হাই কোয়ালিটি কন্টেন্ট এর ৫টি মাথা নষ্ট সুবিধা

আস্‌সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সকলকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করতে যাচ্ছি। আমরা সকলেই যারা ব্লগিং এর সাথে যুক্ত তারা সকলেই কিন্তু খুব ভালো করে জানি হাই কোয়ালিটি কন্টেন্ট এর মূল্য কতটুকু ব্লগিং বিশ্বে। একজন নতুন ব্লগার থেকে প্রোব্লগার, সকলেই হাই কোয়ালিটি কন্টেন্ট এর খুব কদর করে থাকেন। সকলেই হাই কোয়ালিটি কন্টেন্ট অত্যন্ত ভালোবাসেন। আজকে আমরা এই টিউন থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট এর ৫টি মাথা নষ্ট সুবিধা সম্পর্কে জানবো। কিন্তুয় আগে একটু দেখে নেই, হাই কোয়ালিটি কন্টেন্ট জিনিসটা কি?

high-quality-content

হাই কোয়ালিটি কন্টেন্টঃ আমার নিজের মতে, যেই কন্টেন্ট শুধুমাত্র মানুষের জন্যই (বটের জন্য নয়) বিবেচনা করা হয় সেটিই হাই কোয়ালিটি কন্টেন্ট। আর দেরী না করে দেখে নেই ৫টি মাথা নষ্ট সুবিধাগুলো।

)          ব্যাকলিঙ্কঃ একজন ব্লগারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ ব্যাপার হল তার পোষ্ট এর জন্য ব্যাকলিঙ্ক তৈরী করা। আপনি যদি গুগলের পেজর‍্যাঙ্ক বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাকলিঙ্ক তৈরী করতেই হবে। কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমেই ব্যাকলিঙ্ক পাওয়া যেতে পারে। কিন্তু সত্য ব্যাপার হচ্ছে যে, আমরা শুধু হাই কোয়ালিটি পোষ্ট ভালোবাসিই না বরং তার সাথে আমাদের পূর্বের এবং প্রায় সময় ভবিষ্যৎ পোষ্টের লিঙ্ক দিয়ে থাকি। যদি আপনার ব্লগে অনেক ভিজিটর থাকে তাহলে আপনি এই একটি হাই কোয়ালিটি পোষ্ট দিয়েই অনেক ব্যাকলিঙ্ক পেতে পারেন।

)          ট্র্যাফিকঃ প্রথমেই বলেছি হাই কোয়ালিটি কন্টেন্ট এর কদর মানুষের কাছে অনেক কিছু। শুধু মানুষ না গুগল মামা নিজেও হাই কোয়ালিটি কন্টেন্ট খুব পছন্দ করে এবার তা পেঙ্গুইন হোক কিংবা পান্ডা। হাই কোয়ালিটি একটি পোষ্ট অনেক কম সময়ে অধিক ভিজিটর এর নিশ্চয়তা প্রদান করে। ভালো কন্টেন্ট এর সাথে একটু অন পেজ এসইও পারে ট্র্যাফিক এর পরিমাণ দ্বিগুণ করতে।

)          কমেন্টঃ একজন মানুষ যেমন রক্ত ছাড়া বেঁচে থাকতে পারে না, তেমনি একজন ব্লগারও কমেন্ট ছাড়া বলতে গেল অচলই। কমেন্টকে ব্লগের জীবনরেখাও বলা যেতে পারে। কমেন্ট এর মাধ্যমেই আপনার সকল মেধার যাচাই করা হয়, আপনি কি? আর একটি ভালো কন্টেন্ট একজন ভিজিটরকে প্রেরণা যোগায় কমেন্ট করতে।

)          অর্থ উপার্জনঃ ব্লগিং বিশ্বের সকলেই ব্লগ এর মাধ্যমে উপার্জন করতে চায়। সেটি আপনি এবং আমি দুজনেই। মিথ্যে বললাম কি? ব্লগ থেকে অর্থ উপার্জন করা গুণাহের কোন কাজ না। কিন্তু এটি তখনি সমস্যা সৃষ্টি করে যখন আপনি শুধু টাকা উপার্জনের জন্য ব্লগিং করবেন। কিন্তু আপনার লক্ষ্য যদি হয় ব্লগিং সফলতা অর্জন এবং ভালো কোয়ালিটি কন্টেন্ট লিখার কারণেই আপনি খুব অল্প সময়ে অধিক উপার্জন করতে পারবেন। তাই টাকার জন্য নয়, মানুষের জন্য লিখুন। এটি করেন, দেখবেন এখন আপনি যা উপার্জন করছেন এরপর এর থেকেও বেশী কিছু করবেন।

)          জনপ্রিয়তাঃ একজন ব্লগারের ব্লগিং সফলতা পুরোপুরি নির্ভর করে ব্লগিং বিশ্বে তার জনপ্রিয়তা কতটুকু তার উপর। আমি ১০০% গ্যরান্টি দিয়ে বলতে চাই, কারো ব্লগে যদি খুব ভালো মানের কন্টেন্ট থাকে তাহলে তার জনপ্রিয় হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। তাছাড়া গেস্ট পোষ্টিং আপনার জনপ্রিয়তা পাওয়ার বিষয়টি ত্বরান্বিত করতে পারে।

আপনার মধ্যে কি কোন হৃদয় নেই! আমি মনে করি আছে। তাই এই বিষয়গুলো ভালোমত চিন্তা করুন। আর আপনার যদি এই ব্যাপারে আরো বেশী কিছু জানা থাকে তবে শেয়ার করুন। সকলকেই ধন্যবাদ।

আমার ব্লগে টিউন করার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ। এই পোষ্টটি প্রথমে এখানে আমার ব্লগে আমার দ্বারা প্রকাশিত।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ব্যাকলিন্ক তৈরী করা মানে কি?একটু সহজ করে যদি ব্যাখ্যা করতেন………

ভাই ব্যাকলিঙ্ক তৈরী করা মানে অন্যের সাইটে কমেন্টের মাধ্যমে কীওয়ার্ডসহ আপনার সাইটের লিঙ্ক রেখে আসা। তাছাড়া নিজের সাইটের পুরোনো পোষ্ট এর ব্যাকলিঙ্ক করাকে ইন্টার্নাল ব্যাকলিঙ্ক বলে।

ভাই খাটি কথা বলেছেন। থ্যাংকস ফর দী টিউন……