কিভাবে Perfect Money একাউন্ট verified করবেন?

আগের পর্বে আমরা দেখেছি কিভাবে সহজে Perfect Money তে Account Open করা যায়। আজকে আমরা দেখবো কিভাবে Perfect Money একাউন্ট verify করা যায়।

গতপর্বে বলেছিলাম Perfect Money একাউন্ট verify করতে হলে দুই ধরনের ডকুমেন্টস দরকার হয়।

১. National ID Card বা Passport বা Driving License এর Scan Copy।

২. যেকোন ইউটিলিটি বিল (যেমন:- পানির বিল, গ্যাস বিল, ফোন বিল) এর Scan Copy।

ডকুমেন্ট দুইটিতে একই নাম ও এড্রেস থাকতে হবে এবং Perfect Money একাউন্টের নাম ও এড্রেস এর সাথে মিল থাকতে হবে। তাই আপনার বাসায় যার নামে ইউটিলিটি বিল আসে, তার নামেই একাউন্টি করুন।

১ম ধাপ: Perfect Money একাউন্ট verification এর জন্য আপনার Perfect Money  একাউন্টে Login করে Settings এ যান।

perfect money setting

Settings পেজের একদম নিচে বামপাশে Name Verification, Address Verification, Phone Verification অপশন পাবেন।

২য় ধাপ: Name Verification অপশন এ আপনার National ID Card/Passport/Driving License এর যে কোন একটির Scan copy আপলোড করে দিন।

perfect money name verification

৩য় ধাপ: একইভাবে Address Verification অপশন এ আপনার ইউটিলিটি বিল এর Scan copy আপলোড করে দিন। ডকুমেন্টগুলো আপলোড করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন, আপনার আপলোডকৃত ডকুমেন্টসগুলো ইংরেজীতে হয়।

আপলোড এর ১-২ দিন ভিতর আপনার Name ও Address verified হয়ে যাবে।

৪র্থ ধাপ: আপনি আপনার Phone Verification করতে পারবেন। তারজন্য আপনার Mobile Number দিয়ে সাথে সাথে verify করে নিতে পারবেন। তবে Phone Verification করতে হলে Perfect Money একাউন্টে ব্যালেন্সে মিনিমাম ১ ডলার থাকতে হবে।

এভাবে সবগুলো অপশন verify হয়ে গেলে আপনার Perfect Money একাউন্টি নিচের ছবির মতো verified।

perfect money verification

Perfect Money একাউন্ট verify করলে Transfer fee ২% থেকে.৫% হয়ে যাবে। তাই দীর্ঘমেয়াদে Perfect Money একাউন্টি ব্যবহার করতে চাইলে অবশ্যই উপরের দেখানো ধাপগুলো অনুসরণ করে একাউন্টি verified করে নিন।

Level 1

আমি কামরুল নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস