ইলাষ্ট্রেটরে পান পাতার শেপ আকাআকি

ইলাষ্ট্রেটরে আকাআকি । পেনটুল , ডাইরেক্ট সিলেকশন এবং পাথফাইন্ডার টুল ব্যাবহার করে কিভাবে বৃত্তাকার শেপ দিয়ে পানপাতার শেপ তৈরী করা যায় আজকের টিউনে সেটাই শিখবো ।
ইলাষ্ট্রেটর খুলুন ।সাইজ আপনার মতো করে নিন । মেনু বারে গিয়ে View>Rulers> Show rulers , View> Show Grid , View Snap to Grid ক্লিক করে চালু করে নিন ।
টুলবার থেকে Ellipse টুল ক্লিক করে সিলেক্ট করে নিন অথবা কীবোর্ড থেকে ‘L’ চাপুন Ellipse টুল সিলেক্ট হবে ।
এবার আর্টবোর্ডে Ellipse টুল দ্বারা একটি বৃত্ত আকুন । ছবি >
1
ফীল কালার নো । ষ্ট্রোক কালার কালো ।ছবি >
2
অন্কিত বৃত্তটিকে কপি করে আরও একটি বৃত্ত চিত্রের মতো করে প্লেস করবো । বৃত্তটিকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করুন ।
3
কীবোর্ড থেকে Alt কী চেপে ধরে মাউস পয়েন্টার বৃত্তটির প্রান্ত বরাবর ধরুন যখন পয়েন্টারটি ডাবল এরোতে
4
পরিণত হবে তখন মাউসের লেফ্ট বাটন ক্লিক করে চেপে ধরে ডান দিকে ড্রাগ করুন
5
যখন দেখবেন প্রথম বৃত্তের ডানদিকের মাঝের পয়েন্ট এবং কপি করা বৃত্তটির সেন্টার পয়েন্ট ইন্টারসেক্ট বা একই জায়গায় আসবে
6
ঠিক তখনই মাউস বাটন রিলিজ করে দিবেন ।
টুলবার থেকে সিলেকশন টুল ক্লিক করুন (ব্ল্যাক এরো) অথবা কীবোর্ড থেকে “V” চাপুন । এবার বৃত্ত দুইটিকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করুন ।
7
যারা নতুন সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে না পারলে নিচের পদ্ধতি অনুসরন করুন । মেনুবারে গিয়ে Select > All
মেনুবারে গিয়ে Window > Pathfinder ক্লিক । পাথফাইন্ডার প্যালেট আসবে । পাথফাইন্ডার প্যালেটের Shape Modes : এর নিচে যে বাটন গুলো দেখতে পাবেন প্রথম বাটনটি ক্লিক করুন ।
8
দুইটি বৃত্তকে জয়েন্ট করবে । দেখতে এইরকম হবে ছবি >
9
কীবোর্ড থেকে A চাপুন অথবা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল (হোয়াইট এরো) ক্লিক করে সিলেক্ট করুন ।
তারপর জয়েন্ট করা বৃত্তের নিচের দিকে মাঝের যে নডটি আছে সেটি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ক্লিক করুন।
10
আবার ক্লিক করে ছেড়ে না দিয়ে নিচের দিকে কিছুদুর পর্যন্ত ড্রাগ করে এনে তারপর ক্লিক ছেড়ে দিন (শীফ্ট কী চেপে ধরে ড্রাগ করবেন) ।ছবি>
27
টুলবার থেকে পেন টুল ক্লিক করে সিলেক্ট করুন । পেন টুল দ্বারা শেপটার নিচের দিকে বাম এবং ডানে যে দুইটি নড আছে ক্লিক করুন ।
11
12
13
14

আবার টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করুন ।
http://j.imagehost.org/0819/direc_selection_tool.jpg
শেপটির নিচে যে নড আছে নডের দুইপাশে দুইটি হ্যান্ডেল দেখতে পাবেন ।
ডান দিকের হ্যান্ডেলের যে নড বা এন্খর পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ক্লিক করে ক্লিক ছেড়ে না দিয়ে শীফ্ট কী চেপে ধরে সোজা উপরের দিকে কিছুদুর ড্রাগ করে ক্লিক ছেড়ে দিন ছবি দেখুন >
15
16
ঠিক একই ভাবে বাম দিকের হ্যান্ডেলের যে নড বা এন্খর পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ক্লিক করে ক্লিক ছেড়ে না দিয়ে শীফ্ট কী চেপে ধরে সোজা উপরের দিকে ড্রাগ করে ডান দিকের হ্যান্ডেলের নড বা এন্খর পয়েন্ট বরাবর এনে ছেড়ে দিন । ছবি>
17
18
হয়ে গেল হার্ট শেপ ।
19
সিলেকশন টুল দ্বারা হার্ট শেপটি সিলেক্ট করুন ।
তারপর Swatches প্যালেটের সবুজ কালারে ক্লিক করে ফীল করুন ।

20
21
22
হয়ে গেল হার্ট শেপ ।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চালাইয়া যান; সময় পেলে শিখে নেব। চ্রম টিউন।
আপনার ইলাস্ট্রেটরের টিউনগুলো আমাকে গণিতের টপোলজির কথা মনে করিয়ে দেয়। যেমনঃ ডোনাট থেকে কীভাবে মগ বানাতে হয় অনেকটা সেইরকম। 😆
ধন্যবাদ। :mrgreen: 8)

হাসানাত ভাই আপনার টিউন গুলো খুবই সুন্দর হয় | আমি এগুলো ফলো করি | দয়া করে কিভাবে লোগো তৈরি করতে হয় তা নিয়া যদি একটা টিউন করেন তাহলে ভালো হতো

Level 0

ভাই চালিয়ে যান।

Level 2

Internet explorer 8 install korte parsi na. Genuine korte bole.
Bhai akhane ki kew help korte parben amake?