আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? “অ্যান্ড্রয়েড HD গেম” চেইন টিউনের ৩৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যথারিতি আজকেও চলে এসেছি আপনাদের সামনে আর সাথে নিয়ে এসেছি একটা হাই গ্রাফিক্স গেম। আমি অাগামি কয়েকটা পর্ব ধরেই Rockstar Games-এর জিটিএ অর্থাৎ গ্র্যান্ট থেফট অটো সিরিজের সবগুলো মোবাইল গেম শেয়ার করার চেষ্টা করব।
তাই GTA সিরিজের পার্ট-১ এ হাজির হয়েছি Grand Theft Auto: III নিয়ে। গেমটা সম্পর্কে বলার কিছু নেই। সবাই এটা সম্পর্কে জানেন। গেমটা ২০০১ সালে মুক্ত পেয়েছিল। সে সময় গেমটা অনেক সারা জাগায়। এরকম গেম তখন কল্পনা করাই যেত না। পরে War Drum Studio ২০১১ সালে গেমটার অ্যান্ড্রয়েড এবং আইওএস পোর্ট তৈরি করে। কিন্তু মুল গেম ডেটা আগেরটাই থাকে। গেমটা অনেকে তাদের গেম কনসোল কিংবা পিসি তে খেলেছেন তবে এবার মোবাইলে খেলার স্বাদটা নিয়ে নিন। বলতে গেলে ২০০১ সালের গেম হওয়া সত্তেও গেমটা অ্যান্ড্রয়েডের জন্য এখনও টিকে থাকার মত। অাশা করি গেমটা খেলবেন।
এই অসাধারণ ক্রাইম ইপিক গেম ওপেন-ওয়ার্ল্ড গেমস-এ পরিবর্তীত হয়েছে।
ওয়েলকাম টু লিবার্টি সিটি যেখানে এটা শুরু। রকস্টার গেমস সর্বকালের সবচেয়ে প্রভাবশালী গেমসের ১০ তম বার্ষিকী উদযাপন করে। সমালোচকদের প্রশংসিত ব্লকবাস্টার গ্র্যান্ড থেফ্ট অটো থ্রি মোবাইল ডিভাইসে আসে, যার ফলে লিবার্টি সিটির অন্ধকার ও বিষণ্ণ আন্ডারওয়ার্ল্ডের জীবন শুরু হয়। গ্র্যান্ড থেফ্ট অটো III আপনার নখদর্পণে অন্ধকার, কুচুটে এবং নির্মম জগতের বিশ্ব জুড়ে একটি বিশাল এবং মুক্ত বিশ্ব এনে দেয়।
দুর্দান্ত ভয়েজ অ্যাকটিং, গাঢ় হাস্যরসাত্মক কাহিনী, একটি অত্যাশ্চর্য সাউন্ডট্র্যাক এবং বিপ্লবী ওপেন-ওয়ার্ল্ড গেমপ্লের সাথে, প্রজন্মের জন্য Grand Theft Auto III: 10 Year Anniversary Edition হল এক দুর্দান্ত ওপেন ওয়াল্ড গেম।
সর্বোত্তম পারফরম্যান্সের জন্য, Grand Theft Auto III: 10 Year Anniversary Edition ডাউনলোড করে ইনস্টল করার পর আমরা আপনার ডিভাইসটিকে রি-বুট করুন।
Grand Theft Auto III: 10 Year Anniversary Edition ইনস্টল করার আগে আপনার মেমোরিকে অন্তত ১ জিবি ফ্রি স্পেস নিশ্চিত করুন।
দ্রষ্টব্যঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link। লিঙ্কে সমস্যা হলে জানাবেন।
Apk আর obb ফাইল ডাউনলোড করার পর প্রথমে Apk-টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর "Grand-Theft-Auto-3-1.6_www.revdl.com.rar" ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.rockstar.gta3” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (সরাসরি ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। এবার গেমটি ওপেন করুন, খেলুন আর হয় যান সুটার এক্সপার্ট ফুটবলার। [Extract করতে ZArchiver ব্যবহার করতে পারেন।]
Grand Theft Auto: III Trailer
সবাই ভালো থাকুন তাহলে। দেখা হচ্ছে আগামি পর্বে। আর তখন আপনাদের জন্য নিয়ে অাসব জিটিএ মোবাইল সিরিজের অন্য একটা গেম নিয়ে। খোদা হাফেজ।
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।
Xoss ! Tnx bro