মিরর’স এজ – একটি অনন্যসাধারণ গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা সবাই কল্পনাবিলাসী হতে পছন্দ করি। আমি জানি আপনারা আমার সাথে বেশীরভাগই একমত হবেন। যাই হোক, এখানে আমরা কল্পনাবিলাসীতার প্রাবল্য নিয়ে তর্ক না করে চলুন নিরীহভাবে একটু কল্পনা করি:

 বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজী বেশ এগিয়ে। অতীতের নির্বুদ্ধিতা ভুলে সরকার এখন নতুন আঙ্গিকে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমকে সাজাচ্ছে। IT security maintenance এর একটি উল্লেখযোগ্য স্টেপ হিসেবে তারা একটা নতুন পলিসি গ্রহণ করেছে যে, কোনো তথ্য যাহা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আদানপ্রদান হয়, তাহা সরকারী ভাবে পরীক্ষিত হইয়া প্রাপকের নিকট পৌছাইবে। এটা নিয়ে বিতর্ক যে একেবারেই হয়নি তা নয়, কিছু আন্দোলন-ও হয়েছে। বিশেষ করে ভার্সিটির ছাত্ররা তো কোনোভাবেই এটাকে পজিটিভলী দেখতে পারছিলো না। খুব স্বাভাবিক – আপনি ভালবেসে আপনার গার্লফ্রেন্ড/বউকে দূরালাপনীতে একটা মিষ্টি আদর পাঠালেন, কিন্তু সেটা একান্ত আর থাকলো না। প্রবাসী বন্ধুর সাথে চ্যাট করছেন, রাজনৈতিক আলাপের সময় আবেগী হয়ে ধুয়ে দিলেন সরকারী দলকে। কয়েকজন মন্ত্রীমিনিষ্টারের মৃত্যু কামনা করে তো তাদের পৃথিবী থেকে হঠানোর একটা খসড়া ছক-ও করে ফেললেন, তবে তা সবই কিন্তু আবেগের বশবর্তী হয়ে। কিন্তু কি দেখা যাবে? পরদিন পুলিশ এসে হাজির, আপনাকে দেশের শীর্ষ নেতাদের হত্যা পরিকল্পনার আসামী করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই সাধারণ মানুষের জন্য এটা যথেষ্ট আপত্তিকর। তাই একটু দাঙ্গা-ও হয়েছে। পুলিশি কায়দার একটু লাঠিডোজ-ও ছিল। যাই হোক, ওসব তো একটু হবেই; নতুন আইন, তাও আবার জোর করে impose করা হচ্ছে। কতটুকু জনস্বার্থ রক্ষা হচ্ছে সেটা সম্পর্কে এখন পর্যন্ত ওয়াকিবহাল নন জনগণ।
এমন একটা সিচুয়েশনে আপনারা কয়েকজন মিলে যদি একটা সিরিয়াস সিদ্ধান্ত নিয়ে নেন যে
, সরকারী এসব সিস্টেম আমরা মানি না। আমরা 'প্রাগৈতিহাসিক' স্টাইলে তথ্য আদান-প্রদান করব। প্রাইভেসি বলে কিছু একটা তো আছে, নাকি? এসব সহ্য হয়?? কেমন হবে? “আইন তৈরী হয় আইন ভাঙার জন্য" … কথাটা যে-ই বলে থাকুক না কেন এর মধ্যে সত্যের ঘ্রাণ আছে।

আমরা কল্পনার গাড়িটাকে এখানে আপাততঃ ব্রেক কষাই। বরং গিয়ে Mirror's Edge নামের গেমটি নিয়ে আসি এবং চালাই। এই গেমে আমাদের একটু আগে করা কল্পনাটির প্রতিফলন থাকবে।

Faith's city

একটি ডিসটোপিয়ান শহরের গভর্নমেন্ট সবকিছুর নিয়ন্ত্রক। নগরবাসীর সবধরণের যোগাযোগ, চলাফিরা ইত্যাদির ওপর তাদের সার্বক্ষণিক নজরদারী। প্রায় ১৮ বছর আগে নভেম্বরে এই ইস্যুতে বেশ বড়সড় একটা দাঙ্গা হয়েছিল, যেখানে প্রটাগনিস্টরা এহেন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিল। আর সেটার জের ধরেই এখন শহরটি একটি totalitarian government এর নিয়ন্ত্রণাধীন। কিছু মানুষ সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চায়, মুক্তির আলো দেখতে এবং দেখাতে চায়, যাদের মধ্যে আপনি (প্লেয়ার) একজন।

Faithগেমের মূল ক্যারেক্টারের নাম ফেইথ ক'নর, যে একজন ইউরেশিয়ান বংশীয় মানুষ, তার ভূমিকায় আপনার অবতারনা। মুখাবয়বের বিশেষত্বের মধ্যে রয়েছে এক চোখের নীচে বিশেষ কায়দায় একটা ট্যাটু, যা কোনো এক ভাবে একধরণের confidence এর জ্যোতি ছড়াতে থাকে চেহারায়। ফেইথের (অর্থাৎ আপনার) কাজ হল, সে একজন বার্তাবাহক। Physically সে বিভিন্ন ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কাজ করে। তার চরিত্রটিকে অবলোকন করলে সুকান্তের "রানার" কবিতাটির কথা মনে না পড়ে যায়না। ইনফ্যাক্ট, গেমে তারা নিজেদের রানার হিসেবেই পরিচয় দেয়।

যাই হোক, বার্তাবাহকের কাজ এখানে বাংলার পোস্টম্যানের মত অত সোজা না। কারণ তারা বিদ্রোহী গ্রুপ, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে আছে। তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র গুলি করার নির্দেশনা আছে। আপনার কাজ হল এরকম বৈরী রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝখান দিয়ে আপনার গন্তব্য স্থির রাখা। কিন্তু এদিকে হয়েছে গভীর এক ষড়যন্ত্র, যা আপনার লক্ষ্যস্থির করার মানসিকতাকে বিচলিত করে দেবার জন্য যথেষ্ট। কাহিনীর বৈচিত্র শুরু ঠিক সেই জায়গাটি থেকেই... … … আর বলা যাবে না। বাকিটুকু খেলে নিয়ে দেখবেন।

গেমটি ডেভেলপ করেছে ইলেকট্রনিক আর্টস-এর পাবলিশিং-Digital Illusions CE (DICE)। প্রাথমিকভাবে গেম কনসোল ভিত্তিক বের হলেও এখন পিসি ভার্সন-ও আছে। এবং এটা হলপ করে বলা যাবে যে, ফার্স্ট পারসন এ্যাকশন এ্যাডভেঞ্চার গেমের ক্যাটেগরীতে এই রকম গেম এর আগে আসেনি। গেমপ্লে মূলতঃ গতি ও মোমেন্টাম ব্যবহার করে দৌড়ানো, শত্রুদের এড়িয়ে/বধ করে কাহিনীতে অগ্রসর হওয়া। গ্রাফিক্স-এর ব্যাপারে আমার আসলে ভাষা নেই বলার মত, এতই সুন্দর এবং রিয়েলিস্টিক। চালালেই বুঝবেন। বিশেষ করে দৌড়ানোর সময় বা প্রতিটা মুভমেন্টের সময় যে স্ক্রীণ-বাম্প, তারপর বেশ কিছুক্ষণ দৌড় বা এ্যাকশনের পর গরম আর exhaustion -এ দৃষ্টি মাঝে মাঝে ঘোলাটে হয়ে আসা, – এই ব্যাপারগুলি এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যে কি বলব!

তবে আপনি যদি একজন সত্যিকার অর্থে চ্যালেঞ্জপ্রেমী হন তাহলে নীচের সেটিংস টা খেলার সময় ট্রাই করে দেখতে পারেন:

ডিফিকাল্টি - hardest (প্রথমে অবশ্য এই মোডটি থাকে না, এটি একবার গেম ওভার করলে তখন পাওয়া যায়; তবে এটা গেমের কমব্যাট এক্সপেরিয়েন্সকে মূলতঃ affect করে।)
রানার ভিশন –
off
ক্রসহিয়ার –
off
এবং এবার আপনার নিজস্ব একটা প্রমিজ: পুরো গেমে একবারও কোনো শত্রুকে লক্ষ্য করে কোনো প্রকার ফায়ারআর্মস ব্যবহার করবেন না। 🙂
এইবার জমবে মজা
; সত্যি বলছি। এবং এটাও সত্য যে আমি উপরোক্ত সেটিংস এবং এই প্রমিজ দিয়ে গেম ওভার করেছি। ওহ, আরেকটা ব্যাপার: রানার ব্যাগগুলিও কালেক্ট করবেন। প্রতিটা স্টেজে ৩টা করে থাকে। ওগুলি স্পেশাল স্কোর দিবে।

গেমে আরেকটি মোড আছে সেটা হল বুলেট টাইম মোড বা গেমের ভাষায় 'রিএ্যাকশন টাইম' যেটা অন করলে পৃথিবী আপনার কাছে স্লো হয়ে আসবে; তখন কঠিন কোনো কম্বো মুভ আপনি যেটা করতে পারছিলেন না সেটায় সফল হতে পারেন।

 অসামান্য এই গেমটির খারাপ দিক বলতে আমার একটাই চোখে পড়েছে, সেটা হল এর স্টোরিলাইনটা একটু ছোট-ই বলতে গেলে। বর্তমান জামানায় এরকম ছোট স্টোরিলাইন নিয়ে সাধারণত কেউ আসেনা। হয়ত নেক্সট সিকুয়েলে কাহিনী আরো বিস্তর থাকবে।

 সবশেষে একটা YouTube video দেই, ট্রেইলার টা দেখে নিন। গ্রাফিক্স কেমন সেটা সম্বন্ধেও একটা আইডিয়া পেতে পারেন।

',width:'100',height:'100'" align="" />

Have a pleasant gaming!!!

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সঙ্গীত-বিষয়ে বিশেষ আগ্রহ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই গেমটির ডাউনলোড লিঙ্ক এবং রিকোয়ারমেন্ট দিলে ভালো হত।
ধন্যবাদ।

    ক্ষমা করবেন। ডাউনলোড লিংকের খোঁজ আমার জানা নেই।

    মিনিমাম রিকুয়্যারমেন্ট নিম্নরূপ:

    পেন্টিয়াম ৪ – ৩.০গি:হা: প্রসেসর
    ১গি:বা: ড়্যাম
    ২৫৬মে:বা: জিপিউ ; শেডার ৩.০
    ৮গি:বা: হার্ডডিস্কের জায়গা।

    আমার কনফিগারেশন নিম্নরূপ:
    পেন্টিয়াম ৪ হাইপারথ্রেডিং – ৩.০ গি:হা:
    ২ গি:বা: ড়্যাম (১ + ১)
    ১ গি:বা: এনভিডিয়া জিফোর্স ২১০ জিপিউ ; শেডার ৪.০

খুবই ভালো লাগলো। সময় পেলে গেমটি কিনে নিব।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুব সুন্দর লিখেছেন। আপনার কাছ থেকে এমন আরো টিউন আশা করছি।

খেলেছি গেমটা।এক পর্যায়ে একঘেয়ে মনে হয়েছে।

    আমার থিওরিতে খেলেন, তাহলে আর একঘেয়ে মনে হবার কারণ নাই।

    আমিও একমত, এ ধরনের গেম Third Person হওয়া উচিত।

    থার্ড পার্সন মোডের একটা ভার্সন আছে, তবে ওটা iPhone-এর জন্য। ওটা খেলিনি, তবে স্ক্রিনশট দেখে মারাত্মক লাগল।
    হুমম, এই রিপোর্ট আরো পেয়েছি আমি; অনেকের এত বেশি রিয়েলিস্টিক থ্রিডি মুভমেন্ট সহ্য হয়না, মাথা ঘুরে।

    ব্যপারটা তা না।আমার গেমটা প্রায় শেষের দিকে আছে।এখনো আনিনস্টল করি নেই।কিন্তু অন্য কয়েকটা গেম হাতে আসার পর এটাকে আর ভাল লাগছে না।একশন সিকোয়েন্স গুলা একরকম বার বার।

আপ্নে তো সুন্দর করে বর্ননা দিতে পারেন !

না বললেই নয় অসাধারণ বর্ণনা। পুরা সাহিত্যিক ভাষা। গেমটা পাইলে এখনই খেলা শুরু করতাম।

youtube এর এমবেড কোড দিয়ে এমবেড করার চেষ্টা করেছিলাম ভিডিওটা, কিন্তু হল না। কারো কি জানা আছে এখানে ভিডিও আদৌ এমবেড করা যায় কি না?
আমি কম্পোজ উইন্ডোতে একটা বাটন দেখেছি add media বা ঐ জাতীয় কিছু। সেখানে গিয়ে এমবেড কোড পেস্ট করে তারপর টাইপ হিসেবে flash সিলেক্ট করেছিলাম। এটা কি ভুল হয়েছে? কেউ যদি ছোট্ট করে একটু শিখিয়ে দেন খুব ঊপকার হয়।

গেম খেলতে পারি না ভাই

    সময়ের অভাব, ধৈর্যের অভাব নাকি প্রপার কনফিগারেশনের অভাব?

    সবগুলোই অভাব