকল সদস্যদের প্রতি

সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি।

এই টেকটিউনস দিয়েই আমার প্রযুক্তির ব্লগ পড়ার যাত্রা শুরু। আমি অন্য ব্লগে আমার তেমন কোন নেশা নেই কিন্তু কেন যানি দিনে একবার হলেও শত ব্যস্ততার মাঝেও একটি বারের জন্য হলেও টেকটিউনস ওপেন করি। এই সুবাদে জানতে পারি যে ঘরে বসে অন-লাইনে টাকা আয় করা যায়। আবার এও জানতে পারি যে এখানে ভুয়া সাইট ও অনেক তাই নিয়মিত টেকটিউনস পড়তে থাকি এবং বিভিন্ন জনের কমেন্টস পড়ে জানতে পারি যে ওডেস্ক হলো অন-লাইনে আয় করার একটি ভালো মাধ্যম। কিন্তু এখানে পরিশ্রম, মেধা এবং সময় লাগে। আমি জামালপুরে একটি অফিসে চাকুরি করি। তাই ভাবলাম আরো সহজে কি করে ইনকাম করা যায় এবং এটা আসলেই সত্যি কি না? তাই টেকটিউনস এ মাইক্রোওয়াকার্স সম্পর্কে  জানার পর এখানে কাজ করার আগ্রহ জন্মে। গত দুই মাস কাজ করে মোটামুটি 53+ ডলার আমার একাউন্টে জমা হয়েছে।

এটাই আমার অনলাইনে জীবনের প্রথম ইনকাম। তাই ধন্যবাদ জ্ঞাপন করছি টেকটিউনস এর প্রতি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এর সকল সদস্যদের প্রতি।

কারন এই টেকটিউনস এর কল্যানে আমার মত অনেকের উপকার হয়েছে। তাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সবার জন্য ভালোবাসা।

এখন আপনাদের কাছেই আমার একটি জিজ্ঞাসা যে এই মাইক্রোওয়াকস্ থেকে কিভাবে এবং নিরাপদ উপায়ে আমি টাকা পেতে পারি। সে ব্যপারে  যদি  আপনারা সাহায্য করেন তবে আমি বড়ই উপকৃত হতাম। এখানে একটি বিষয় আমি মাইক্রোওয়াকস থেকে এই প্রথম টাকা উত্তোলন করতে চাচ্ছি। মডারেট ভাইসহ সবার প্রতি আমার নিবেদন এই যে মাইক্রোওয়াকস থেকে টাকা উত্তোলন এর পুরো ধাপ সহ পরবর্তীতে কিভাবে নিজের ব্যাংক একাউন্টে বা ডলার বেচে টাকা পাওয়া যায়? এতে করে আমার মত যারা নতুন মাইক্রোওয়াকস এ কাজ করছেন তারা অনেক উপকৃত হবেন।

টিটিএর সদস্যদের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ সবাই ভালো থাকবেন

আল্লাহ হাফেজ

Level 0

আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর্লাট পে অথবা মানি বোকারস দুইটা পদ্ধতি

    @sahinurmicro: আপনাকে ধন্যবাদ, মানিবোকারস এর পদ্ধতি কি ভালো আমাদের দেশের জন্য?

Level 0

মাইক্রোওয়ার্কারসে জয়েন করার পর নিজের রেফারেল লিংক পাব কিভাবে/কোথায় এবং আমি কার রেফারেলে জয়েন করলাম সেটা জানব কি করে ?

আপনি প্রথমে আপনার প্রোফাইলে আপনার বাসার এড্রেস টি সঠিক ভাবে পুরন করুন । এই কাজটি খুব সাবধানে করবেন কারন একবার ভুল হলে ঠিক করার কোনো উপায় নেই । এরপরে এই টিউটোরিয়াল ফলো করে উইথড্রাও রিকোয়েস্ট দিন । রিকোয়েস্ট সাবমিট করার সর্বোচ্চ ৩০ দিনের মাঝে আপনার এড্রেসে পিন নাম্বার সহ চিঠি যাবে । টিউটোরিয়াল ফলো করে পিন সাবমিট করবেন । পেমেন্ট অবশ্যই পেজাতে উইথড্রাও দেবেন কারন এটাই বাংলাদেশে সবথেকে সহজলভ্য ।

আর ডলার ক্যাশ করে টাকা পেতে চাইলে অনলাইনে পরিচিত কারও কাছে সেল করতে পারেন । তবে অবশ্যই ফেস টু ফেস লেনদেন করবেন কারন চিটারের অভাব নেই । সবথেকে ভালো হয় পেজা থেকে সরাসরি ব্যাংক উইথড্রাও দিলে । এরা ব্যাংক ট্রান্সফারে ২৪০ টাকা + ২.৫% কারেন্সি একচেঞ্জ ফী নেয় । টাকা ব্যাংকে আসতে সর্বোচ্চ তিন দিন এবং ব্যাংকে প্রসেসিং হয়ে এভেলেবল হতে দুই দিন লাগতে পারে । এটাই সবথেকে নিরাপদ । আর হ্যা , ভুলেও Payment BD কিংবা এই টাইপের সাইটের মাদ্ধমে টাকা আনবেন না । টাকা হাতে পাবেন ঠিক তবে এরা এত চার্য কাটবে যে ১০০ টাকার মাঝে হাতে আসতে আসতে ৭০ টাকাও থাকবে কিনা সন্দেহ ।

পেজা একাউন্ট ভেরিফাইড করতে চাইলে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন ।

@মোঃ নাজমুস সাকিব: Paymentbd কি আমাকে টাকা দিবে তার গ্যারান্টি কি? আপনাকে ধন্যবাদ।