আপনার সাধের স্মার্ট ফোনটি হারিয়ে গেলে কিভাবে উদ্ধার করবেন?

আপনার হাতের এনড্রোয়েড ফোনটি হারিয়ে গেলে যেভাবে ফিরে পেতে পারেন।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুআতে বেশ ভালোই আছি। আজকের আবার নতুন একটি মজার টিউন নিয়ে হাজির হয়েছি আমি আরজু। আশা করি টিউনটি আপনাদের ভালো লাগবে এবং বেশ উপকারেও আশা করি। আমরা প্রায়ই শুনে থাকি করো না কারো শখের স্মার্ট ফোনটি হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে। কিন্তু আমরা কিভাবে তা ফিরে পেতে পারি এ সম্পর্কে কেউই জানি না। তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হারানো ফোনটি পেতে পারেন খুব সহজেই। চলুন শুরু করি।

প্রথমে এই এপ্লিকেশনটি ডাউনলোড করে নিনঃ https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.adm

এপ্লিকেশনটি ইনইস্টল করে ওপেন করে নিন। এরপর আপনার ফোনে থাকা জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নিচের ছবির মত একটা পেইজ শো করবে।

প্রথমত আপনার ফোনে লোকেষন চালু করে নিন। আর গুগলের এপ্লিকেশন সেটিংসের মধ্যে গিয়ে ফাইন্ড ডিভাইসের জন্য লোকেশন পার্মানেন্ট ভাবে চালু করে দিবেন তাহলে ভালো হবে। এবার আপনি যে যে ফোনে আপনার জিমেইল এড করবেন সেই ফোন গুলো হারিয়ে গেলে উদ্ধার করতে পারবেন। যেগুলোতে এড করতে চান এড করে নিন। এবার লোকেষন চালু করে ছবির মত লোকেষন ট্রাক করার জন্য ডিটেইল বাটনের নিচের বাটনে ক্লিক করুন।

এবার প্রথমের sound অপশে ক্লিক করলে আপনার এড করা ফোনে সাউন্ড বাজতে থাকবে। সেটা আপনি ছাড়া কেউ থামাতে পারবে না। সিম না থাকলেও কাজ হবে।

দ্বিতীয় অপশনটি হলো secure device এটা দ্বারা আপনি আপনার ফোনে লক করে দিতে পারবেন এবং ফোনের উপরের ডিসপ্লেতে একটা মেসেজ সহ আপনার নাম্বার দিতে পারবেন। যেমন ধরুন লিখলেন, আমার ফোনটি আমাকে ফিরিয়ে দিন আর এই নাম্বারে ফোন করুন। লক করার পর আপনি ছাড়া কেউ লকটি খুলতে পারবে না। এমনকি কোনো ফ্লাস সফটওয়ার দিলেও খুলবেনা। আবার আপনার ফোনটি বন্ধও হবে না।

তৃতীয় অপশনটি হলো erase device এটা দ্বারা আপনি আপনার ফোনের সকল ডাটা মুছে দিতে পারবেন।

এটি আমাদের কেনো দরকারঃ ১. আপনার ফোনটি হারিয়ে গেলে সহজেই খুজতে পারবেন। কেউ তা পেলেও ব্যবহার করতে পারবে না কারন আপনি এতে দুর থেকে লক করে দিতে পারবেন। আপনি আপনার হারানো ফোনের ডিসপ্লে তে আপনার নাম্বার সহ একটি মেসেজ দিতে পারবেন। যেই মেসেজ দেখে ফোন কুড়িয়ে পাওয়া লোকটি আপনার সন্ধান করে ফোনটি ফেরত দিতে পারবে। প্রয়োজনে আপনি আপনার ফোনে সাউন্ড বাজাতে এবং ফোনের সকল ডাটা মুছে দিতে পারবেন। আর সবথেকে মজার বেপার হলো আপনি আপনার ফোনের লোকেষন ট্রাক করতে পারবেন।

এভাবে আপনাদের হারানো ফোনটি আপনারা উদ্ধার করতে পারবেন। আশা করি সবার ভালো লেগেছে এবং সবার উপকারে লাগবে। এই ছিলো আজকের টিউন। কারো বুঝতে সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী টিউন আশা পর্যন্ত অপেক্ষা করুন আর আমার টিউনার পেজের সাথেই থাকুন। নিজে কপিরাইট থেকে মুক্ত থাকুন অন্যকে বিরত থাকতে উপদেশ দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহাফেজ।

Level 3

আমি আরাফাত আরজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।

Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চোরে ফোন চুরি করে ফ্লাাশ দিয়ে ফেললে অথবা ইন্টারনেট না কানেকশন করলে কিভাবে পাবো।

    আপনার ফোন হারানো মাত্রই আপনি ফোনে লক করে দিন তাহলে ফ্রাশ দিলেও কাজ হবেনা। কিভাবে লক করবেন সেটা টিউনে দেখুন? ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবেনা। ফোনের আইপির মাধ্যমে ট্রাক হবে। তবে সেই প্রসেটটা চালু করে নিতে হবে।

    ধন্যবাদ