গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ Google Allo – সারাদিনে যে কোন প্রয়োজনে অ্যাপ এর সাথে চ্যাট করুন – বিস্তারিত ভিডিও সহ (একবার চ্যাট করেই দেখুন,উপকারে আসবে)

 

 

 

 

 

 

 

 

 

আসসালামুলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। এটা আমার প্রথম টিউন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর প্রথম টিউনার হিসেবে ভুল গুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই টুক গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার কাছে আমার প্রত্যেক টিউনে অবশ্যই কিছু আলাদা বিশেষ কিছু এবং উপকারী কিছু পাবেনই।

কি বিশেষত্ব এই অ্যাপ এ??
এটি অন্য সকল সামাজিক অ্যাপ এর মতনই, যেমন Whatsapp,Imo কিন্তু এই সব অ্যাপ এর থেকে গুগলের অ্যাপ আলাদা কারন এই অ্যাপ এ রয়েছে Google Assistance যার সাথে আপনি দিন রাত ২৪ ঘণ্টাই চ্যাট করতে পারবেন এবং আপনার যে কোন প্রশ্নের জবাবে এই অ্যাপটি যথাসাধ্য হেল্প করবে। আপনি এই অ্যাপ এর সাথে আর ৫-১০ টি মানুষের মতনই কথা বলতে পারবেন। কিছু মানুষ তো থাকেই যারা এসএমএস সীন করে রেখে দেয় উত্তর দেয় না, তবে এই অ্যাপ আপনাকে উত্তর দিবেই এবং .৫ সেকেন্ডের মধ্যেই।

আপনি যদি এই অ্যাপ ইউস করেন তাহলে আলাদা করে গুগল এর সার্চ ইঞ্জিন ইউস করতে হবে না, আপনি যা হেল্প চাইবেন তাই সে করবে। যদি বলেন অ্যাপ কে “I am hungry” সে সাথে সাথে আপনি যেখানে আছেন তার আশে পাশে ৭ কিলোমিটার এর মধ্যে যত ধরনের খাবারের দোকান আছে সব Location সহ শো করবে। এ তো গেল একটা উদাহরন।

আবার এই অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন। আপনি সুধু যদি ভয়েস কমান্ডের মাধ্যমে অথবা লিখে বলেন যে “Set alarm at 7:30 am” তাহলে এই অ্যাপ নিজে নিজেই সকাল ৭ঃ৩০ এ অ্যালার্ম সেট করে দিবে, বিশ্বাস হচ্ছে না তো? একবার নিচের ভিডিও টা দেখেই আসুন। কথা দিচ্ছি, ভিডিও দেখলে আপনি নিজেই অ্যাপটা ডাউনলোড করে ইউস করা শুরু করে দিবেন।
গুগলের সেরা অ্যাপ- Google Allo - how to chat with google assistance and how to use: Full Tutorial

উপরের লিঙ্ক এ ক্লিক করলে আপনারা ভিডিও তে প্রমানটা দেখতেই পারবেন, জানতে পারবেন কিভাবে এই অ্যাপ টা আপনি কাজে লাগাবেন আর জীবনকে আরো সহজ করে তুলবেন। কোন ধরনের জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, উত্তর দেয়ার চেষ্টা করব। এটা আমার প্রথম টিউন, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভাল থাকবেন। আজকের মতন আসি।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস