গেইম ডাটা হ্যাক করার অসাধারণ একটি টুলঃ Cheat Engine

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম,

কেমন আছেন? আশা করি ভালো আছেন।

আপনাদের জন্য একটি গেইম হেক্স ভ্যালু এডিটর নিয়ে এলাম।

এটা দিয়ে আপনি যেকোনো গেইমের ভেতরের নাম্বার, পয়েন্ট বা ভালু এডিট করতে পারবেন।

আসলে এটা এমন একটা টুল যা একটা মেমরি অ্যাড্রেস থেকে কোনো অ্যাপলিকেশনের ব্যবহার করা কোনও ভ্যালু, নম্বর বা হেক্স পরিবর্তিত করে আপনার বা ইউজারের পছন্দসই ভ্যালু বসিয়ে দেয়। এতে অ্যাপ্লিকেশনটি যখন তার নির্দিষ্ট মেমরি অ্যাড্রেসে হ্যাক করা ভ্যালু দেখতে পায় তখন তার কিছুই করার থাকে না সেই ভ্যালু গ্রহন করা ছাড়া। কেননা সে কম্যান্ড নিতে বাধ্য হতেই প্রোগ্রাম করা।

এই টুল সবসময় অ্যাডমিন এক্সেস নিয়ে রান করতে চাইবে, না হলে সে মেমরি অ্যাড্রেস ভ্যালু বদলাতে পারবে না, ফায়ারওয়াল তাকে ব্লক করে দেবে।

এর নাম চিট ইঞ্জিন। ইংরেজিতে Cheat Engine.

এর দ্বারা আমি আইজিআই সিরিজ, জিটিএ সিরিজ, নিড ফর স্পীড সিরিজ হ্যাক করতে পেরেছি।

এর দ্বারা আপনি GTA সিরিজের ভাইস সিটি গেইমের পয়েন্ট বা মানি হ্যাক করতে পারবেন। এছাড়া নিড ফর স্পীড সিরিজের মোস্ট ওয়ান্টেড ২০০৫ গেইমের মানি ব্যাল্যান্স হ্যাক করতে পারবেন।

এখন আপনি ডাউনলোড করে নিন, তারপরেই পাবেন টিউটোরিয়াল।

(ডাউনলোড লিংক অফিসিয়াল)

ডাউনলোড লিংক গুগোল ড্রাইভ)

(উপরের ভার্সনটি ৩২ বিটের জন্য, তবে ফোল্ডারে ৬৪ বিটের অ্যাপলিকেশন আছে)

এখন চিট ইঞ্জিন ফোল্ডার ওপেন করে আপনার পিসি এর প্রয়োজন অনুসারে প্রোগ্রাম চালু করুন। সাধারণত Cheat Engine.exe দিয়ে চালু করা হয়।

সেটা দিয়ে চালু না হলে অপশনাল অ্যাপলিকেশন গুলো দিয়ে চালাতে পারেন।

যেমন,

  • cheatengine-x86_64.exe (৬৪ বিটের জন্য)
  • Cheat Engine.exe (৩২ বিটের জন্য)

এখন আপনার যে গেইম হ্যাক করবেন তা ওপেন করে গেইম খেলতে শুরু করুন। ১ থেকে ২ মিনিট খেলে পজ দিয়ে মিনিমাইজ করে চিট ইঞ্জিনে যান এবং উপরের রঙ বদলাতে থাকা বাটন থেকে আপনার গেইমের অ্যাপলিকেশন সিলেক্ট করুন।

এবার আপনার গেইমের যে ভ্যালু বদলাবেন তা যেনে নিন, যেমন আপনার জিটিএ ভাইস সিটিতে টাকা আছে ৫৪,০০০ ডলার। তো আপনার ভ্যালু হবে ৫৪০০০, মানে 54000

সেই ভ্যালু ‘ভ্যালু বারে’ বসিয়ে দিন এবং ফার্স্ট স্ক্যান দিন।

এখন যেসব মেমরি অ্যাড্রেস সবুজ হয়ে দেখা দিবে সেগুলো প্যানে নিয়ে আসুন।

এখন কন্ট্রোল + এ চেপে সব গুলো প্যানের অ্যাড্রেস সিলেক্ট করে রাইট ক্লিক করুন, চেঞ্জ রেকর্ড এবং ভ্যালু সিলেক্ট করুন।

এখানে আপনার কাঙ্খিত পয়েন্টের এমাউন্ট বসাবেন। তবে ভেবেচিন্তে!

ভাইসসিটি গেইম ৯৯৯৯৯৯৯৯৯ বা নয় ডিজিটের বেশি হলে ক্রাশ করবে! এবং অন্যান্য গেইমও একটু দেখে শুনে ভ্যালু চেঞ্জ করবেন।

তারপরে সব অ্যাড্রেস আক্টিভ করে দিন।

কাজ শেষ!

এখন গেইম চালু করে মজা নিন!

আমার ওয়েবসাইট, সময় পেলে দেখবেন

আমার blog, সময় পেলে দেখবেন

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

EITA KI AJKE DEKSEN NAKI AMI ETA 3 BOSOR DOIRA BEBOHAR KORTASI

ER ETA online GEMES KAM KORENA KIN TU TUL TA BALO ASE

Apni eita thik moto bebohar o koren nai first scan dia pore next scan den nai ar eivae value paltaile game crash korbo