আপনি কী শিক্ষিত বেকার?অনলাইনে কাজ করতে ইচ্ছুক কিন্তু সফলভাবে কাজ করতে পারছেন না অনেক পিটিসি সাইট/ক্লিক /ওয়েবসাইট ভিউ?ইনভেস্টমেন্ট সাইট এ কাজ করে ধরা খাইছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য

আপনি কী শিক্ষিত বেকার?অনলাইনে কাজ করতে ইচ্ছুক কিন্তু সফলভাবে কাজ করতে পারছেন না। অনেক পিটিসি সাইট/ক্লিক /ওয়েবসাইট ভিউ?ইনভেস্টমেন্ট সাইট এ কাজ করে ধরা খাইছেন। তাহলে এই পোস্টটি আপনার জন্য। .

মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো

 

অনলাইনে ইনকাম করা যায় দুটি উপায়ে  :_

১)Without Investment(Freelancing or Outsourcing, YouTube Video Blogging)

২)With Investment(Forex Trading/Business, Blogging, CPA Marketing, Affiliate Marketing, eCommerce Business)

 

Freelancing করতে হলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে অর্থাৎ আপনার স্কিল ডেভলপমেন্ট থাকতে হবে। অন্যথায় fiverr, freelancer, upwork etc marketplace a account khule আপনার সময় বৃথা যাবে। বিশ্বাস করেন আর নাইবা করেন এটাই করেন বাস্তব

 

এখন বলতে পারেন ভাই এসব স্কিল তো আমার মধ্যে নাই (তবে ট্রাই করেন স্কিল ডেভলপমেন্টের জন্য)এবং ইনভেস্ট করার মত এত টাকাও নাই। হ্যা তাহলে আপনার জন্য বাকি লিখাটা।

 

আমরা ম্যাক্সিমাম এইসব সাইট এ কাজ করি ১০$ ওর ১৫$ দিয়ে জয়েন করে

 

[বর্তমান সাইট গুলার অবস্থা। কেন আজ এই টাকা গুলা এডমিন কে দিছেন সে এই টাকা গুলাই তো আপনাদের পেমেন্ট করবে তাইতো, বেচারার কাছে যদি টাকা শেষ হয়ে যায় তখনই তো নিয়োম করবে যে একজন রেফার দাও পেমেন্ট নিতে হলে, তোমাকে ঐ রেফারের টাকা টাই দিবো, কেন নিজের টাকা পরের হাতে দিয়ে তারপর নিজের টাকা উঠাতে এডমিনের হাতে পা ধরতে হবে, নিজের টাকার বাহাদুরি কেন অন্যের হাতে দিবো, তারপর লাভ করতে চাইলে আবার রেফার করতে হবে, কেন এমন হয় না যে আমি সাইটে ইনভেস্ট করছি প্রতিদিন এড দেখবো ঐটার বিনিময় টাকা পাবো। তাইলে এই মিথ্যা এড বা লিং ভিজিট করার কোন মানে আছে। কোথায় আজ আপনাদের বিবেক? একবার নিজে চিনতা করুন কিসে কাজ করতিছেন এবং দুই দিন পর সাইটে চলে যাচ্ছে, আবার দৌড়ে গিয়ে নতুন আরাক টা সাইটে ইনভেস্ট করতিছেন, ঐটাও চলে গেলো, কত দিন এমন ঝিমাইয়া জীবন চালাবেন। ]

 

 

আপনারা অনেকে হয়তো #USA সার্ভে এই ল্যাঙ্গুয়েজেটির  সাথে পরিচিত অথবা নাও হতে পারেন।

এই টিউনের টপিক হচ্ছে ::#USA_SURVEY

 

আপনি যদি  সত্যি সত্যি আপনার মেধা এবং সময়কে কাজে লাগাতে চান তাহলে আমি suggessted করবো আপনি #USA_SURVEY তে কাজ করেন। কোনো কিছুই আপনাকে হারাতে হবে না। ১০০% অরিজিনাল কাজ। পেমেন্টের জন্য কারো কাছে  যাইতে হবে না কোনো রিস্ক নাই।

তবে এই কাজ সবার জন্য না কারণ এটা  কোনো ক্লিক, ওয়েবসাইট ভিসিটের, ADD View  মতো কোনো ইজি  কাজ না যে ১/২ মিন কাজ করলেন আর ১$ পেয়ে গেলেন এমন টা না। আপনাকে অবশ্যয় শিক্ষিত বেকার হতে হবে লাইক(ssc, hsc, hons, degree, masters)আপনি জেনে অবাক হবেন যে অনেকে বাংলাদেশের এই যোগ্যতায় সফলভাবে সার্ভের কাজ করতেছে। এখন আসি এই কাজ করতে হলে আপনার  কী কী প্রয়োজন

১) American Real Pc

২)100% verified Paypal Account(আপনার টাকা তুলতে লাগবে)

৩)USA Gmail

৪)interner connected Computer/Laptop

 

N.B ::কাজটি করার জন্য আপনার কোনো Previous Experience লাগবে না। আপনার যদি সত্যি সত্যি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আমাদের টীম মেম্বার রা আপনাকে 24/7 skype তে video Share/Team Viewer এর মাধ্যমে support দিবে ইনশাল্লাহ। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আপনার সিদ্ধান্ত আপনাকেই  নিতে হবে।

 

বাংলাদেশ কিন্তু অনেক কোচিং সেন্টার আছে ওনারা সার্ভে এর ওপর কোর্স করাই। এবং অনেকে কিন্তু কোর্স করতেছে।

অনেক কথা বললাম এসব আসলেই সত্যি  কিনা তা অবশ্যই যাচাই করুন। আজকাল কারো মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনার যা প্রয়োজন সব কিছু Google, Youtube এ সার্চ করলেই পেয়ে যাবেন। তাই সার্চ করুন youtube: USA Survey/Survey Mintvine/Junkei/Branded Bangla Tutorial or English.আরো অনেক সার্ভে সাইট আছে আপাতত দুইটার নাম বললাম।

আসুন এক নজরে জেনে নেই সার্ভে সাইট কি এবং এর কাজ কি?

সার্ভের মানে হলো জরিপ,  ইউএস এ কিছু  এনজিও/গবেষণা প্রতিষ্ঠান আছে এরা মানুষ থেকে শুরু করে বিভিন্ন খাবার ও পশু পাখি ইত্যাদির উপর জরিপ করে,  শুধু তাই নয়! এইপ্রতিষ্ঠান গুলো তাদের প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে একটি পরিবার সম্পর্কে জানতে চায় বা  বিভিন্ন মতামত/জরিপ নেয়,  এটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি“জরিপ/গবেষণা/মতামত।

ক. প্রশ্ন: এই জরিপের কাজ কি?

১.উত্তর: এই প্রতিষ্ঠান গুলো অনলাইনে কিছু ফ্রম দেয় সেই ফ্রম গুলো পূরণ করলে ওই প্রতিষ্ঠান গুলো এর বিনিময়ে আমাদের কে টাকা প্রদান।

খ. প্রশ্ন: এই কাজগুলো কে কে করতে পারবে এবং খুব বেশি ইংলিশ জানতে হবে কিনা?

২.উত্তর: এই কাজগুলো করার জন্য বিশেষ কোন শিক্ষার প্রয়োজন নাই এবং হালকা পাতলা ইংলিশ পরে বুঝতে পারলে হবে।

গ. প্রশ্ন: আমি এই কাজ গুলো করতে পারবো?

৩.উত্তর: আপনার যদি ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকে এবং আপনি যদি ফেইসবুক/জিমেইল একাউন্ট খুলতে পারেন তাহলেই হবে।

ঘ. প্রশ্ন: এই কাজ গুলো কি খুব কঠিন?

৪.  উত্তর: সার্ভে কাজ একদম সহজ কাজ।

ঙ. প্রশ্ন: এই কাজগুলো করতে কি কি প্রয়োজন?

৫.  উত্তর: একটি কম্পিউটার অথবা ল্যাপটপ,  ইন্টারনেট এবং একটি  পেইড ভিপিএস।

চ. প্রশ্ন: আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?

৬.  উত্তর: প্রতিদিন ৩/৪ ঘন্টা কাজ করলে মাসে $100/150/$200 USD= 8000/12, ০০০/16, ০০০ টাকা ইনকাম করা সম্ভব।

ছ. প্রশ্ন: এই সাইটগুলো পেমেন্ট দিতে কোনো ঝামেলা করে কিনা?

. উত্তর: ১০০% গ্যারান্টি এই সাইটগুলো পেমেন্ট দেয়।

জ. প্রশ্ন: এই সাইট গুলো কিসের মাধ্যমে পেমেন্ট দেয় বা পেমেন্ট তুলতে কি একাউন্ট লাগে?

৮.উত্তর: একটি  ইউএস এর ১০০% ভেরিফাইড পেপাল একাউন্ট লাগবে।

survey site গুলো তে অ্যাকাউন্ট করার সময় যে বিষয় গুলা অবশ্যই খেয়াল রাখবেন তা হল –
– বয়স ৪০ এর বেসি দিবেন।
– ইনকাম বেশি দিবেন। শেষের দিক থেকে ২-৩ নং দিবেন।
– race অবশ্যই Caucasian/white দিবেন।
– hispanic or native এই অপসন তা no দিবেন।
– আর জব market research দিবেন না।
_Manager /Analyst জব টাইটেল দিবেন
ব্যাস এই কয়েকটা বিষয় খেয়াল রাখলেই হবে।
১ম যেটাতে অ্যাকাউন্ট করবেন সব নোট প্যাড এ লিখে রাখবেন। আপনার জন্ম, আপনার বেবির জন্ম সাল, আপনার কয়টা গাড়ি, কোন মডেলের সব নোট প্যাড এ লিখে রাখবেন।
প্রত্যেক টা সার্ভে র শুরুর শেষ এ ৭-১০ তা প্রশ্ন করে আপনার পারসনালতথ্য। এই গুলা যদি আপনি অ্যাকাউন্ট খলার সময় যে তথ্য দিছেন তার সাথে না মিলে তা হলে disqualified হবেন।

অন্য জব দেন (market research বাদে) disqualified হবে না। আর আরন ও বেশি হবে।

কিছু Payment proof দেয়া হল। আপনাদের আবার payment প্রুফ ছাড়া Believed হয় না

 

 

সার্ভে প্যাকেজ এবং দাম

১. একটি  PAID VPS = —-1920 টাকা

  1. ১০০% ভেরিফাইডUS পেপাল একাউন্ট = 1600টাকা

৩. ১০০% ভেরিফাইড  3সার্ভে একাউন্ট = Free

 

 

আপনি যদি এখনো ক্লিয়ার না হন তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন মেসেঞ্জার e

 

Facebook: https://www.facebook.com/profile.php?id=100007028267876

Level 0

আমি আব্দুল্লাহ আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস