যেকোনো সাইটের English ওয়ার্ড এর অর্থ জেনে নিন মাত্র ২ক্লিক এই !!!!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি কাজের ক্রোম এক্সটেনশন দিব। যার সাহায্যে মাত্র ২ ক্লিক এই যেকোনো English ওয়ার্ড এর অর্থ , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ,ব্যাখ্যা সহ অনেক কিছু জানতে পারবেন।

 তো শুরু করুনঃ 

১.প্রথমে এই লিঙ্কে যানঃ

২." Download Chrome Extension" এ ক্লিক করুন  ঃ

              

৩.তারপর যে স্ক্রিন আসবে সেখান থেকে নিচের মত করে ছবিতে ক্লিক করুন ;

৪.তারপর নিচের মত স্ক্রিন আসলে "Add to Chrome" এ ক্লিক করুন । 



৫.তারপর একটি পপ আপ আসবে সেখান থেকে "Add" এ ক্লিক করুন  ঃ 

৬. তারপর একটি Notification দেখতে পাবেনঃ 

  

৭.Extension টি আপনার ব্রাউজার এ ইন্সটল হয়ে গিয়েছে । এবার ব্যবহার জেনে নিন  ঃ 

**** যেকোনো সাইট এর English ওয়ার্ড এ ডাবল ক্লিক করুন, দেখবেন একটি পপ আপ স্ক্রিন আসবে , সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডটির অর্থ , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ,ব্যাখ্যা সহ অনেক কিছু  থাকবে। ***** 

এখন  এই পর্যন্তই । ভালো থাকবেন। কোন প্রবলেম এ পড়লে কমেন্ট বক্স তো আছেই   😛

পূর্বে প্রকাশিত  আমার ব্লগে  ঃ 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

firbox এ যায় না

একটা কাজের কাজ করেছেন।

দারুন শেয়ার , ধন্যবাদ ।

দারুন

ভাইয়া একটু হেল্প করতে পারবেন প্লিস। আমি কিছু দিন যাবত Google Chrome ব্যবহার করছি, এর আগে সবসময় Mozila firfox. ব্যবহার করতাম। Google Chrome অনেক ভালো লাগছে। কিন্তু কিছু সমস্যা হচ্ছে,
১। Youtube এর ভিডিও চলাকালীন ভিডিও গুলো একেবারেই পরিষ্কার নয়, দুঃখিত পরিষ্কার বললে ভুল হবে, মনে হয় উপরদিয়ে কিছু রং ছিটিয়ে দাওয়া হয়েছে, তবে Aodio. ঠিক মতন চলে ।
২। টেকটিউনস বা অন্য কোন ব্লগ বা মুভির screenshot গুলো প্রাই আসেনা ।
এই সমস্যা গুলো firfox আবার হয়না,
আমি জানি এই সমস্যা গুলো সবার হয়না, আর নাহয়ত Google Chrome কখনই এত জনপ্রিয় হত না।
এই সমস্যার সমাধানে কি আপনি আমাকে একটু সহযোগিতা পারবেন,
প্লিস

ভাই, শুধু ইংলিশ টু আরবি আসে। প্লীজ সাহায্য করুন……….

Awesome. এতদিন ধরে এমন কিছুই খুজছিলাম। অনেক ধ্যন্ন্নবাদ

Level 0

ভালই লাগছে।

Level 0

ভালই লাগছে। চালিয়ে যান।