ইউটিউব থেকে ইনকাম করুন গেম রিভিউ করে [পর্ব-০৪] :: স্টিম এবং গেইম ডাউনলোড

প্রথমেই এই লিঙ্ক থেকে স্টিম ডাউনলোড করে নিন ইন্সটল করার পরে আপডেট চাইতে পারে আপডেট হতে সময় দিন, আপডেট হয়ে যাওয়ার পরে স্টিমে একটি একাউন্ট খুলে ফেলুন এবং ই-মেইল এড্রেসে ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট ভেরিফাইড করে ফেলুন।

কিভাবে Dota - 2 স্টিমে যুক্ত করবেনঃ-

ভেরিফাইড করার পরে স্টিম প্রোগ্রামে ফিরে যান এবং স্টোর নামে একটি ট্যাব দেখতে পাবেন সেখানে যান।
সেখানে একটি সার্চবার দেখতে পাবেন Dota - 2 লেখে সার্চ করুন। সার্চ করার পরে রেসাল্টে Dota - 2 দেখতে পাবেন এবং ডাউনলোড লেখা দেখতে পাবেন যদি না পারেন তাহলে এই লিঙ্কে যান এবং নিচের স্ক্রিনশটে দেখানো জায়গাটিতে ক্লিক করুন

Dota 2 Download

আপনার পিসিতে যদি আগে থেকে স্টিম ডাউনলোড করা থাকে তাহলে স্টিমের মাধ্যমে এই সফটওয়্যারটি ওপেন করবে নাকি এ লেখা একটি মেসেজ দেখতে পাবেন সেটা ইয়েস করুন, না থাকলে স্টিম ইন্সটল করে নিন।
Dota - 2 গেইমটির সাইজ প্রায় ৭ জিবি ডাউনলোড হতে সময় লাগবে ডাউনলোড শেষ হওয়ার পরে গেইমটি দেখতে পাবেন স্টিম সফটওয়্যারে লাইব্রেরী ট্যাবে যান সেখানে Dota - 2 লেখা থাকবে এবং এর পাশে প্লে বাটনে ক্লিক দিলেই গেইমটি চালু হয়ে যাবে।

ভালো কোয়ালিটির ভিডিও সংগ্রহের জন্যে সেটিং পরিবর্তনঃ-

ভালো কোয়ালিটির ভিডিও সংগ্রহ করার জন্যে আমাদের সেটিং এ কিছু পরিবর্তন আনতে হবে যার জন্যে ডটা - ২ গেইমের উপরের বাম পাশে একটি Gear আইকন দেখতে পাবেন যেটা থেকে সেটিং এ যেতে পারবেন আপনি।
সেটিং থেকে ভিডিও ট্যাবে যান "Display Mode" লেখাটির পাশে "Borderless" উইন্ডো লেখাটি দেখতে পাবেন সেটার পাশে Apply বাটন সিলেক্ট করে দিন।
আর ভিডিও রেজুলুশন ১২৮০x৭২০ করে দিতে পারেন যেটা ভিডিও কোয়ালিটির মাত্রা অনেকগুনেই বাড়িয়ে দিবে।
আজকে এখানেই শেষ করছি আগামী টিউনে আমি আলোচনা করবো কিভাবে গেইম ভিডিও কালেক্ট করবো সে সম্পর্কে।

আমার সাথে যোগাযোগের জন্যে আমার ফেইসবুক আইডি

Level 0

আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস