পিএইচপি কোডিং এবং অনলাইন আয় এবং ……..

প্রথম টিউন, তাই ভুল হবার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অনেকেই বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে অনেক টাকা - পয়সা আয় করছেন, অনেকে কাজ করবেন বলে স্বপ্ন দেখছেন আবার অনেকে ধোকা ও খেয়েছেন।আমি দ্বিতীয় দলের মানুষ। টেকটিউনস সহ বহু প্রযুক্তি ব্লগে অনেক ঘুরেছি কিভাবে ঘরে বসে আয় করা যায় তার একটা নিরাপদ উপায় বের করার জন্য। ঘুরে-ঘুরে পড়ে-পড়ে একটা জিনিষ বুঝতে পারলাম কাজ না জানলে কোন ও খাওয়া নাই। তো কি আর করা এবার তাহলে কাজ শিখি। কিন্তু কি শিখব? আবার চিন্তা ভাবনা ঘুরাঘুরি। শেষে দেখলাম ওয়েব ডিজাইনিং টাই তুলনামুলক ভাবে সহজ, অল্পসময় লাগবে শিখতে, ওডেস্কে HTML ও CSS এর অনেক কাজ। নতুন নতুন তো তাই শুধু টাকার স্বপ্ন দেখতাম। টুকটুক করে মোটামুটি ভাবে শিখে ফেললাম কিছু ভিডিও টিউটোরিয়াল ও  w3schools       এর কল্যানে। নিজের মত করে একটা স্ট্যাটিক ওয়েবসাইটও বানিয়ে ফেললাম সুন্দর কালার-টালার মেরে। ভাবলাম - মুই কি হনুরে। যাই এবার তাহলে ইনকাম করে আসি। কিন্তু কিসের কি আমার এই স্বল্প জানাশুনা ও অল্প অভিজ্ঞতা দিয়ে কোন কাজই পেলামনা।কিছুদিন চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। হতাশায় বুঁদ হয়ে রইলাম কিছুদিন।তারপর আবার জেদ চাপল। পারবনা কেন এই প্রশ্ন করলাম নিজেকে।অনলাইনে আয় আমি করেই ছাড়ব এই প্রতিজ্ঞা করে দ্বিতীয়বারের মত আবার শুরু করলাম। এইবার একটু আঁটসাট বেধে নামব বলে ঠিক করলাম। ওয়ার্ডপ্রেস আর জুমলার কাজ জানলে অনেক কাজ আছে এইটুকু বুঝতে পারলাম। কিন্তু এই কাজে মজা অনেক কম। তাই চিন্তা করলাম PHP শিখি। শুরু করলাম আবার আল্লাহর নাম নিয়ে। লিন্ডা ডট কমের কিছু অসাধারন ভিডিও টিউটোরিয়াল পেলাম PHP and MySQL-এর, সাথে w3schools and php.net তো আছেই । পুরোদমে শিখছি আর মাঝে মাঝে ওডেস্কে দেখছি কি ধরনের কাজ আসে বেশি। কোন কাজই পুরো পারিনা, ভাবলাম হবে - আস্তে আস্তে হবে। মাসখানেক শিখার পরে একটা স্বরচিত প্রজেক্ট হাতে নিলাম। কাজটা মোটামুটি এগিয়েছে কিন্তু এখনো সেই আগের অবস্থার কোন উন্নতি হয়নি, ওডেস্কের কোন কাজই পুরো পারিনা আর যেটা পারি সেটাতে এতো কম্পিতটিশান যে এপ্লাই করলেও লাভ হয়না।  PHP যে খারাপ শিখেছি তাও না। শুধু  PHP এপ্লিকেশন রিলেটেড প্রবলেম। যে প্রজেক্টটির কাজ করছি সেটা শেষ করলেও মনে হয়না তেমন সুবিধা হবে। এবারে বুঝতে পারলাম একজন গুরুর মর্ম। একা একা আসলে খুব বেশি দূর যাওয়া যায়না। এই অবস্থায় আটকে আছি বেশকয়েকদিন। কোন গুরু খুঁজে পাচ্ছিনা যার প্রফেশনাল কাজের অভিজ্ঞতা আছে। পুরো হতবুদ্ধিকর অবস্থা।

পিএইচপি শুরু করার আগে আমি কিছুদিন C++ এ কোডিং করেছি। কিন্তু ক্যারিয়ার হিসেবে কঠিন হবে ভেবে ওটা ছেড়ে পিএইচপি ধরেছি। বাংলাদেশে C++ এ কোডিং করে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে কেমন ক্যারিয়ার সম্ভব তা ভাল করে জানিনা বলে এমন ডিসিশান নিয়েছিলাম। এখন আবার C++ এ সুইচ করব নাকি পিএইচপি নিয়েই পড়ে থাকব বুঝতে পারছিনা।

টেকটিউনসের টেকি ভাইদের পরামর্শ কাম্য।

I don't know may be I am the only stupid in this blog who has these kind of problems.

Anyway, any kind of suggestions of anyone (specially of the people experienced with php or c++ related works ) would be greatly appreciated.

You can also mail me at:  [email protected]

or can call me at:      01818904334

Sorry for the last few words in English, I am pretty slow in Bangla typing so . . .

Level 0

আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ তার স্বপ্নের সমান বড় - তাইতো অনেক বড় বড় স্বপ্ন দেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাহিদ vai apnar sob problem solve kora dibo Insha-allah apni amar ai ( 01193-082630 ) number a call dean . ok…………………….

Level 0

আমার ও ঠিক একই অবস্তা। 🙁

mithu vai পি এইচ পি কোচিং run korchhen .plz give us some insights.

@নাহিদ ভাই—->আজকে টেকটিউনে ঢুকেই এই টিউনটি আগে পড়লাম।আর পড়েই আর মন্তব্য না করে পারলাম না। আপনার মত অত দুরে না গেলেও ঘুরপাক খাচ্ছি , আজ এই ভালো লাগেতো কাল ঐটা।এখন অমিও আপনার মত একজন গুরু খুজছি।অন্তত পথহারা পথিক এর মত আর ঘুরতে চাইনা।পথের দিশা খুজে পেতে চাই। আশা করি আপনি ও যেন একটা পথ খুজে পান।
আল্লাহ্ যেন আপনার জীবনকে আরও সুন্দর করে দেন সেই দোয়া করি।

Level 0

আমার ও একি অভাস্তা।

ভাই, আমিও আপনাদের সাথে আছি ।

এই দুরবস্তাই আমিও আমিও আছি। আমাদেরকে Help করার কি কেও নেই? কোনো এক আলাদীনের দৈত্য Help করতে পারবে মনে হয়। কোনো ভাইয়ার কি দৈত্য হওয়ার ইচ্ছা নেই? Pls ভাই তাড়াতাড়ি আসেন………………………………

সাহায্য বিভাগে টিউনটা করলে ভাল হতনা?

    Level 0

    @আদনান: সাহায্য বিভাগে টিউনটা কেমনে করব আমার কিছু সাহায্য লাগবে।

ভাই আমার অবস্থা আরো খারাপ।রাজশাহীর কেউ আছেন কি?

Level 0

ভাই আমার অবস্থা আরো খারাপ । আজ এইচটিএমএল তো কাল সিএসএস তো কাল পিএইচপি
তো কাল ছি++ তো কাল জুম্লা তো কাল ওয়ারডপ্রেস তো আজ পানবিবি তবে শিখমু সব গুলান সাথে তো আবার হেকিং ও শিখন লাগে দেখতাছি

Level 0

আমি রাজশাহীতে আছি । আমার সাথে যোগাযোগ করতে পারেন । gtalk:[email protected]

ami o asi,01918966016

আমিও আছি ভাই আপনাদের দলে।পারলে আমাকে ও tips দেন

Level 0

Nahid vai ami ai tune ta pora suru korlam ai vebe je upne hoy to php coding janen. but pore buzte parlam pura puri janen na, ami o upnar doler ek jon…….. tobe mai ekjon teacher er kache tech nissi. next month a php dhorbo, HTML, CSS ses, dreamweaver dia html & css use kore valo site banaite pari but i want to learn html & java script. samner month a suru hobe…….. amar teacher er nam JOEL NORMAN, Framgate. Dhakar kau shikte chaile contact korte parben, uni pure php sekai na but web php ta valo vabe sekhai………..
kisu site ase onar kora kau chaile check korte paren………
http://www.5rsolution.com/
http://howto.learnwebonline.com
http://html.learnwebonline.com
http://css.learnwebonline.com/
ai gula help site Joel sir er creat kora… amra onar student ra help nei……….. http://www.5rsolution.com theke onar email + mobile number ta paben,,,,,,, class time only friday………

C++,JAVA shikle kamon hoy…suggest korben asha kori

Level 0

আমারো একই দশা। বেশ কয়েকদিন থেকেই ওয়েব ডেভেলপমেন্টের জগতে হাবুডুবু খাচ্ছি। কিন্তু কোন কূল পাচ্ছি না। পরিচিত কেউ নেই সাহায্য করার মত। আসতে আসতে ফ্রিল্যান্সিং এর আশা মিথ্যা হয়ে যাচ্ছে। অথচ অন্য কিছু করব তার উপায়ও নেই।