এই বছরের সেরা ভিডিও গেম-দেখে নিন এখনই !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

শেষ হয়নি বছর, কয়েক ডজন ভিডিও গেম এরইমধ্যে বিশ্বজুড়ে নাম করেছে এই গেম। এই বছরে অনেক বেশী গেম মুক্তি পাই। যেনে নিন টপ ভিডিও গেম সমাদৃত ও জনপ্রিয় ১০টি ভিডিও গেমের খবর,

আমাদের আজকের টিউনে, শুধু কম্পিউটার গেমস এর কথা বলা হচ্ছ এবং মোবাইলের গেম এর খবর থাকছে পরের পর্বে। লাইট হোম ২৪ এর সাথে থাকুন।

পনি আইল্যান্ড:
২০১৬ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে ভিডিও গেমটি। কম্পিউটার উপযোগী এই গেমের নির্মাতা ডেনিয়েল মুলিনস। অ্যাকশন-অ্যাডভেঞ্চার নির্ভর গেমটিতে রয়েছে বেশ কয়েকটি ধাপ, ছোট্টো শাবকের ভূমিকায় থেকে আপনাকে খেলতে হবে গেমটি।

অ্যামলিচিয়ুড:
গেম কনসোল প্লেস্টেশন ৪ নির্ভর এই গেমটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম হারমোনিক্স। এটি মুক্তি পায় ৫ জানুয়ারি। সাইফাই আবহে নির্মিত গেমটিতে আপনাকে বিভিন্ন বাঁধা ডিঙ্গিয়ে পয়েন্ট অর্জন করতে করতে সামনে এগিয়ে যেতে হবে।

দ্যাট ড্রাগন, ক্যান্সার:
কম্পিউটার এবং ম্যাক প্লাটফর্মের এই গেমের নির্মাতা ন্যূমিরাস গেমস। এটি একটি গল্প নির্ভর গেম, তাই গেমটি খেলতে গেমারদেরকে অবশ্যই বুদ্ধি খরচ করতে হবে। এছাড়া পুরো গেমটিতে সন্তানদের প্রতি বাবা-মার ভালোবাসার দিকটিও যখেষ্ট গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে

অক্সেনফ্রী:
এক্সবক্স এবং কম্পিউটারে খেলার গেমটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম নাইট স্কুল স্টুডিও। কয়েকজন তরুণের অভিযাত্রা নিয়ে অতি প্রাকৃতিক ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে অক্সেনফ্রী। এতে উপস্থাপিত চরিত্রগুলোর মধ্যে বলা সংলাপ এর বিশেষত্ব। ফলে গেমটি বেশ বাস্তবসম্মতভাবে উপভোগ্য হয়।

দ্য উইটনেস:
এই গেমটি প্লে স্টেশন ৪ এবং কম্পিউটারে খেলা যাবে। গেম নির্মাতা প্রতিষ্ঠান থেকলা ইনকর্পোরেশনের এই দু:সাহসিক অভিযাত্রা নির্ভর গেমটি খেলতে হলে আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে।

এক্সকম-২:
নির্মাতা প্রতিষ্ঠান ফিরাক্সেস এক্সকম-২ খেলা যাবে শুধু কম্পিউটারে। সাই-ফাই ভিত্তিক এই গেমের গল্প রচিত হয়েছে অনেকটা সিনেমেটিক স্টাইলে। যেখানে দেশ রক্ষায় প্রযুক্তি বান্ধব সৈন্যরা তাদের সর্বশক্তি নিয়োগ করে।

আনৠাভেল:
এটি মুলত প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান নির্ভর গেম। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান কোল্ডউড ইন্টারঅ্যাকটিভ। পদার্থ বিজ্ঞান আর উলের সূতার ভিন্ন ব্যবহার বৈশিষ্ট্যের এই গেমটি গেমারদেরকে দেবে অনন্য আনন্দ।

লেখাটি পূর্বে প্রকাশিতঃ
http://lighthome24.com/this-years-best-video-games/

Level 2

আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারণ একজন মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস