এবার Earnmines থেকে আর্ন করুন কিছু সহজ Task Complete করে

EarnMines (আর্ন মাইনস)

প্রথমে এখান থেকে Sign Up করে নিন।
আসলে এখানে সাইন আপ করা খুবই সহজ তাই আর স্ক্রীনশট দিয়ে ্দেখালাম না। তাহলে চলুন শুরু করা যাক। 

আর্নমাইনসে যদি সাইন আপ করতে চান তাহলে তাহলে সর্বপ্রথমে আপনার ইউজার নেইম টি দেবেন। এর পর আপনার ইমেইল দিবেন। পাসওয়ার্ড দিবেন। তারপর নিজের Country Select করবেন। 

এর পর এর নিচে একটি ছোটো বক্স থাকে। যদি আপনি তাদের নিউজ লেটারে সাবক্রাইব করতে চান তাহলে সেই বক্সে টিক দিয়ে দেবেন। এর পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পর, আপনাকে লগ ইন করতে বলবে, আপনি তখন আপনার একাউন্টে লগ ইন করে নিবেন। 

অবশ্য আমার এখানে ইমেইল ভেরিফিকেশন করতে বলেনি তাই সে ব্যাপারে আপনাদেরকে কিছু না বলতে পারার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

যেভাবে কইন আর্ন করবেন.

এখানে মূলত আপনাকে কইন আর্ন করতে হবে। আর প্রতি ১০০ কইন এর জন্য আপনি পাবেন 0.01$. আর কইন আর্ন করার উপায়গুলো হচ্ছে- 

Youtube: ইউটিউব থেকে ভিডিও দেখবেন, সাবক্রাইব করবেন, শেয়ার করবেন। লাইক দিবেন।

প্রতিটি ভিডিও দেখার জন্য আপনি ১৯ থেকে ৪০ টি কইন পাবেন।

প্রতিটি সাবক্রাইবের জন্য আপনি পাবেন ৪৯ টি কয়েন।

Facebook: বিভিন্ন ফেসবুক পেইজে লাইক দিবেন, ছবিতে লাইক দিবেন, টিউমেন্ট করবেন।

প্রতিটি পেইজে লাইক দেয়ার জন্য ২৪ থেকে ৯৯ টি পর্যন্ত কইন পাবেন।

প্রতিটি ছবিতে লাইক দেয়ার জন্য ১ থেকে ৫ টি কইন পাবেন।

Instagram- এখানে আপনি অন্যকে ফলো করবেন, আর ছবিতে লাইক দিবেন।

প্রতিটি ফলোর জন্য আপনি কইন পাবেন  ৯ থেকে ২৫ টি

এছাড়াও রয়েছে Twitter, Soundcloud ইত্যাদি থেকে আপনি ফলো এবং অডিও প্লে করেও কইন আর্ন করতে পারেন।

সুযোগ-সুবিধা.  

১/ আপনি চাইলে আপনার বন্ধুকে কইন পাঠাতে পারেন।

২/ আপনি আপনার কইন গুলোকে ডলারে কনভার্ট করতে পারেন।

৩/ আপনি চাইলে Pay-pal এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন।

৪/ আপনি চাইলে আপনার ব্যানার প্রোমোট করতে পারেন।

৫/ প্রতিদিন ভিজিট এর মাধ্যমা আপনি ৪০ টি করে কইন বোনাস হিসেবে পাবেন।

৬/ আপনার রেফারেলে অন্য একজন সাইন আপ করলে পাবেন 0.01$.

বিঃদ্রঃ সেখানে বিকাশেরও একটি অপশন আছে। আমি সে সম্বন্ধে ভালো ভাবে না জানায় আপনাদেরকে সঠিকভাবে কিছু বলতে পারছিনা।

 

আমাদের সুবিধা - আমরা হয়তো অনেকে ইউটিউব একাউন্ট খুলে রেখেছি কিন্তু প্রয়োজনীয় সাবস্ক্রাইবার এর জন্য এডসেন্স যোগ করতে পারছি না কিংবা এডসেন্স এর সুযোগ আসছে না। এ সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনারা আসল সাবস্ক্রাইবার পাবেন আর যদি কেউ আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার সাথে সাথে আনসাবক্রাইব  করে ফেলে তাহলে তার একাউন্ট ব্যান করে দেওয়া হবে তাই আপনি এখান থেকে নিশ্চিন্তে কয়েন আর্ন করতে পারেন।

আশাকরি বোঝাতে পেরেছি আপনাদের কে। যদি না পারি তাহলে ক্ষমা করবেন। ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে ভুলগুলো শুধরে দেয়ার  চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে

অনুরোধ-

দয়া করে কেও কপি করবেন না। লিখতে অনেকটা সময় স্পেন্ট করতে হয়।

Level 1

আমি তানভীর হোসেন। Student, College, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস