ট্রান্সলেট করলাম মোস্তফা গেম মোবাইল ভার্সনটি। এবার খেলুন ইংরেজীতে!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

নেটে মোস্তফা গেম 20 গান ভার্সনটি প্রথম ছাড়া হয়েছিল টিটিতে, আর সেটার মাধ্যমেই শুরু হয়েছিল আমার টিউনার জীবনের সূচনা। আসলে মোস্তফা নামের এই গেমটির প্রতি আমার অন্যরকম এক মমতা কাজ করে।

টিউনার আর,কে রকি এর  “java সাপর্ট মোবাইেলর জন্য বাম্পার কালেকশন্স”

টিউনটিতে মোস্তফা গেমের মোবাইল ভার্সনটি দেখলাম যেটি হুবহু পিসির মত!!

কিন্তু গেমের ভাষা ও সব লেখা চাইনিজে হওয়ায় আর স্ক্রিণ রেজুলেশর 128X160 হওয়ায় আমার N73 তে খেলে মজা পাচ্ছিলাম না। নেটে ঘেটে পেয়ে গেলাম 176X208 (240X320) রেজুলেশনের ভার্সনটি তবে ইংরেজী ভার্সন কোথাও নেই। তাই ভাবলাম নিজেই ট্রান্সলেট করে ফেলবো পুরো গেমটি!

কয়েকদিনের চেষ্ঠায় প্রায় 90 শতাংশ ট্রান্সলেট করে ফেলেছি চাইনিজ ভার্সনটির। সাথে অরজিনাল গেমের মত গ্রাফিক্সের কিছু পরিবর্তন আনার চেষ্ঠা করেছি। আপনার মোবাইলের বড় পর্দায় ইংরেজীতে উপভোগ করুন আপনার প্রিয় গেমটি! 🙂

নিচে NOKIA N73 ME থেকে নেয়া গেমটির স্ক্রিণশট দেয়া হলঃ

যে ধরণের মোবাইল সাপোর্ট করবেঃ

জাভাঃ MIDP-1.0, CLDC-1.0

1.15MB  জাভা সমর্থন করতে পারে এমন শক্তিশালী ফোন।

240X320 রেজুলেশনের বড় পর্দা,  (NOKIA N73 ME)

PC Download

ট্রান্সলেট করা ভার্সনটি ডাউনলোড করুন মিডিয়াফায়ার থেকেঃ

Download Cadillacs And Dinosaur English Mobile Version.zip (1.15 MB)

Mobile Download

মোবাইল নাইট ডট কম থেকে ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকেঃ

http://gallery.mobile9.com/f/1822084/

****************************************

আমি শুধু বড় স্ক্রিণের সফটটিই ট্রন্সলেট করেছি। ছোট স্ক্রিণের টি করা হয়নি। যাদের মোবাইল স্ক্রিণ 128X160  তারা চাইনিজ ভার্সনটি ডাউনলোড করুন টিউনার আর,কে রকি এর দেয়া নিচের লিংক থেকেঃ

Download Chinese Version Linked By টিউনার আর,কে রকি

সীমাবদ্ধতা/বাগঃ

* গেমটিতে 4 টি লেভেল পর্যন্ত রয়েছে (ব্লেড বস পর্যন্ত)

* MIDP 1.0 এর অনেক সেটে সাউন্ড কাজ করেনা। নকিয়া S60 সেটে সাউন্ড পেতে হলে প্রোফাইল সেটিংস থেকে Warning Tone এনাবেল করে দিতে হবে। মোবাইল সাইলেন্ট করা থাকলে জেনারেল প্রফাইলে আসতে হবে।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই স্ক্রীন রেসুলেসান সম্পর্কে আপনার ভুল ধারনা আছে। কারন n73 me এর রেসুলেসান 240 x 320 আর নোকিয়া ২৭০০ ক্লাসিক এরও একই

    ধন্যবাদ ভাই। ভুল ধারণা থাকলে তো ভাই জাভা এডিটিং এর মতো এত জটিল ও দুর্বোধ্য কাজটি করাই সম্ভব হত না। আসলে প্রোগামিং এর ক্ষেত্রে 176X208 রেজুলেশন এ ফুল স্ক্রিণ হবে। 240 x 320 হচ্ছে ভিডিও চালানোর জন্য রেজুলেশন। 🙂
    অবশ্য সর্বসাধারণের বোঝার সুবিধার জন্য 240 x 320 লেখাটাই ঠিক ছিল।

Level 0

ভাল হয়েছে। আর ভাল ভাল গেম টিউন করার জন্য অনুরোধ রইল। চালিয়ে যান । ধন্যবাদ।

ভাই গেমটা তো এখানে পেলাম: http://gallery.mobile9.com/f/796368/

    হ্যা, এখানে পোষ্ট করার পর ওটা মোবাইল 9 এও পোষ্ট করে দিয়েছি। তবে আপনি যে লিংক দিয়েছেন সেটা মোস্তফার ৩০০ কিলোবাইটের অন্য ভার্সন। আমার ট্রান্সলেট করা গেমটি রয়েছে
    http://gallery.mobile9.com/f/1822084/

আগে এই গেম খেলে দারুন মজা পেতাম…..

Thank uuuuu

Level 0

ভাই আমার N95 এ game টির sound পাচ্ছি না। how to solve this ?? any other version available for N95 ?

    Level 0

    আপনি ভাই পিস একটা ।জটিল টিউন ।ভাই আমার NOKIA 5130.sound পাইনা ।ভাল থাকবেন ।

    অনেক চেষ্ঠারপর Sound এর বাগটি ফিক্স করতে পেরেছি। মিডিয়াফায়ারের লিংক থেকে গেমটি আবার ডাউনলোড করুন। Sound Fix ভার্সনটি ওখানে আপডেট করা আছে।
    আর মোবাইলের প্রোফাইল সেটিংস থেকে ওয়ার্নিং টোন টি এনাবেল করে দিতে হবে। তাহলেই সাউন্ড পাবেন 🙂

    ধন্যবাদ তারিফ ভাই 🙂
    ভাই আপনি আবার গেমটি ডাউনলোড করুন! অডিও বাগ ফিক্স করা হয়েছে 🙂 🙂
    আর মোবাইলের প্রোফাইল সেটিংস থেকে ওয়ার্নিং টোন টি এনাবেল করে দিতে ভুলবেন না যেন 🙂 🙂

ভাই আমার মনে হয় গেম টিতে কোন সমস্যা আছে!কারণ গেম টি খেলতে গেলে মোবাইল অফ হয়ে যায় এবং ফুল screen হয় না।mobile>nokia>3120classic

    গেমটি চালাতে পর্যাপ্ত র‌্যাম পাচ্ছেনা আপনার মোবাইল। অনেক ভারী গেম।

ভাই নকিয়া ন৭২ এর জন্য একটা ভার্সন দিলে খুবই উপকৃত হব। প্লিজ , আপনাকে আগাম ধন্যবাদ 🙂

Level 0

মোস্তফা গেম 20 গান ভার্সনটার লিংক দেওয়া যায়?

Level 2

wow………….আপনাকে চরম ধন্যবাদ…………।বিশাল একটা কাজ করলেন আমার জন্য মানে সবার জন্য

Level 2

🙁 খেলতে গিয়ে ব্লেড বস শেষ হতেই দেখি খেলা উধাও .ভাব্লাম কি হল…এখন দেখি এটুকুই .বাকিটুকু কবে দিবেন? 🙁

    গেমটি তো আমি তৈরী করিনি। তৈরী করেছে চাইনিজ প্রতিষ্ঠান joymeng.com. আমি শুধু চাইনিজ থেকে গেমটিকে ইংরেজীতে ট্রান্সলেট করেছি। 🙂
    তারা গেমটির 4 লেভেল পর্যন্তই বানিয়েছে….

Level 0

vaia amr nokia 5530 teo full screen ase na.kele to vai moja hoi na.tobu o valo tune.

    আপনার রেজুলেশন 360 x 640.
    এই গেমটির 360 x 640 মাপের কোনো ভঅর্সন আপাতত নেই..

সফল প্রচেষ্টা Welcome………………..

আমার ৩২০x২৪০ রেজু. এর জন্য যদি পেতাম, ভালো হতো !!!! তারপরেও ধন্যবাদ আপনাকে।

Level 2

class editorer nam ki .edit korar jonno r ki jante hoe. pls bolben ami arabite translate korar chesta kortaci.

Level 0

vai amar n70 te to holo na link den ???