সেরা ক্রোম ফ্ল্যাগ এর কথা বলার আগে চলুন জেনে নিই ক্রোম ফ্ল্যাগ (Chrome Flag) আসলে কি জিনিষ এবং আপনি কিভাবে এগুলো আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল ও রিমুভ করতে পারবেন। সহজে বললে, ক্রোম ফ্ল্যাগ হলো মূলত পরীক্ষামূলক ফিচারস যেগুলো ক্রোম এর মধ্যে আলাদা করে লাগানো যাবে কিন্তু এগুলো সাধারণভাবে ক্রোম ব্রাউজার এর সেটিংস এ থাকে না।
এই ফ্ল্যাগগুলো আপনার ক্রোম ব্রাউজার এর পারফরম্যান্স কিংবা ইউআই টুইক করে আপনার ক্রোম ব্যবহার করা আলাদা মাত্রায় স্থানান্তর করবে।
কিভাবে ক্রোম ফ্ল্যাগ অ্যাকসেস করবেন?
ক্রোম ফ্ল্যাগ অ্যাকসেস করতে হলে আপনাকে ক্রোম সার্চবক্সে গিয়ে লিখতে হবে "chrome://flags" এবং তারপর এন্টার বা গো বাটনে প্রেস করতে হবে। ফ্ল্যাগ পেজটি একবার লোড হওয়ার পর আপনি সেখানে ক্রোম যে ফ্লাগগুলো সাপোর্ট করে সেগুলো দেখতে পাবেন। তার পাশাপশি ফ্ল্যাগ গুলো কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে আর কি কাজ করে সেটাও দেখতে পাবেন।
আপনি যেই ফ্ল্যাগ টি অনুসন্ধান করছেন সেটা পাওয়ার জন্য সার্চ বক্সে ফ্ল্যাগ টির নাম লিখবেন অথবা ফ্লাগটির নাম এই ইউআরএল– [chrome://flags/#ফ্ল্যাগ-এর-নাম] এর মধ্যে লিখবেন। কোনো ফ্ল্যাগ এনাবল করতে হলে ফ্ল্যাগটির নামের পাশের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এনাবল আর ফ্লাগটি ডিসেবল করতে হলে ড্রপ ডাউন থেকে ডিসেবল এ ক্লিক করবেন। অথবা আপনি চাইলে সেটা ডিফল্ট এও রাখতে পারবেন।
তবে মনে রাখবেন কোনো ফ্ল্যাগ এনাবল বা ডিসেবল করার পর আপনাকে ক্রোম ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে।
কিন্তু এই ফ্ল্যাগ গুলো ট্রাই করার পূর্বে জেনে রাখুন যে যেহেতু এগুলো পরীক্ষামূলক ভাবে নির্মিত ফিচারস তাই এতে বাঘ ভাল্লুক থাকতে পারে এমনকি কিছু ফ্ল্যাগ এনাবল করার পর আপনার প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে সমস্যা হতে পারে। ফলে আপনার ব্রাউজার আরো উন্নত করা তো হবেই না উল্টো আরো সমস্যা দেখা দিবে।
তাই আপনার যাতে এরকম কোনো সমস্যা না হয় তাই আমরা আপনার জন্য বাছাই করেছি সেরা ক্রোম ফ্ল্যাগ গুলো যেগুলোতে কোনো সমস্যাই আপনি পাবেন না।
সেরা ক্রোম ফ্ল্যাগ [২০২০]
বিঃদ্রঃ আজকের এই টিপস এন্ড ট্রিকস এর আর্টিকেলটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এর উপর ভিত্তি করে বানানো। এবং এই ফ্ল্যাগ গুলো আপনার প্রাইভেসি বা সিকিউরিটি নিয়ে কোনো সংকোচ তো করবেই না বরং আপনার ক্রোম ব্রাউজার ব্যবহার করার অভিজ্ঞতা আরো ভালো করে দিবে। alert-info
1. Enable Reading Mode
এই ফ্ল্যাগটির নাম শুনেই আন্দাজ করতে পারছেন যে এখানে কোনো আর্টিকেল বা স্টোরি পড়া নিয়ে কাজ হবে। এবং আসলেই কিন্তু তাই। আমাদের যখন কোনো আর্টিকেল পড়তে হয় তখন অনেক কিছুই থাকে আর্টিকেলটাতে যেটা আমাদের কোনো কাজে দেয় না বরং মূল লেখা থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেয়।
রিডিং মোড ফ্ল্যাগটি ব্যবহার করা হলে কেবল আর্টিকেলের টেক্সট এর উপর ফোকাস করা হবে। ফলে আপনি বিনাদ্বিধায় আর্টিকেলটা পড়তে পারবেন।
ফ্ল্যাগ: #enable-reader-mode
2. Chrome Duet
এখনকার ফোন গুলোতে যে কত বড় ডিসপ্লে থাকছে সেটা আপনারা সবাই জানেন। যারা বড়ো ডিসপ্লে সম্পন্ন ফোন গুলো ব্যবহার করছেন তারা জানেন এত বড় ফোনে ডিসপ্লে এর উপরের অংশ টাচ করা কতটা কষ্টকর।
আপনার যদি ক্রোম ব্যবহার করার সময় উপরের অ্যাড্রেসবার এবং ট্যাবগুলো স্ক্রিন এর নিচের দিকে আনার দরকার হয় তাহলে আপনি এই ফ্ল্যাগটি ব্যবহার করতে পারেন। ফ্ল্যাগটি একবার এনাবল করার পর ক্রোম এর সকল ইন্টারেক্টিভ বাটন আর ট্যাবগুলো স্ক্রিনের নিচের দিকে দেখাবে।
ফ্ল্যাগ: #enable-chrome-duet
Read more: https://www.bdtechtimes.xyz/2020/06/best-chrome-flags-for-android.html
আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 4 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a student and a professional blogger at bdtechtimes.xyz