মজা লাগেবে? মজা? নিয়ে নিন গুগল এডসেন্সের ফেক পেমেন্ট প্রুফ স্ক্রিনশট

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
মজা লাগবে? মজা? কোনকিছু ছাড়াই আগেই বলে রাখি এটি শুধুমাত্র মজার পোস্ট। পড়ুন, আর কাজে লাগিয়ে মজা নিন। ব্লগার মারুফের আজকের মজার পোস্ট হল গুগল এডসেন্স নিয়ে।
গুগল এডসেন্স এর কথা শুনতে শুনতে আমরা অনেকেই অভ্যস্ত। আমরা প্রায়ই বিভিন্ন পোস্টে অনেকেই গুগল এডসেন্সে পেমেন্ট প্রুফ বা প্রমানপত্র হিসেবে স্ক্রিনশটস দেয়। আর আমরা মফিজের মত মুখ হা করে চেয়ে থাকি স্ক্রিনশটের দিকে (মজা করলাম)। আর চেয়ে থাকতে থাকতে কত ভাবনার সাগরে যে ডুবে যাই তাঁর শেষ নেই। কিন্তু গুগল এডসেন্স আর পাওয়া হয়ে ওঠেনা। সেজন্য আমরা শুধু ওই গুটি কয়েক এডসেন্স মালিকদের স্ক্রিনশট দেখেই চোখ জুড়ায় নেই প্রতিনয়ত। কিন্তু দিন বদলাইছেনা ? এখন কাহিনি হবে উল্টো। আপনার এডসেন্স পেমেন্ট প্রুফ দেখে ওই গুগল এডসেন্স ওয়ালা চৌধুরী সাহেবরাই এখন আপনার পেমেন্ট প্রুফ দেখে চোখ বড় বড় করে চেয়ে থাকবে আর আমতা আমতা করবে (what a joke)! জোকস মনে হইলেও কিছুই করার নাই। আমি আপনাকে জোকস বলতেছিনা। তবে জোকস ছাড়াই আপনাকে আজ এক ট্রিক্স এর মাধ্যমে ব্যাপক বিনোদন দেওয়ার চেষ্টা করব। আর এডসেন্স ওয়ালা চৌধুরী সাহেবদেকে বলার সময় এসেছেঃ "চৌধুরী সাহেব, আমাদের এডসেন্স একাউন্ট থাকতে না পারে, ওয়েবসাইটও থাকতে না পারে। কিন্তু আমাদের এডসেন্স পেমেন্ট প্রুফ আছে।"
ভুয়া গুগল এডসেন্স
ইন্টারনেটে ঘুরতে ঘুরতে চোখে বড় বড় করে ধরা পড়ল Fake Adsense Screenshot Generator ! ব্যাস, নিজেই বানিয়ে ফেললাম একটা ভুয়া গুগল এডসেন্স পেমেন্ট প্রুফ স্ক্রিনশট। সেটাও আবার গুগল এডসেন্স একাউন্ট ছাড়াই ৩-৪ সেকেন্ডে। আপনার কি চোখ বড় বড় হয়ে গেছে? হাহাহাহা... মজা নিন। আমি আজ শেয়ার করছি এমন একটি ওয়েব সাইটের কথা যার মাধ্যমে কয়েক সেকেন্ডেই তৈরি করতে পারবেন একটি গুগল এডসেন্স পেমেন্ট প্রুফ এর ১০১% ফেক স্ক্রিনশট।

গুগল এডসেন্স-এ ফেক বা ভুয়া পেমেন্ট প্রুফ তৈরি করব কিভাবে ?

  • প্রথমে এখানে ক্লিক  করুন।
  • একটি ওয়েবপেজ আসবে। এখানে কিছু ঘর আছে যেগুলোতে আপনি ইচ্ছেমত ডলারের পরিমাণ বসিয়ে সত্যিকারের এডসেন্স ওয়ালাদের চোখ বড় বড় করিয়ে দিবেন। তাই পর্যায়ক্রমে Today so far, Yesterday, This month so far, Last month, Next payment, Most recent payment ঘরগুলোতে আপনার মনের ইচ্ছেমত সংখ্যা বসিয়ে Submit বাটনে ঘুতা মারেন।
  • ব্যাস নতুন একটা ট্যাবে নগদে পেয়ে যাবেন দেখতে ১০১% সত্যিকারের মত গুগল এডসেন্সের পেমেন্ট প্রুফ স্ক্রিনশট! যা ১০১% ফেক।
নিচে আমি আমার পেমেন্ট প্রুফখানা তুলে ধরিলাম। দেখে নেন আমিও চৌধুরী সাহেবঃ
গুগল এডসেন্স ফেক পেমেন্ট রিপোর্ট
আবারো শেষে বলছি, আজ মজা করতে পোস্টটি করলাম। কারো মনে যদি একটুখানি রস-কস থেকে থাকে তাহলে আশা করি আপনি এতেই যথেষ্ট পরিমাণের মজা পেয়েছেন। মজা পেলে ব্লগার মারুফ ডট কমের সাথেই থাকুন... আইসিসি টি২০ ২০১৪ বিশ্বকাপের ফিকচার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভ কামনা দিয়ে শেষ করলাম।

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যাপক বিনোদন।
আর এডসেন্স
ওয়ালা চৌধুরী সাহেবদেকে বলার সময়
এসেছেঃ “চৌধুরী সাহেব, আমাদের এডসেন্স
একাউন্ট থাকতে না পারে, ওয়েবসাইটও
থাকতে না পারে। কিন্তু আমাদের এডসেন্স
পেমেন্ট প্রুফ আছে।”
{©_,©}
ehowportal(.)com/fake-adsense-generator/

এটা করলে আর কি হবে?

    @রিয়াদ হাসান: কিছুই হবেনা। আপনার বন্ধুকে আপনি দেখিয়ে মজা নিতে পারেন।

Level 0

মজার টিউন । ধন্যবাদ ।