notepad ++ | ফ্রি জিএনইউ সোর্স কোড এডিটর

আসসালামু আলাইকুম,

না, উইন্ডোজের নোটপ্যাডের মতো এই নোটপ্যাড না।

যথেষ্ট উন্নত এটি।

 

মজার ব্যাপার হল, এটা দিয়ে প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যায়। এবং প্রয়োজনে প্লাগিন যোগ করে কম্পাইল করা যায়। এটা বাংলাও সাপোর্ট করে, সাবালাইমের মতো ভেঙ্গে যায় না। ফলে বাঙ্গালী ওয়েবসাইট ডিজাইন করা সহজ হবে।

এছাড়া এতে ইচ্ছামতো থিম পরিবরতন করা যায়। এমনকি ফন্টও পছন্দমতো নেওয়া যায়।

এছাড়া বিভিন্ন এনকোডিং থেকে ডিকোডিং করার অপ্সন রয়েছে এতে। এতে আপনি এঙ্ক্রিপ্টেড কোন কোড ভাংতে পারবেন।

কোন ডাটা ভুলে সেভ না করলেও সমস্যা নেই, প্রতি মুহুরতেই এটি অটোসেভ করতে থাকে।

ওয়েবডিজাইন বা প্রোগ্রামারেরা বিশেষ সুবিধা পাবেন যে, কোন ফাংশান বা ট্যাগ লেখার আগেই চলে আসে, টেক্সট সাজেশানের মতো।

আজ আল্লাহ হাফেজ। সুযোগ পেলে আমার ব্লগে ঘুরে আসবেন, আপনার বয়স ১৮ এর কম হলে চাইলে ব্লগের নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে যোগ দিতে পারেন।আমার ব্লগ ও নিউজ পোর্টাল জিআর+ বাংলাদেশ, ফেসবুকে আমি

সৌজন্যেঃ জিআর+ বাংলাদেশ

আমার অন্যান্য টিউন,

  1. বন্ধুর সাথে ওয়ারলেসে খেলুন নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড!

  2. এইজ অফ এম্পায়ারস ২ – দি এইজ অফ কিংস :: Age of Empires II – The Age Of King

  3. সহজেই Windows bat file থেকে exe ফাইলে কনভার্ট করুন | Bat to EXE Converter

  4. হ্যান্ডস অন রিভিউ :: Logitech m187 Wireless Mouse

  5. Wifi Connected Laptop থেকে Desktop এ ইন্টারনেট শেয়ার করুন!

  6. এইজ অফ এম্পায়ারস :: Age of Empires – দি ওল্ড স্কুল সিওসি

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস