ফেসবুকের জনপ্রিয় গেম মারভেল অ্যাভেঞ্জারস অ্যালাইন্স খেলুন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
আমি খুব বেশী গেম খেলিনি । বিশেষ করে ফেসবুকে । পোকার খেলতাম শুধু । নেটের স্পীড কম ছিল । ফার্ম ভিল - অমুক ভিল - তমুক ভিল দিয়ে নোটিফিকেশন পুরো হয়ে যেত । যারপরানাই বিরক্ত হতাম । স্ট্র্যাটিজিক ডেস্কটপ গেম খেলতে ভালবাসতাম । তবুও ওই গেম গুলো তখন খেলা হয়নি নেট স্পীডের কারণেই ।
এপ্রিল কি মে মাসে এক বন্ধু রিকোয়েস্ট করলে এই গেমটা (Marvel Avengers Alliance) খেল । সেই থেকে শুরু খেলেই দেখি কেমন লাগে । সবচেয়ে বড়কথা সুপার হিরো নিয়ে গেইম । তাও মারভেলের সুপার হিরো । স্পাইডার ম্যান, হাল্ক , থর , ক্যাপ্টেন আমেরিকা এরকম সুপার হিরো নিয়ে খেলব - মজাই আলাদা । প্রথম ১০ লেভেল খেলেই প্রেমে পড়ে গেলাম এই গেমের । তারপর থেকে খেলছি ।
আজ পর্যন্ত । যারা সিমুলেশন গেম খেলতে ভালোবাসেন - বিশেষ করে ফেসবুক গেম খেলতে ভালোবাসেন তারা মিস করবেন না । এখনি শুরু করে দিন । প্রথম প্রথম ভালো না লাগলে অন্তত ১০ লেভেল পর্যন্ত খেলুন । দেখুন ভালো লাগে কিনা । বলে রাখা এই গেম অনেকদিন ফেসবুক গেম গুলোর মধ্যে প্রথমে ছিল । এখনও এটা ২/৩ নাম্বারে থাকে। সুপার হিরো মুভি যদি ভালো লেগে থাকে তাহলে মিস করবেন না । 
ফেসবুকে আমার মাত্র তিন জন বাংলাদেশী বন্ধু এই গেম খেলে । হয়তো আরো অনেকেই খেলেন । আপনাদের মধ্যে যদি কেউ আগে থেকেই খেলেন তাহলে
এই গ্রুপে  জয়েন অবশ্যই  করবেন । নতুন কেউ খেলতে আসলেও জয়েন করবেন । 

কিভাবে শুরু করবেন ?

এখানে যান । লোড হলে আপনাকে আপনার এজেন্টের আভাটার ঠিক করতে বলবে । তার পর প্লে নাউ দিয়ে খেলা শুরু করুন । 

 মানে আপনি শিল্ডে জয়েন করলেন । এখন একটা ভিলেন আসবে । আপনি একটা টার্ন পাবেন । ভিলেন একটা পাবে । গেম উইন্ডোর উপরে দেখতে পারবেন কার টার্ন কখন । নিচের দিকে পাবেন এজেন্টের গিয়ার বা অস্ত্র । ভিলেন কে মারতে গিয়ার সিলেক্ট করুন । প্রথম অবস্থায় একটা গিয়ার আনলক থাকে । লেভেল আপ করলে আরো ৩ টা গিয়ার লাগাতে পারবেন ।  এবার ভিলেনের উপর ক্লিক করে ভিলেন কে মারুন । 

এবার আপনার প্রথম হিরো আইরন ম্যান রিক্রুট হবে ।

এবার তীর চিহ্ন অনুযায়ী খেলতে থাকুন । ২য় ব্যাটল খেলার পর ই এম পি গ্রেনেড রেও

য়ার্ড পাবেন , যা আপনার ইনভেন্টরীতে জমা হবে ।এবার আপনার ২য় হিরো ব্ল্যাক উইডো রিক্রুট হবে ।

৩য় ব্যাটেলে যান । এখানে ক্যাপ্টেন আমেরিকা পাবেন টিম আপ হিসেবে । ভাববে

ন না ক্যাপ্টেন আমেরিকাকে রিক্রুট করে ফেলেছেন । প্রত্যেক হিরোকে রিক্রুট করতে হলে আপনার কমান্ড পয়েন্ট লাগবে , যেটা আপনি খেলতে পাবেন । আপনি যত গুলো খুশী হিরো রিক্রুট করতে পারবেন । তবে ব্যাটেলে ইউজ করতে পারবেন এজেন্ট সহ সর্বোচ্চ ৩ জনকে । অপরদিকে আপনার এনিমিও সর্বোচ্চ তিনজন থাকবে । মনে রাখবেন বাম পাশে সব সময় আপনার টিম এবং ডান পাশে এনিমি । হিরো আর ভিলেনদের কতগুলো টাইপ আছে ।

maa

Blaster - Bruisers টাইপ হিরোকে ক্রিটিকাল হিট করবে ।
Bruiser - Scrappers টাইপ হিরোকে অ্যাটাক করলে অথবা এদের দ্বারা আক্রান্ত হলে  আরো শক্তিশালী হয়ে উঠবে ।
Scrapper - Infiltrator টাইপ হিরোকে পর পর দুইবার আঘাত করবে ।

Infiltrator - Tacticians টাইপ হিরোকে অ্যাটাক করলে অথবা এদের দ্বারা আক্রান্ত হলে কাউন্টার অ্যাটাকের ক্ষমতা পাবে । এরপর যে মারবে তাকেই কাউন্টার এটাক করবে ।
Tactician - Blaster কে পর পর দুই বার মারবে । 

ফাইটের আগে ভিলেনের টাইপ দেখে হিরো মাঠে নামাতে হবে । না হলে হারতে হতে পারে আপনাকে ।

প্রত্যেকটা স্যোশাল গেমে কিছু  রিসোর্স থাকে যা দিয়ে অন্য কিছু কিনতে হয় । এটাতে আছেঃ 

সিলভারঃ  হিরোদের রিমোট অপারেশনে পাঠালে পাবেন । এটাই মূল উপায় । এছাড়াও কোন কোয়েস্ট কমপ্লিট করলে রেওয়ার্ড পেরে পারেন । ব্যাটেল শেষ করলে পাবেন ।ফ্রেন্ড ভিজিট করলে পাবেন । আপনি সর্বোচ্চ ৫০ ফ্রেন্ড বা Ally এড করতে পারেন । এই পেজে বা এখানে আপনার ইনফো বা অ্যাড মি লিখলে অনেক রিকোয়েস্ট পাবেন ।   হিরো ট্রেইনিং করিয়ে লেভেলে আপের কাজে লাগবে । বিভিন্ন গিয়ার রিসার্চ করতে লাগবে । গিয়ার বা স্টোর থেকে কিছু কিনতে লাগবে ।
শিল্ড পয়েন্টঃ  ফ্রেন্ড ভিজিট করলে পাবেন । ফ্রেন্ডস গিফট হিসেবে পাবেন । এই Apps ইউজ করে নিউজ ফিড থেকে পেতে পারেন ।   হিরো ট্রেইনিং করিয়ে লেভেলে আপের কাজে লাগবে । বিভিন্ন গিয়ার রিসার্চ করতে লাগবে ।
কমান্ড পয়েন্ট বা সিপিঃ  অনেক দামী জিনিস । সহজে পাওয়া যায়না । একটা মিশনএর ফাইভ স্টার কমপ্লিট করলে ৫ টা পাবেন । বস মারলে পেতে পারেন । হিরো কিনতে শুধু এটাই  লাগবে ।
গোল্ডঃ  লেভেল আপ করলে পাবেন ১ টা করে । একটা মিশনএর ফাইভ স্টার কমপ্লিট করলে ১ টা পাবেন । এটা দিয়ে যেকোন কিছু কিনতে পারেন । তবে এটা সহজে খরচ করবেন না । রেখেদিন । ভবিষ্যতে লাগবে ।
এনার্জিঃ প্রতি ব্যাটেল খেলতে ১০ টা করে লাগবে ।
চ্যালেঞ্জ পয়েন্টঃ এই গেমের তুমুল একটা সেকশন পিভিপি খেলতে এটা লাগবে । পিভিপি মানে প্লেয়ার ভার্সেস প্লেয়ার । আপনার মতই কারো সাথে খেলতে হবে ।

pvp

এবার খেলতে থাকুন । ক্রোম ইউজ করলে ভালো । যে কোন অনলাইন গেমের জন্যই নেটের গতি ভালো থাকা দরকা
র ।  বলবেন কেমন লাগল ।
প্রয়োজনীয় লিঙ্কঃ

Level 0

আমি বাতিল প্রতিভা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়তে এলাম, দেখতে এলাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি নিয়মিত খেলি। লেভেল ৬২।