চমৎকার ৫ টি নামায রিমাইন্ডার ক্রোম এক্সটেনশন!

টিউন বিভাগ গুগল ক্রোম Extensions
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব দারুণ কিছু এক্সটেনশন নিয়ে যেগুলো ব্যবহার করে জানতে পারবেন নামাযের সঠিক সময়। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে আমি ৫ টি নামায রিমাইন্ডার এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে কিছু পাঁচ ওয়াক্ত নামাযের আযান দেবে এবং আপনাকে নামাযের কথা স্মরণ করিয়ে দেবে। প্রতিটি এক্সটেনশনই আপনার লোকেশন অনুযায়ী সঠিক নামাযের সময় দেখাবে। আপনি চাইলে রিমাইন্ডার গুলো নামাযের ৫, ১০, ১৫ ২০ মিনিট আগে সেট করে দিতে পারবেন। যখন নামাযের সময় হবে তখন ক্রোমের এই এক্সটেনশন গুলো আপনাকে নামাযের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। ক্রোম নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার নামাযের সময় হয়েছে।

চলুন প্রয়োজনীয় সেই সমস্ত এক্সটেনশন দেখে নেয়া যাক। কিছু এক্সটেনশনের নাম একই হওয়াতে তাদের ডেভেলপারদের নাম মেনশন করে দিয়েছি।

১. Prayer Times By Namaz

একটি Prayer Reminder এক্সটেনশন যার মাধ্যমে আপনি নামাযের আগে, সঠিক সময় জানতে পারবেন।

Prayer Times by namaz

ক্রোম এক্সটেনশন লিংক @ Prayer Times By Namaz

Prayer Times By Namaz এক্সটেনশনটি ইন্সটল করুন এবং আপনার নির্দিষ্ট লোকেশন সেট করে দিন। চাইলে কতক্ষণ আগে রিমাইন্ডার দিবে সেটিও সেট করে নিতে পারেন।

আপনি এই Prayer Times By Namaz এক্সটেনশন দিয়ে চাইলে আযান ও চালু করে দিতে পারবেন যার মাধ্যমে নামাযের আযানও শুনতে পারবেন। এক্সটেনশনটি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এবং এখানে দেখে নিতে পারেন পাঁচ ওয়াক্ত নামাযের Time Table।

২. Prayer Times By Solutions Collections

ই এক্সটেনশনটি দিয়ে নামাজের Time Table অন্য যেকোনো এক্সটেনশন থেকে একটু বেশি কাস্টমাইজেশন করা যায়। সকল কনফিগারেশন অবশ্যই নির্দিষ্ট  লোকেশন অনুযায়ীই হয়ে থাকে।

Prayer Times By Solutions Collection

ক্রোম এক্সটেনশন লিংক @ Prayer Times By Solutions Collection

Prayer Times By Solutions Collection এক্সটেনশনটি  ইন্সটল দেওয়ার পর লোকেশন সেট করে নিন এবং এখানে আলাদা করে বিভিন্ন ইমামের কণ্ঠে আযান শুনতে পারবেন। নামাযের কতক্ষণ আগে  নোটিফিকেশন দেবে এটি সেট করার পাশাপাশি এডভান্সড সেটিং থেকে নামাযের সময় ক্যালকুলেশন করার পদ্ধতিও চেঞ্জ করতে পারবেন।

3. Islamic Prayer Time

একটি সিম্পল এবং চমৎকার নামায রিমাইন্ডার এক্সটেনশন। এখানে উপরে ওয়াক্ত গুলো এবং নিচে নামাযের সময় গুলো দেওয়া আছে।

Islamic Prayer Time

ক্রোম এক্সটেনশন লিংক @ Islamic Prayer Time

Islamic Prayer Time ইন্সটল দেয়ার পর আপনার ক্রোমে নতুন একটি আইকন আসবে। আইকনটিতে ক্লিক করে প্রথমে আপনার লোকেশন সিলেক্ট করে নিন। উপরের ড্রপ ডাউনের মাধ্যমে প্রতিটি নামাযের টাইম দেখতে পাবেন। উপরের বাম পাশে দেখতে পারবেন পরবর্তী নামাযে সময় হতে আর কতক্ষণ বাকি।

৪. Prayers Gadget

Chromebook এর দারুণ একটি  গেজেট হচ্ছে Prayers Gadget যা ডেক্সটপে একটিভ থেকে আপনাকে সঠিক নামাযের সময় জানিয়ে দেবে।

Prayers Gadget

ক্রোম এক্সটেনশন লিংক @ Prayers Gadget

তবে Prayers Gadget আপনি Non-Chromebook কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন এর ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে। প্রথমে Prayers Gadget এক্সটেনশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। মনে রাখবেন এটি ক্রোমে পাওয়া যাবে না। এটি খুঁজে পেতে চলে যান আপনার স্টার্ট মেনুতে।

Prayers Gadget ওপেন করে প্রয়োজনীয় সেটিং করে নিন। সকল নামাযের Time Table সহ জানতে পারবেন পরবর্তী নামাযের কত সময় বাকি।

৫. Prayer Time By Driss

Prayer Time By Driss খুবই সিম্পল একটি ক্রোম এক্সটেনশন যেটি ব্যবহার করে আপনি পাঁচ ওয়াক্ত নামাযের সঠিক সময় দেখতে পারেন।

Prayer Time By Driss

ক্রোম এক্সটেনশন লিংক @ Prayer Time By Driss

প্রথমে ক্রোম এক্সটেনশন স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন Prayer Time By Driss এক্সটেনশনটি। আর কিছু করতে হবে না, ক্রোমের এক্সটেনশন-বারে নতুন আইকন দেখতে পারবেন।

Prayer Time By Driss আইকনে ক্লিক করে পাঁচ ওয়াক্ত নামাযের Time Table সহ পরবর্তী নামাযের টাইম জানতে পারবেন। তাছাড়া Get Month Calender এ ক্লিক করে জানতে পারবেন পুরো মাসের নামাযের শিডিউল।

শেষ কথা:

অনলাইনে এমন অনেক এক্সটেনশন থাকলে আজকে যে এক্সটেনশন গুলো দেখলাম এগুলো দিয়ে সহজেই বিভিন্ন সেটিং বা কনফিগারেশন এর মাধ্যমে নামাযের নোটিফিকেশন পেতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও এক্সটেনশন গুলো ভাল লাগবে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই এক্সটেনশন গুলো।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 523 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস