অাসসালামু আলাইকুম
টেকটিউনস কমিউনিটির সবাই কেমন আছেন? অাশা করি ভাল অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা অ্যান্ড্রয়েড হাই গ্রাফিক্স গেম নিয়ে। গত পর্বের শেষাংশে বলেছিলাম যে, আগামি পর্বে একটা অ্যাডভেচার গেম নিয়ে হাজির হব। যেই কথা সেই কাজ। গেমটা যে সে গেম নয়, গেমটা খুবই নাম করা। গেমটার নাম অনেকেই অনেক জায়গায় শুনেছেন। গেমটা Unreleased (অ্যান্ড্রয়েডের জন্য) মানে এখনও পুরোপুরি রিলিজ হয় নি।
তবে অনেক গেম কন্সল, কম্পিউটার ওএসের জন্য আগেই বের হয়েছে। গেমটা আসলে ১৯৮৯ সালের A Boy and His Blob: Trouble on Blobonia গেমের re-ইমেজিং । গেমটা প্রথম রিলিজ হয় Wii-এর জন্য ২০০৯ সালে। আর দীর্ঘ ৭ বছর পর অন্যান্য প্ল্যাটফর্মের জন্য মুক্তি পায়। গেমটা সত্যিই একটা দারুন গেম। আমি গত কয়েকদিন আগে গেমটা ডাউনলোড করে খেলেছি। তারপর আমার revdl.com-এ পারলিস্ট করেছি। আর তারপরই নিয়ে এসেছি আপনাদের সামনে। গেমটা আমার খেলা সেরা গেমের মধ্যে একটা। গেমটার পুরোটাই পাজল। গেমটা খেলে আপনি অনেক মজা পাবেন। গেম অনুযায়ি সাইজ অনেক কম। তাই একবার ডাউনলোড করে গেমটা খেলে দেখুন। আপনার ডেটা খরচ বৃথা যাবে না। তাহলে গেমটা খেলছেন তো?
A Boy and His Blob, যেই গেমটা কিনা অনেক নাম করেছিল সেই গেমটা আবার ফিরে এসেছে! NES ক্লাসিক এর re-ইমেজিং, একজন ছেলে হিসাবে, আপনাকে আপনার ব্লবকে জেলি বিন খাওয়াতে হবে এবং তাকে বিভিন্ন দরকারী অবজেক্টস-এ তৈরি করে পাজল সমাধান করতে হবে আর বিভিন্ন বিপদ থেকে বাঁচতে হবে। A Boy and His Blob আবারও একটি ক্লাসিক গেম হবে নিশ্চিত।
Blobolonia-কে যখন একটি evil Emperor হুমকি দেয়, একটা ব্লব পৃথিবীতে আসে সাহায্য খুঁজতে। পরিবর্তে, সে একটি ছোট ছেলে খুঁজে পায়। ব্লবকে সাহায্য করুন সেই Blobolonia-র evil Emperor শাহেস্তার করার জন্য অার হয়ে যান সারা জীবনের বন্ধু।
দ্রষ্টব্যঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link। লিঙ্কে সমস্যা হলে জানাবেন।
ডাউনলোড করার পর প্রথমে Apk-টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর "A_Boy_and_His_Blob_v1.0__1203_Revdl.com.zip" ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা “com.majescoentertainment.boyandblob” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (সরাসরি ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। এবার গেমটি ওপেন করুন, খেলুন আর হয় যান সুটার এক্সপার্ট। [Extract করতে ZArchiver ব্যবহার করতে পারেন।]
তাহলে আজকের মত বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি টিউনে। আগামি টিউনে নিয়ে অাসব গ্রান্ট থেফট্ অটো সিরিজের সবথেকে বড় ম্যাপের গেম। বলুন তো কী? উত্তর টিউমেন্ট করে জানান। তাহলে সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।