ছবিতে পুরোনো কমিকস বইয়ের ইফেক্ট দিন খুব সহজে


চলুন এই রকম একটা ছবি বানাই। তার জন্য ফটোশপে যে কোন একটি ছবি ওপেন করুন। লাইট কালার হলে ভাল হয়। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১ম ধাপঃ
প্রথমে IMAGE >ADJUSTMENTS >LEVELS থেকে INPUT LEVELS 60 / 1.00 / 220 এ সেট করুন। এটা শুধু এই ছবির জন্য। ছবি অনুযায়ী এটা ঠিক করতে হবে।

২য় ধাপঃ 
এবার এতে একটু হাতে আঁকা ছবির মত ভাব আনতে কিছু গ্রেইন যোগ করব। FILTERS > ARTISTIC > FILM GRAIN থেকে GRAIN: 4, HIGHLIGHT AREA: 0, INTENSITY: 10 দিন।

৩য় ধাপঃ
এবার ছবিতে পুরোনো কাগজের ইফেক্ট দিতে HALFTONE অ্যাড করব। তার আগে লেয়ারটির ডুপ্লিকেট তৈরি করুন। নাম দিন HALFTONE।

FILTER > PIXELATE > COLOR HALFTONE এ গিয়ে MAX RADIUS: 4 সেট করুন। বাকি সেটিংস যেমন আছে রেখে দিন। এবার লেয়ার প্যালেট থেকে ব্লেন্ডিং মোড DARKEN করে দিন।

৪র্থ ধাপঃ 
এবার ছবিকে আরো রিয়েলিস্টিক করতে এতে কমিকসের মত বক্স/লেখা ইত্যাদি যোগ করব। "HALFTONE" লেয়ারে স্ট্রোক অ্যাড করুন। সেটিংসঃ WIDTH: 20px, POSITION: Inside এবং COLOR: #F5ECE

৫ম ধাপঃ
একটি নতুন লেয়ার নিন এবং ছবির মত করে উপরে বাম দিকে একটি ছোট বক্স তৈরি করুন। এতে কাল রঙের 3 pixels স্ট্রোক দিন এবং হলুদ থেকে কমলা রঙের গ্র্যাডিয়েন্ট দিন। অথবা শুধু হ্লুদ দিতে পারেন। একটু বড় করে আরেকটি সাদা রঙের বক্স তৈরি করুন। এতেও কাল রঙের 3 pixels স্ট্রোক দিন।

৬ষ্ঠ ধাপঃ 
যে লেয়ারে বক্স আঁকা হল তার উপরে একটি নতুন লেয়ার তৈরি করুন। এবার RECTANGLE SELECTION TOOL এর সাহায্যে ছবির মত করে সিলেকশান করুন।

এরপর EDIT > STROKE থেকে WIDTH: 4px, COLOR: BLACK, LOCATION CENTER দিয়ে ওকে করুন। সিলেকশানটি ডিসিলেক্ট(ctrl+D) করে FILTER > BLUR > BLUR MORE সিলেক্ট করুন। FILTER > DISTORT > RIPPLE থেকে Amount 20%, Size Medium দিন। FILTER > SHARPEN MORE সিলেক্ট করুন।

৭ম ধাপঃ
এবার কিছু ক্যাপশন দেয়া যাক। এখান থেকে Digital Strip নামের ফ্রি ফন্টটি ডাউনলোড করে নিন।
তারপর আগের আঁকা বক্স দুটিতে ইচ্ছামত টেক্সট দিন। এখানে পছন্দমত স্টাইল যেমন stroke, shadow অ্যাড করতে পারেন।

আরো কিছু নমুনা দেখুনঃ

সামুতে প্রকাশিত।

Level 0

আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস