পিকাসা [পর্বঃ ২] Menu বারের ব্যবহার

আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।গত পর্বে আমি আপনাদের পিকাসার বেসিক একটি ধারণা দিয়েছি।যারা নিত্যদিন পিকাসা ব্যবহার করি তারা আজকের অংশ অব্যশই দেখবেন।আমি পিকাসা মেন্যুবারের সকল কমান্ড নিয়ে আলোচনা করব।(প্রায় ৯৮টি কমান্ড)তো এবার চলুন পিকাসার মেন্যুবারটির সাথে পরিচিত হইঃ

*ভালো কথা মেন্যুবার কী?

#মূলত মেন্যুবার প্রতিটি প্রোগামের প্রাণ।মেন্যুবার দিয়েই সকল কমান্ড দেওয়া হয়।অধিকাংশ প্রোগ্রামের মাথায় মেন্যুবার দিয়ে দেওয়া হয়।সেখানে  কমনভাবে File,View,Help এবং ঐ সফটওয়্যারের নিজস্ব কমান্ড থাকে।

পিকাসার মেন্যুবারে ৮টি কমান্ড আছে।যথাঃ

  1. File
  2. Edit
  3. View
  4. Folder
  5. Picture
  6. Create
  7. Tools
  8. Help

তো চলুন এবার এর  ব্যবহারগুলো শিখে নিই।

1.File:


 আশাকরি  দেখে সব বুঝতে পারছেন তবুও যারা নতুন তাদের সুবিধার্থে আমি সংক্ষেপে তুলে ধরছিঃ
  • New Album: এর মাধ্যমে আপনার সিলেক্ট করা ছবিগুলো দিয়ে slideshow (অর্থাৎ ছবির পরে ছবি যাবে) করতে পারেন।
  • Add Folder to Picasa: এর মাধ্যমে আপনার কাংক্ষিত ফোল্ডার পিকাসার এই পৃষ্ঠায় এনে দেখতে পারবেন।
  • Add Files to Picasa: আপনার কাংক্ষিত ছবি ওভিডিও পিকাসার এই পৃষ্ঠায় এনে দেখতে পারবেন।হ্যা আপনি ঠিক দেখেছেন, পিকাসা দিয়ে ভিডিও দেখা যায়।মনে রাখবেন আপনি যখন ডবল ক্লিক করে  ছবি ওপেন করেন সেটি পিকাসা নয়, সেটি পিকাসা ফটো ভিউয়ার।
  • Import from: এটি দিয়ে মূলত ক্যামেরা থেকে ছবি নিতে হয়; তবে অন্য ফোল্ডার,হার্ডডিস্ক,মেমোরী থেকেও ছবি নেওয়া যায়।
  • Import From Web Albums:পিকাসা ওয়েব অ্যালবামের বিশাল জগৎ থেকে ছবিডাউনলোড করতে ব্যবহার হয়।
  • Open file(s) an Editor:আপনার ডিফল্ট পিকচার ভিউয়ারে ছবি দেখতে পারেন।
  • Move to other Folders:অন্য কোন অ্যালবামে সিলেক্ট করা ছবি পাঠান।
  • Save:আপনি কোন ছবি এডিট করলে তারপর সেভ করার জন্য।
  • Rename:এটা আমি তো বুঝতেই পারছেন,ফাইলের নামকরণ করবেন।
  • Revert :পিকাসার সর্ববৃহৎ ফিচার।আপনি কোন ছবি এডিটের পর তা যদি সেভ না করেন,তবে আপনার মূল ছবি পরিবর্তন হবেনা।আপনি অন্য কোন ভিউয়ার দিয়ে দেখলে পূর্বের মত দেখবেন, কিন্তু পিকাসা দিয়ে পরিবর্তন দেখবন। মূল ছবিতে ফিরে যেতে এই কমান্ডটি ব্যবহার হয়।
  • Save as:আপনার ফাইল অন্য ফরমেটে  save করুন।
  • Save a copy as: আপনার ফাইল অন্য ফরমেটে  save করুন আলাদা একটি কপি হিসেবে।
  • Export Picture to Folder:আপনার ছবি গুলো অন্য একটি নতুন ফোল্ডারে নিতে পারবেন।অনেকগুলো ছবি একত্রে রিসাইজ করতে পারবেন।
  • Print: প্রিন্টার দিয়ে ছবি বের করতে।
  • Email:ছবি অ্যাটাচমেন্ট করে ইমেইল করতে।
  • Order Prints: আপনার যদি অনেক ছবি প্রিন্ট করতে হয় তবে পিকাসাকে টাকা দিলে ওরা এজেন্টের মাধ্যমে করে দিবে।
  • Exit: : এইটা যদি আমার বলতে হয়, তাইলে don't mind আপনি আগে আরো ব্যাসিক নেন,এই সব পরে শিখবেন।
2.Edit:

Cut ,Copy,Paste নিয়ে আলোচনা করে সময় কাটাব না।

  • Copy All Effects: প্রথমে একটি ছবিকে ভালোমত ইফেক্ট দেন, এরপর এই বাটন চাপুন।
  • Paste All Effects:এবার যেসব ছবিতে ঐ ইফেক্ট দিতে চান সেগুলো সিলেক্ট করে এই কমান্ড দিন।
  • Copy Text: :পিকাসা দিয়ে simple কিন্তু কাজের টেক্সট প্রদান সম্ভব।যেমনঃ ওয়াটারমার্ক দেওয়া।একটি ছবিতে Text দিন ও এই কমান্ড দিন।
  • Paste Text :যেসকল ছবিতে কপি করা টেক্সট দিতে চান সিলেক্ট করে এই বাটন চাপুন।
  • Select All :বর্তমান ফোল্ডারের সব ছবি একবারে সিলেক্ট করুন।
  • Select starred :বর্তমান ফোল্ডারের সব star-mark করা ছবি একবারে সিলেক্ট করুন।
  • Invert Selection:বর্তমান ফোল্ডারের যেসব ছবি সিলেক্ট আছে তার বিপরীতগুলো সিলেক্ট হবে।
  • Clear Selection:ছবির সিলেক্টশন মুছবে ছবি নয়।
আসলে সবগুলো কমান্ড একদিনে আলোচনা করা যায়না।পরবর্তীতে অন্যগুলো নিয়ে আলোচনা হবে।ততক্ষণ ভালো থাকুন....
আমার ব্লগঃ http://sopnobajeradda.blogspot.com/

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চলবে…….

ভালো হয়েছে