সবাইকে অনুরোধ করছি এই পোষ্টটি পড়ার জন্য, কেন বাংলাদেশীরা ব্লগার হিসাবে ভালো করতে পারছে না

 

আমি নিজে একজন ব্লগার হিসাবে একটি কথা জোর গলায় বলতে পারি, আমরা মানে বাংলাদেশীরা ব্লগার হিসাবে ভালো করতে পারছিনা এবং আমাদের দেশে ব্লগারের সংখ্যা ও কম । গুগলে কিছু লিখে সার্চ দিলে আমাদের বাংলাদেশীদের কোন সাইট পাই না, বেশীর ভাগ ভালো সাইট গুলো ইন্ডিয়ান আর পাকিস্তানীদের, দেখে মনটা খারাপ হয়ে যায়। আর বাংলাদেশী যে সাইট গুলো আছে বেশিরভাগ হাবি জাবি দিয়ে ভরা  শুধু টাকা আয় করার জন্য । আমি নিজে অনেক স্টাডি করে এর পিছনে অনেক গুলো কারন খুঁজে পেলাম ।  ছোট্ট একটা ঘটনা বলি আমার এক পরিচিত জন যে পি টি ছি থেকে নেট বিল চালানোর মতো টাকা আয় করে কিন্তু এলাকায় তার বিশাল দাপট; ইন্টারনেটে টাকা আয় করে; চাড্ডিখানি কথা ! সব কিছু মোটামুটি জানে, আমি তাকে ব্লগিং সম্পর্কে বিশাল জ্ঞান দিলাম, কিন্তু তিনি  সময় নষ্ট করে এবং দীর্ঘ সময় ব্যাপী এই কাজটি করতে রাজী নয় । আমি জানি চেষ্টা করলে ও পারতো কিন্তু সমস্যা হচ্ছে তার কোন ইচ্ছা নেই, সে দীর্ঘ দিন বসে থেকে টাকার স্বপ্ন দেখতে রাজী নয় । কিন্তু আমি দেখি, স্বপ্ন দেখি ভালো ব্লগার হবার, সেই চেষ্টা করে যাচ্ছি প্রতি নিয়ত, প্রতিদিন পড়ছি, জানছি আর চেষ্টা করছি অনুপ্রেরণা যোগাতে আরও মানুষকে যারা আমার মতো স্বপ্ন দেখে আর কষ্ট করতে জানে । হয়তো একদিন আমার এই ক্ষুদ্র ব্লগ বাংলাদেশে জনপ্রিয় হবে, সেই চেষ্টাই করে যাচ্ছি, জানি আমার এখনো যোগ্যতা হয়নি তারপর ও চেষ্টা করে যাই । যদি কেউ ব্লগিং সম্পর্কে সাহায্য চায় আমি খুব খুশী হই, নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করি । আর অনুপ্রেরণা যোগাই,  যাতে সে ভালো কিছু করতে পারে । ব্লগিং থেকে কি পরিমান আয় করা যায় সে সম্পর্কে অনেকেরই ধারনা নেই ।

 

শুধু মাত্র অ্যাড সেন্স থেকে শন হোগান ১.৭৫ মিলিয়ন থেকে ২.২৫ মিলিয়ন ডলার আয় করে প্রতি বছরে । বাংলাদেশী টাকায় হিসাব করলে প্রায় দেড় কোটি টাকা প্রতিমাসে আয় । এখানে শুধু মাত্র গুগল অ্যাড সেন্স থেকে আয়ের কথা বললাম তার ওয়েব সাইট থেকে অন্য আয়ের কথা বাদ দিলাম । শন হোগান ডিজিটাল পয়েন্ট ফোরামের মালিক ।

 

আমি জানি আপনি ঘাবড়ে যাচ্ছেন, আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এত টাকা আয় করতে আপনাকে আমি বলছি না বলছি সঠিক ভাবে কাজ করে যেতে এবং প্রতিমাসে ৭০০-৮০০ ডলার আয় করার চেষ্টা করতে । সেটা মনে হয় আপনি এবং আমাদের জন্য ও সাধ্যের মধ্য । সঠিক ভাবে ব্লগিং এবং এস ই ও করতে পারলে এটা খুব সম্বভ ।

 

নিরলস ভাবে, সঠিক উপায়ে কাজ করে গেলে সফলতা খুব বেশী দূরেথাকবে না । নিজের কাজ টাকে আনন্দের খোরাক বানিয়ে নিন । দেখবেন আপনি সফল হবেন, টাকা আপনার হাতে তখন এমনিতে ধরা দেবে । আপনি কেন টাকা খুঁজতে যাবেন ও ই আপনাকে খুঁজে নেবে।

আমরা কেন ব্লগিং এ সফল হতে পারছিনা এর পিছনে অনেক গুলো কারন থাকতে পারে, যেমন ---

 

১. আমরা টাকার পিছনে ছুটি, কোন রকমে একটা ব্লগ বানিয়ে, কপি করে কনটেন্ট বসিয়ে এস ই ও করে ভিসিটর বাড়ানোর কাজ করি যাতে অ্যাড সেন্স থেকে আয় হয় ।

২. ব্লগিং সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম, আমরা আমাদের ব্লগে সময় দেবার চেয়ে এস ই ও স্পাম্মিং করতে বেশী পছন্দ করি, কারন মূল উদ্দেশ্য থাকে আমাদের ভিসিটর এবং টাকা ।

৩. অন পেজ এস ই ও করা হয় না অধিকাংশ ব্লগের ।

৪. ব্লগের কনটেন্ট লিখতে পারিনা তাই বিভিন্ন উপায় ব্যবহার করে আর্টিকেল স্পিন করি, ফলে আর্টিকেল ১০০% ইউনিক হয় না ।

৫. ব্লগ তৈরি করার সময় গুগলের অনেক নিময় ফলো করি না ।

৬. ব্লগে অ্যাড বসাতে পারি না তার কারনে ক্লিক কম আসে ।

৭. কী ওয়ার্ড রিসার্চ করতে পারি না ফলে অধিকাংশ ক্ষেত্রে লো কম্পিটেটিভ কী ওয়ার্ড সিলেক্ট হয় যার কারনে অ্যাড সেন্স এর ক্লিক রেট কম ।

৮. একটা ব্লগে আমরা সব কিছু নিয়ে লিখি ।

৯. আমরা পড়তে এবং মাথা খাটাতে পছন্দ করি না ।

১০. অনলাইনে যারা টাকা আয় করি বা করতে চায় তাদের অধিকাংশ ছাত্র তাই তাদের প্রতিমাসের নেট বিল চালানোর মতো টাকা নেই তাই তারা দীর্ঘ সময় ব্যয় করে টাকা আয় করতে চায় না ।

১১. ব্লগিং করার মতো যে সময় প্রয়োজন সেই সময় আমদের হাতে নেই ।

১২. ব্লগিং জানি কিন্তু ইংরেজী জানি না ফলে ব্লগিং করতে পারি না কারন বাংলা ব্লগিং থেকে ইংরেজী ব্লগ থেকে অনেক গুন বেশী আয় করা যায় ।

১৩. ব্লগিং জানি কিন্তু এস ই ও জানি না এবং কী ওয়ার্ড রিসার্চ জানি না ।

 

খুঁজে দেখুন আমার ব্লগ, হয়ত আপনার কোন উপকার হলে ও হতে পারে ।

 

 

আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সাথে আছি

Level 0

যদিও টিটিতে থ্রেট ম্যানেজার দিয়ে আয় বিষয়ে প্রতিবাদ করায় আমার মুল আইডি ব্লক করেছে

Level 0

Khub valo laglo vai. Amio prai 2 month dohre blogging korteche. Majhe majhe apnader help lagte pare. Add me My Skype id: choncholkpi

    @chonchol: আমি স্কাইপ ব্যবহার করি না, মেইল ব্যবহার করি আর প্রব্লেম হলে ব্লগে দেখা হবে

Level 0

দারুন লিখেছেন একদম ঠিক কথা । আমি এখন microworkers এ কাজ করছি শুধু domain এবং host কিনার জন্য । আশা করি কিছু দিনের মধ্যে কিনে ফেলব

    @Problogger: তা ডোমেইন টা কি কিনবেন ? Problogger.net ……..
    🙂

Level New

খুব ভালো হইছে এই পোস্টটি ব্লগার দের অনুপ্রেরণা যোগাবে| গৌতম ভাই একটু হেল্প করুন আমার একটি ব্লগ আছে যেটি মোবাইল ফোন মেরামত বিষয়ে আমার ব্লগে আমি এডসেন্স বসাতে চাচ্ছি আমার ব্লগ দেখে বলবেন যে কোথায় এডসেন্স এর পারফেক্ট স্থান| আমার ব্লগ টি হলো
http://repairhelps.blogspot.com
আর একটি কথা আপনার ব্লগের ব্যাকগ্রাউন্ড এক কালার হলে আরো ভালো লাগত

    @Safiq24: আপনার ব্লগে কমেন্ট কর জানিয়েছি শফিক সাহেব ।

Level 2

সুন্দর পোস্ট হয়েছে। আপনার সাথে একমত।
http://codesschool.blogspot.com

Level 0

প্রথমে প্রিয় তে নিলাম। আপনার পোস্ট টি আমাকে খুব সাহস দিল। ধন্যবাদ

    @optimizers: আমাকে ও সাহস দিল আপনাদের জন্য আরও বেশী লিখতে ।

Level 0

Gautam bhai,Blogging korte help chi. my email : [email protected]

Level 0

গৌতম ভাই আপনার মেইল এড্রেস টা দেওয়া যাবে ?

আসলে সমস্যা হচ্ছে,আমরা বাঙালিরা,জাতিগত ভাবে পরিশ্রমি হলে বেশ পরিশ্রমি,কিন্তু অলস হলে বেশ অলস।এই অলস লোকগুলা একটুও পরিশ্রম করতে চায় না,তাই এই দুর্ভোগ।পিটিসির মাধ্যমে একদিকে যেমন নিজের লুপ্ত প্রতিভা বিকাশ হয় না,অপরদিকে প্রতারিত হয়।প্রকৃত ফ্রিল্যান্সার হতে যতটা কষ্ট করা লাগে,এটা দেখলেই এখান খেকে মুখ ঘুরিয়ে নেয়। >_<

    @Iron maiden: সঠিক কথা বলেছেন, তবে লুপ্ত প্রতিভা বিকাশ যাতে না হয় সেই কারনে আমরা ছোট্ট বেলা থেকে নিজের মনের অনিচ্ছাতে গাদা গাদা বই পড়ি, আমাদের শিক্ষা ব্যাবস্থা আমাদের লুপ্ত প্রতিভা বিকাশ হতে দেয় না । সব কিছুতে আমাদের মনের উপর জোর খাটানো হয় এবং আমাদের মনের ইচ্ছা মরে যায় এবং কখনই নিজেকে জানা হয় না ।

@Skylark: মেইল করছি

Level New

ধন্যবাদ গৌতম ভাই আমার ব্লগে আপনার মূল্যবান কমেন্টস করার জন্য| আমি কি টাইটেল এর নিচে ad বসাতে পারি আর টাইটেল এর নিচে ad বসালে কি adsense এর কোনো কন্ডিসন ব্রেক হবে কিনা এবং ক্লিক পরার সম্ভাভনা কিরকম একটু জানাবেন জানালে উপকৃত হব |

হ্যাঁ, ব্যবহার করে দেখেন । তবে এই লিংক অ্যাডে ক্লিক রেট খুব কম আসে । তবে এটা অ্যাড সেন্সের কোন কন্ডিশন ব্রেক করে না ।

Level 0

vai bloging somporke khotha thake janbo….kivabe bloging korbo kichoi bojte parchi na.! kon subject nie bloging korle batter hoba…?