ফ্রি ডাউনলোড করুন আর্মিস অব এক্সিগো

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমে তিনটি আলাদা আর্মি বা সৈন্যদল নিয়ে খেলা যাবে, এগুলো হচ্ছে দ্য এম্পায়ার, দ্য ফলেন ও দ্য বিস্ট। এম্পায়ার আর্মি হচ্ছে মানুষ জাতি এবং এদের দলে আছে নাইট, উইজার্ড, এলভ ইত্যাদি। ফলেন আর্মিরা হচ্ছে ভূ-গর্ভস্থ প্রাণীদের সৈন্যদল এবং এদের দলে আরো আছে ফলেন নাইট ও ডার্ক এলভরা। বিস্ট আর্মি হচ্ছে বৃহদাকার জন্তু-জানোয়ারদের সৈন্যদল এবং এদের দলে আরো আছে ওর্গ, ট্রল ও লিজার্ডম্যান। অন্যান্য জাতির তুলনায় বিস্ট জাতিটি সবচেয়ে শক্তিশালী। গেমে তিনটি জাতি নিয়ে খেলার স্বাদও আলাদা, কারণ একেক জাতির উদ্দেশ্য ভিন্ন।

aaa.jpg

অন্যান্য রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেমের মতো এই গেমেও রিসোর্স বা সম্পদ আহরণ করতে হবে। রিসোর্সের মধ্যে আছে স্বর্ণ, কাঠ ও চকমকি পাথর বা জেমস্টোন এবং এগুলো ব্যবহার করে ঘাটি তৈরি করে সৈন্য সংখ্যা বাড়াতে হবে। গেমে সৈন্যদের নিয়ে বিপরীত পক্ষের সৈন্যদের মারতে পারলে আপনার সৈন্যদের লেভেল বৃদ্ধি পাবে যার ফলে তারা আরো শক্তিশালী ও ক্ষমতাবান হয়ে যাবে। এছাড়া গেমের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ডাবল লেয়ার ম্যাপ যা সার্ফেস ম্যাপ ও আন্ডারগ্রাউন্ড ম্যাপ নিয়ে গঠিত। গেমে মাটির উপরে যুদ্ধ করার পাশাপাশি মাটির নিচের সুরঙ্গ পথেও খেলা যাবে। উপরিভাগে সৈন্যদল নিয়ে চলার পথে কোন বাধা থাকলে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে মাটির নিচে গিয়ে সুরঙ্গ পথে গন্তব্যে পৌছানো যাবে এবং সুরঙ্গ পথে চলার সময় নানান হিংস্র জন্তু জানোয়ারের সাথে লড়াই করতে হবে। আন্ডারগ্রাউন্ড প্যাসেজ বা সুরঙ্গ পথ ব্যবহার করে শত্রুর অগোচরে তাদের ঘাটিতে অতর্কিতে হামলা করা যাবে। তবে নিজের ঘাটির সুরক্ষা ব্যবস্থাও পরিপূর্ণ রাখার নিকে নজর দিতে হবে কেননা শত্রুপক্ষও সুরঙ্গ পথ ব্যবহার করে আপনার ঘাটিতে আক্রমন করতে পারে। গেমের আরেকটি সুবিধা হচ্ছে এতে একসাথে অনেক সৈন্য তৈরি করা যাবে এবং একসাথে প্রায় ২০০ ইউনিট সৈন্য নিয়ে বিপরীত পক্ষকে আক্রমণ করা যাবে। গেমের শুরুতে টিউটোরিয়াল অপশন দেয়া হয়েছে যার ফলে নতুন গেমারদের গেমটি খেলতে কোন সমস্যা হবে না।এছাড়া ক্যাপচার দ্য ফ্ল্যাগ ও স্কিরমিশ মোডেও গেম খেলার ব্যবস্থা আছে।
গেমটি খেলতে ১.৫ গিগাহার্জ প্রসেসর, ২৫৬ মে.বা. র‌্যাম, ডাইরেক্ট-এক্স ৯.০ সি সাপোর্টেড ৬৪ মেবা ভিডিও মেমোরি সম্পন্ন ভিডিও র্কাড ও ১.৫ গিগা হার্ডডিস্ক স্পেস লাগবে।

* ডাউনলোড

বিঃদ্রঃ - লেখাটি কমপিউটার জগৎ থেকে নিয়ে কেটে ছেটে লিংক ও ছবি দিয়েছি

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ বর্ণনা করেছেন…..কিন্তু এত বড় গেম ডাউনলোড না করে বাজার থেকে কিনে খেলাটাই শ্রেয় বলে মনে করি…………….

Level New

আমিও তাই মনে করি তবে আপনার যদি দ্রুত গতির নেট থাকে তাহলে …………

বাংলাদেশের দ্রুতগতির নেট কোনটা সবচেয়ে ভাল? আমি ঢাকা ফোন ব্যবহার করছি। 12-17 কেবিপিএস পাচ্ছি।

মঈন ভাইকে নববষের শুভেচ্ছা,
ভাই আমি ষ্টেটেজি গেমের ভক্ত। আমার ভিজিএ কাড-128, রেম-1জিবি। দয়া করে এই দরনের কি কি গেমের নাম আপনার জানা আছে আমাকে কি একটা লিস্ট পাঠাবেন। ধন্যবাদ

email: [email protected]

Level New

I already download the full game “armies exigo” & install it to my pc. but when i am trying to play it, it asked fo CD. so what can i do now. please help me. email: [email protected]

Level New

Maissa Tecnology is the best name of ISP.Becz they provide u 40-45 kb download speed only 1000 – 1200 taka

aro beshi pic bebohar korben .