পিটিসিতে কাজ করে কি সত্যিই আর্ন বা উপার্জন করা সম্ভব? কিছু টিপস আর টিউটোরিয়াল(আমি রেফারেল লিংক দিইনি, নো স্ক্যাম)(মেগা টিউন)(এর আগে এমন টিউন করে সাময়িক টিউনারশীপ স্থগিত হয়েছিলো, কিন্তু কেন? আমি নীতিমালা পড়েই টিউন করেছি। আমিত সেখানেও রেফারেল লিংক দিইনি। টেকটিউনসের নীতিমালার কোথাও লেখা নেই যে পিটিসি নিয়ে টিউন করা যাবে না। হ্যাঁ, অ্যাফিলাইট লিংক দেওয়া নিষেধ সেটাতো আমি দিইনি)

আসসালামু আলাইকুম। আবারো বলি আমি রেফারেল লিংক দিতে টিউন করছি না। একদম ১০০% রেফারেল লিংক মুক্ত একটি ফ্রেশ টিউন 🙂

আগে জানতাম পিটিসি উন্নত দেশরাই বেশি ব্যবহার করে। নাহ, আমি যখন যুক্ত হলাম তখন দেখলাম আসলে কথাটা সম্পূর্ণ সঠিক না। বাংলাদেশী অনেকেই যুক্ত আছেন পিটিসিতে। তবে সেটা খুব বেশি তাও না। আসলে পিটিসি ও অনলাইনে ইনকাম ইত্যাদি নিয়ে বাংলাদেশের অনেকের ধারণা নেতিবাচক। তাই হয়তো বেশিরভাগ মানুষ ঠিক তৃতীয় দিনেই সিদ্ধান্ত নেয় অযথা সময় নষ্ট হয় পিটিসিতে। কিন্তু ধারণাটা ভুল। টিউনের ভূমিকা শেষ করছি একটা কথা দিয়ে, হ্যাঁ, সম্ভব। পিটিসিতে আয় কঠিন কিছু না। আপনার আর আমার একটা কাল্পনিক কথোপকথনে বুঝিয়ে বলি।

কাদের জন্য পিটিসি?

অনেকের মতে যারা অলস, অনলাইনে আয় করতে চান, তবে কাজ করতে পারেন না তাদের জন্যই পিটিসি। কিন্তু আমার মতে যেকোন মানুষের জন্য ফুলটাইম বা পেশা হিসেবে না নিলেও পার্টটাইম বা দিনে ১০-১২ মিনিট পিটিসি সাইটে কাজ করতেই পারেন। যদি বুদ্ধিমত্তার সাথে ১ বছর কাজ করেন মাসে ৫-৭ হাজার ইনকাম এমনিই হবে অথচ দৈনিক ব্যায় হবে মাত্র ১৫-৩০ মিনিট।

কেমন আয় হবে?

সহজ ভাবে ছোট্ট করে এক কথায় বললে শ্রমের তুলনায় অনেকগুণ বেশি। দৈনিক একটা সাইটে ৪ মিনিট সময় দিয়েও ১ বছর পরে ২৫০০ টাকার মত আয় হতে পারে। আবার ১৫ মিনিট সময় দিলে ৪টা সাইটে কাজ করলে সংখ্যাটা ৪ গুণ হবে। তো বুঝতেই পারছেন, আয় মোটেও খুব খারাপ না। তবে হ্যাঁ, আগেই বলি প্রথম ৪-৫ মাস ১ টাকাও পাবেন না। কারণ ওইসময় যত আয় হবে তত রেফারেল কেনা উচিৎ আপনার।

ঠকবো না তো?

উত্তরটা খু্ব ছোট, হ্যাঁ, পিটিসিতে ঠকার সমূহ সম্ভাবনা আছে।

এইটা কি বললেন? যদি ঠকি তাহলে কেন কষ্ট করবো?

আপনি যদি ফাঁদে পা দেন ঠকাটা স্বাভাবিক। পিটিসিতে আসলে ৯০% সাইটই ভুয়া। ভালো সাইটে কাজ করলে আয় হবে। পেমেন্ট পাবেন। মানে ওই ১০% সাইট খুজেঁ নিতে হবে।

মাত্র ১০%? তাহলে পাবো কিভাবে খুজেঁ?

আপনার মাথায় নিশ্চয়ই মগজ আছে। সেটা একটু ব্যবহার করলেই বুঝবেন কোন সাইট আসল না ভুয়া। ভালো সাইটকে legit আর ভুয়া সাইটকে Scam সাইট বলে, আপনি সার্চ দিয়ে সাইটগুলো নিয়ে বিভিন্ন রিভিউ পড়তে পারেন। যদি দেখেন সবাই সাইটটাকে Legit বলছে তবে কাজ করুন। এছাড়া একটু মাথা খাটিয়ে দেখবেন। যদি দেখেন আয় আর অফার খুব বেশি তাহলে বুঝবেন ঘাপলা আছে।

কয়েকটা ভালো সাইটের নাম বলেন প্লিজ।

ইউজক্লিক্স(লিংক আমার রেফারেল লিংক না) বেশ ভালো। অ্যাডফাইবার(লিংক আমার রেফারেল লিংক না) নামের একটা সাইট আছে। নতুন কিন্তু অল্পদিনেই খু্ব নাম করেছে। নিয়মিত পেমেন্ট দেয়।

আচ্ছা, স্ক্যাম সাইটে ম্যালা কষ্ট করে অনেক টাকা আয় করলাম। কিন্তু পরে বুঝলাম স্ক্যাম, এখন কি করবো?

সহজ কথা, টাকাটার কথা ভুলে যান। অথবা ব্যানার এড দেন। এতে কেউ ক্ষতিগ্রস্থ হবে না। কিন্তু আপনি কিছু ক্লিক পাবেন। পিটিসি এড না দেওয়াই উচিৎ। তাহলে মানুষ আশা নিয়ে আপনার এডে ক্লিক করবে। কিন্তু পরে আপনার মত পস্তাবে। আর ব্যানার অ্যাডে ক্লিক করে টাকা পাওয়া যায় না এটা সবাই জানে।

আয় করার পদ্ধতি কি?

শুধু এডের পর অ্যাড দেখলে কোন লাভ হবে না। এমন সাইটে কাজ করা উচিৎ যেখানে রেন্টেড রেফারেল সিস্টেম আছে...

একটু থামেন, রেফারেল আবার কি?

ধরেন আপনি কোন পিটিসি সাইটে রেজিস্টার করার সময় কারো রেফার নিতে পারেন। তাহলে আপনার আয়ের একটা অংশ যার রেফার নিয়েছেন সে পাবে...

আমার আয় কি তাহলে কমে যাবে?

না। আপনার আয় ঠিকই থাকবে। আপনি ১ ডলার আয় করলে আপনি ১ ডলারই পাবেন। আপনার আয় কমবে না। তবে সেও কিছু টাকা পাবে। নির্দিষ্ট অংশ। সেটা আপনার পকেট থেকে না, কোম্পানীর পক্ষ থেকে। এটা হলো ডাইরেক্ট রেফারেল। আর যদি আপনি কারো  রেফার না নেন তবে যে কোন ইউজার কোম্পানীর কাছ থেকে আপনাকে ১ মাসের জন্য রেফারেল হিসেব ভাড়া করতে পারবে।

সব সাইটে কি এই সিস্টেম নেই?

না, তবে আমি যে সাইটগুলো বললাম সেখানে আছে। গুগল সার্চ করলে আরো পাবেন। তবে হ্যাঁ, সাবধান, স্ক্যামের ফাদেঁ পা দিবেন না। অনেকেই রেফার পাওয়ার জন্য ভুয়া সাইটকে Legit বলবে। তাই একটু সাবধানে কাজ করবেন। তো যেটা বলছিলাম, আয় করার জন্য লগইন করবেন। ভিউ এডসে ক্লিক করবেন। এডফাইভার বা ইউজক্লিক্সসহ কিছু সাইটে প্রতিদিন ৪ টা এড পাবেন যাতে ০.০১ ডলার পাবেন, বাকিগুলোতে ০.০০১ ডলার। শুধু ওই ৪টাই দেখবেন।

তাহলেই আয় হবে?

না, আপনাকে নিয়মিত রেফারেল রেন্ট করতে হবে। সহজ হিসাবে বলি আনুমানিক আয় কেমন হবে-

১ মাস শেষে- ০.০০ ডলার ৬ রেফারেল

৫ মাস শেষে- ০.০০ ডলার ৫০ রেফারেল

৬ষ্ঠ মাস থেকে ১২শ মাস- ১৫ ডলার থেকে ৩০ ডলার

এরপর- বাড়তে থাকবে।

আর হ্যাঁ, আয় আরো বাড়াতে চাইলে আপনার একাউন্ট আপগ্রেড করে নিবেন। কিছু ইনভেস্টও করতে পারেন।

কোন একটা সাইটে আয় করা নিয়ে বিস্তারিত বলেন।

এর আগে ইউজক্লিক্স নিয়ে  টিউন করে সাময়িক টিউনারশীপ স্থগিত হয়েছিলো, কিন্তু কেন? আমি নীতিমালা পড়েই টিউন করেছি। আমিত সেখানেও রেফারেল লিংক দিইনি। টেকটিউনসের নীতিমালার কোথাও লেখা নেই যে পিটিসি নিয়ে টিউন করা যাবে না। হ্যাঁ, অ্যাফিলাইট লিংক দেওয়া নিষেধ সেটাতো আমি দিইনি। তো যাহোক, সেটা সমস্যা না। টিউনটা এখনো স্থগিত আছে। আপনাদের আরো সহজে বোধগম্য করতে ইউজক্লিক্স আয় করার পদ্ধতি আবার লিখছি।  তাহলে আরো ভালোভাবে বুঝবেন। সব সাইটেরটাই বুঝবেন। এক সাইটে পারলে সব সাইটেই পারবেন।

আচ্ছা, লিখেন

১. Useclix-এ সাইন আপ করে লগ ইন করুন।
২. এবার View Ads এ ক্লিক করুন।
৩. হুমম, দেখুন অনেক এড। প্রায় ২০-২২ টা, তাই না? এত এড আমরা দেখবো না। অযথা সময় নষ্ট। দেখুন Fixed Ads গুলোর জন্য পাবেন মাত্র ০.০০১ ডলার। অযথা সময় নষ্ট। অতএব, নিচে নামুন।
৪. Daily Ads এ দেখুন প্রতিটি এডের জন্য পাবেন ০.০১ ডলার। ৪টি ডেইলি এড দেখুন। ২ মিনিট লাগবে। আর লগইন ইত্যাদির সময় ধরে দৈনিক ৪ মিনিটের বেশি খরচ হবে না।
৫. প্রতিদিনই এই ৪টা এড দেখুন।
৬. এভাবে ১৫ দিন পর ০.৬০ ডলার হবে। Dashboard এ যান এবং পাশের মেনু থেকে Fund Purchase Balance এ ক্লিক করুন। মেইন ব্যালান্স সিলেক্ট করুন। এবং এমাউন্টের ঘরে লিখুন ০.৬০ এবং একাউন্টে টাকা যুক্ত করুন।
৭. Rent Referrals এ ক্লিক করুন। ৩ জন রেফারেল ক্রয় করুন। দেখুন আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
৮. প্রথম ৫ মাস খালি আয় করুন আর রেফারেল কিনুন। রেফারেল ৩০+ হয়ে গেলে এবার প্রতি মাসে প্রায় ১২ ডলার আয় হবে।
৯. এখন প্রতি মাসে ২৫% টাকা দিয়ে রেফারেল কিনুন। বাকি টাকা ক্যাশ আউট করুন।
১০. ক্যাশ আউট করতে Personal settings এ যেয়ে আপনার পেজা ইমেইল আপডেট করে নিন।
১১.Fund Purchase Balance এ গিয়ে পেজায় টাকা ভরে নিয়ে পেজা দিয়ে ক্যাশ আউট করুন।

পিটিসিতে সমস্যা হবে না তো কোন? মানে ব্যান খাওয়া টাইপের।

হতেই পারে। এটাই সমস্যা। আপনি যদি এক আইপিতে একাধিক আইডি খুলেন তবে সবগুলো ব্যান হবে। প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। তাই একাধিক সাইটে কাজ করা। যাতে একটায় ব্যান খেলেও বা আইপি সংক্রান্ত সমস্যা হলেও খুব একটা প্রভাব না পড়ে। তাই ৪-৫ টা সাইটে কাজ করা উচিৎ। একে দৈনিক মোট ১৫-২০ মিনিট লাগবে।

ধন্যবাদ।(হিহি, আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ নিয়ে নিলাম,যদি ধন্যবাদ দিতে না চান টিউমেন্ট বক্সে বলে দিয়েন, আমি ধন্যবাদ দিবো না।)

আপনাদেরও ধন্যবাদ, এই বিশাল টিউন, প্রায় ১২০০ (১১৬৮) টা শব্দ কষ্ট করে পড়ার জন্য।

 

আচ্ছা, তাহলে আজকের মত আসি। টিউমেন্টে উৎসাহ দিলে আবার শীঘ্রই ফিরে আসবো আশা করি। না দিলেও ইংশাআল্লাহ ফিরে আসবো। তিরষ্কার করলেও সম্ভবত ফিরে আসবো। হিহিহি। তবে হ্যাঁ, আবারো যদি ব্যান বা স্থগিত হয় চিরদিনের জন্যই হয়তো টেকটিউনসকে গুডবাই, টাটা বলে দিবো।

আর সময় পেলে এখানে গিয়ে আমার বন্ধুদের সাথে তৈরি করা ব্লগটা দেখে আসতে পারেন।

আমি আছি ফেসবুকে, অবশ্যই ভিপিএনের মাধ্যমে 😛

আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

neobux scam .ptc-investigation.com

পিটিসিতে কাজ করার গাইড লাইন।জীবনে কোন দিন পিটিসিতে কাজ করে বিফল হবেন না।এটা অনূসরন করে কাজ করেন।
http://www.ptc-investigation.com

    হুমম, ধন্যবাদ। আমি কয়েকটা রিভিউ দেখলাম আপনার কথায়। মিশ্র প্রতিক্রিয়া। যাহোক ধন্যবাদ। পোস্ট এডিট করছি।

ভাই এমন কোন সাইটের নাম বলুন যেটাতে প্রতিদিন এক,দেড় ঘণ্টা সময় দিলে মাসে ২ হাজার টাকা আয় করা যাবে।

Level 0

মাইক্রোওয়ার্কাস এ গিয়ে দেখতে পারেন @রিফাত

হবে ত?