ফটোশপ Effect এর দুনিয়া [পর্ব-০৪] :: Glass Broken Text Effect

বিসমিল্লাহীর রাহমানির রাহীম

কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউন টি করলাম।
আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Glass Broken Text Effect ।
এই Effect টি দিলে দেখবেন লেখাটির মধ্যে কাঁচ ভাঙ্গা দেখা যাচ্ছে। Photoshop সম্পর্কে আমার
জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য। আর একটা কথা পূর্বে যদি ঠিক আমার
মত কেউ টিউন করে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত । Back to the point

কাজটি করার জন্য আমাদের যা যা দরকার:

  • ১. Adobe Photoshop Cs5 (পূর্বের Version হলেও সমস্যা নেই)
  • ২. একটু ধৈর্য্য ।
  • ৩. আমার দেওয়া Step গুলো অনুসরন।

ফাইনালি দেখতে যেই রকম হবে:

Step-1:

প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (1300*500px) Resulation=300। ঠিক এই ভাবে-

Step-2:

এবার Foreground color হিসাবে (#74d0f6) কালার কোডটি এবং Background color হিসাবে
(#b3f1ea) এই কালার কোডটি দিয়ে Ok করুন। এবার Cloude effect দেওয়ার জন্য চলে যান
Filter > Render > Clouds । ঠিক এই ভাবে-

Step-3:

এখন টাইপ টুল এর সাহায্যে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। Font হিসাবে Arial, Font size=60pt,Font
color=#0f8da0 দিয়ে Ok করুন। নিচের ছবির মত।

Step-4:

এবার আমাদের Glass effect দেওয়ার পালা আর এই কাজটি আমরা পর্যায়ক্রমে করব। আপনার টাইপিং লেয়ারটি
Select রেখে চলে যান Layer > Layer style > Bevel and Emboss।  নিচের ছবির মত-

Step-5:

এবার এই খানে কিছু মান Change করতে হবে। মান হিসাবে দিন----
Style = Pilloe Emboss, Technique = Smooth, Depth = 200%, Direction = Up, Size = 15px, Soften = 2px, Angle = 120, Use Global light এর টিক চিহ্ন তুলে দিন, Altitude =70,
Gloss Contour = Ring-Double । নিচের ছবির মত-

Step-6:

এবার বাম পাশে থাকা Counter এ Click করুন । মান হিসাবে Set করুন Counter = Rounded-steps।
নিচের ছবির মত-

Step-7:

এবার Counter এর নিচে থাকা Texture এ Click করুন । মান হিসাবে Set করুন  Pattern =  Bubbles ।
নিচের ছবির মত-

Step-8:

এবার Blending option এ Click করুন । এবং Fill Opacity = 0 করে দিন। নিচের ছবির মত-

Step-9:

এবার লেখাটি  highlight করার জন্য  Drop shadow তে  Click করুন, তবে কোন মান Change করার
প্রয়োজন নেই। এরপর Ok করে বেরিয়ে আসুন। নিচের ছবির মত-

এবার ‍File>Save as এ গিয়ে file এর নাম এবং Formate jpeg দিয়ে ‍ Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। ভাল লাগলে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।

>>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহবা !!!! (বাহ বাহ বাহ !!!)

good

tnx vi.

Thanks for sharing vai.