‘বাহুবলী দ্যা গেম’ (Baahubali The Game) এ বছরের সুপারহিট গেম; COC এর মজা শেষ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুআলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এলাম এবছরের হিট গেইম। বাহুবলী দ্যা গেইম। এ্টা বাহুবলী কর্তৃক নির্মিত অফিসিয়াল গেম। আশা করি আপনাদের ভালোই লাগবে।

এক নজরে গেমটির কিছু বৈশিষ্ট্য ও COC এর সাথে তুলনাঃ

  • যারা Clash of Clan গেমটি খেলতেন তারা খুব সহজেই গেমটির ফিচারগুলো বুঝতে পারবেন।
  • এই গেইমটি বাহুবলী কর্তৃপক্ষের অফিশিয়াল গেইম।
  • তুলনামূলক ভাবে গেমটি খুবই আকর্ষনীয়।
  •  সৈন্যদের কে এলিক্সারের (মদ) পরিবর্তে গম/খাদ্যশস্য দ্বারা ট্রেনিং এবং শক্তিশালী করা হয়।
  • এই গেমে বাহুবলী সিনেমার সকল জনপ্রিয় চরিত্র যেমনঃ বাহুবলী, কাটাপ্পা, বল্লালদেব, দেবসেনা সহ অনেকেই আছেন।
  • এই গেইমটির নির্মাতা moonforg ইন্ডিয়া।
  • coc এর মত জেমস্‌ এর বিষয়ে ডলারের পরিবর্তে রুপিতে হিসাব করা হয়েছে।
  • মাত্র 7 দিনেই 1 মিলিয়ন ডাউনলোড।
  • কিছু কাল্পনিক পশুপাখির পরিবর্তে বাস্তব সৈন্য নিয়ে এটাক দিতে হয় তাই অন্যরকম মজা।

চলুন কিছু স্ক্রিনশর্ট ও নিয়মাবলী দেখে আসিঃ

01. প্রথমে প্লে-স্টোর থেকে গেইমটি ডাউনলোড করে নিন।

02. ফেসবুক একাউন্ট দিয়ে লগ ইন করুন।




03. বাকি নিয়মগুলো নিচের স্ক্রিনশট দেখে আশা করি বুঝতে পারবেন তবে যারা CoC খেলেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই কারন গেইমটির অনেক নিয়মই CoC এর মতই প্রায়।

অনেক মজার একটা গেইম। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করে জানাবেন।

আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি মোঃ তাজউদ্দিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইফোনের জন্য আছে কি??

প্রিয় মোঃ তাজউদ্দিন চৌধুরী,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।