এডবি ফটশপ CS-4(সবচেয়ে ছোট ভার্শন + যাদের ফেসবুক ব্যবহার না করলেই নয় by LuckyFM

আসসালামু আলাইকুম,

অনেক দিন পর আবার টিউন করতে বসলাম(যখন নাকি সবাই না তবে অনেকে ফেসবুক নামক সাম্প্রতিক জ্বরে ভুগছিল কিন্তু হটাত কাল রাত থেকে বাংলাদেশে অবস্থানকারীরা সাময়িকভাবে FB থেকে বিচ্ছিন্ন)আমি কিন্তু ফেইসবুক এখন চালাচ্ছি!!! কিভাবে সেটা পরে শেয়ার করব।

আগে আসুন এডবি ফটশপ CS-4 সফটয়ারটি শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছি এটা নিয়ে টিউন করব করব, এবং অবশেষে করেও ফে্ললাম।

এক্ষেত্রে ১টা কথা বলে রাখি যারা ফটশপ আগের ভারশনগুলো ব্যবহার করেছেন তাদেরত নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, তবে যারা নতুন তাদের জন্য বলছি ফটসপ হল এমন একটা সফটয়ার যেটা ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে ব্যবসায়িকভাবে এর শুনাম কম নয়। তবে এটিকে  এক কথায় বলা যায় ছবি এডিট করার মাস্টার প্লাটফরম / সফটয়ার।

photoshop_cs4_micro by LuckyFm

সূত্রঃ $Computronics$

DoWnLoAd-1

DoWnLoAd-2

DoWnLoAd-3

বোনাস হিসাবে কেউ যদি ফেসবুক এর প্রক্সি ছাড়া ব্যবহার চান তাহলে আওয়াজ দিবেন টিউন আপডেট হিসেবা অউটা ও দিয়ে দিব

যা হোক টিউনটি ভালো খারাপ যা ই লাগুক মন্তব্য করতে ভুলবেননা

-লাকি এফ এম

বিঃ দ্রঃ গত কিছু দিন থেকে দেখা যাচ্ছে কিছু নতুন ভিসিটর আসছেন, স্বাগতম তাদের। কিন্তু এদের কিছু ভিসিটর আছেন তারা না বুঝে অনেক সিনিয়র টিউনারদের/ভিসিটরদের যাচ্ছে তাই ভাবে কমেন্ট করছেন। তাদের প্রতি বলছি আপনারা অন্যকে সম্মান করুন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্বি করবেন

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, প্রক্সি ছাড়াই ফেসবুক ব্যবহার করতে চাই।

আমার email address: [email protected]

Level 0

ভাই, আমিও প্রক্সি ছাড়াই ফেসবুক বা যে কোন ব্লক করা সাইট ব্যবহার করতে চাই।

University তে বেশির ভাগ সাইটই ব্লক করা থাকে ব্রাউজ করা যায়না। টিপসটা দিলে অনক উপকার হবে।

আমার email address: [email protected]

    Level 0

    ধন্যবাদ . . .

    Level 0

    আপনাকেও ধইন্যপাতা

LuckyFM ভাই আমি যে ফটোশপ জানিনা তাতো আপনি আগেই জেনে গেছেন তবে আপনারটা দিয়েই আরম্ভ করব দেখি কতদুর যাইতে পারি তবে কাজের চাপে সময় খুব একটা পাইনা আর adobe photoshop এবং adobe Illustrator এর মাঝে পার্থক্যটা কি এবং যদি আপনার কাছে adobe Illustrator থাকে আমাকে দিয়েন,টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন আশা করি।

    Level 0

    আরে আল্লাহর নাম নিয়ে শুরু করেন, পাশাপাশি আমরা ত আছিই
    যেহেতু আপনি ফটশপ বযবহার শুরু করেননি তাই আমি অনুজ হিসেবে বলব আগে ফটশপ শুরু করেন
    তারপর আস্তে আস্তে ইল্লাস্ট্রেটর করবেন, আর হা যে কোন সময় যে কোন সময় যেকোন সফটওয়ার লাগলে আওয়াজ দিয়েন

    Level 0

    আরে আল্লাহর নাম নিয়ে শুরু করেন, পাশাপাশি আমরা ত আছিই
    যেহেতু আপনি ফটশপ ব্যবহার শুরু করেননি তাই আমি অনুজ হিসেবে বলব আগে ফটশপ শুরু করেন
    তারপর আস্তে আস্তে ইল্লাস্ট্রেটর করবেন, আর হা যে কোন সময় যে কোন সময় যেকোন সফটওয়ার লাগলে আওয়াজ দিয়েন

    আতাইর ভাই, এই লিংকে গেলে অনেক টিউটোরিয়াল পাবেন….. ফটোসপ খুবই মজার এবং কাজের জিনিস..

    http://www.photoshoproadmap.com/Photoshop-tutorials

    আতাউর ভাই, এই লিংকে গেলে অনেক টিউটোরিয়াল পাবেন….. ফটোসপ খুবই মজার এবং কাজের জিনিস..

    http://www.photoshoproadmap.com/Photoshop-tutorials

    LuckyFM ভাই ডাউনলোড দুইবার করছি কিন্তু extract করতে গেলে করাপ্ট দেখায় যাই হোক মনে হয় আমার এখানে কোন সমস্যা থাকতে পারে,আমি ১৫/১৬ দিন পর মার্কেটে গিয়ে অরজিনাল সফটওয়ার কিনে নিয়ে আসব তখন আপনাদের কাছ থেকে টিপস নিব আশা করি।
    চেঙ্গাবেঙ্গা ভাই টিউটোরিয়াল লিংক দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেখানে সব ইংরেজিতে বাংলা হইলে ভাল হইত আমি ভাই ইংরেজি খুব একটা বুঝিনা।

    Level 0

    আতাউর ভাই আমি টিউন করসি
    আমি আপলোড করসি
    আমি আবার Etract করসি
    বুঝলাম না
    আবার পুরাপুরি ডাউনলোড দেন

    আর হা আর কাউর এরকম হলে আমাকে তাড়াতাড়ি জানান; আমি প্রয়জনবোধে আবার আপ্লোড করব

    আর হা আতাউর ভাই চাইলে আমি অনুবাদ করে আপনার এবং সবার স্বার্থে ভিডিও আপলোড করব, অবশ্য আপনারা যদি চান তবে

    চাই মানে!কেউ না চাইলেও ভাই আমি ভিডিও চাই।

    Level 0

    দোআ করেন আতাউর ভাই
    আমি যেন যতদিন বেচে আছি ততদিন আপনাদের সেবা দিয়ে যেতে পারি
    (কানে কানে বলি আতাউর ভাই এই আইটি সেক্টরে আমি অনেক বড় হতে চাই, অনেক বড়)
    ইনশাআল্লাহ একদিন না একদিন আমি আমার ইচ্ছা পূরণ করতে পারব

    দোয়া করি আপনার মনের বাসনা যেন আল্লাহ পুর্ন করেন তবে ভাই পরে কিন্তু দেইখেন আমাদের ভুলে যাইয়েন্না।

    Level 0

    যে সুখের সময়ে অন্যদের ভুলে যায় সে স্বার্থপর ছাড়া কিছু না

    আমি নিজেকে স্বার্থপর হিসেবে দেখতে চাইনা

    Level 0

    আতাউর ভাই

    লিঙ্ক আপডেট করা হয়েছে
    Download-2
    Download-3

    LuckyFM ভাই দয়া করে প্রবাসী ভাইয়ের সাথে উনার টিউনে একটু দেখা করেন,আশা করছি ভুল বুঝাবুঝিটা থাকবেনা।

ভাইজান, এইটা কি পোর্টেবল নাকি? সাইজ দেখে েতা বিশ্বাসই হয় না, মাত্র ৫৪ এমবি??? থ্যাংকস….

ইলাস্ট্রেটরের কোন এই সাইজ থাকলে দিয়েন….
ফেসবুক বন্ধ হইছে ভালো হইছে.. ( কানে কানে বলি, অামারে একটু সিস্টেমটা বইলা দিয়েন 😉 )

    Level 0

    দুইটাই আছে
    আপনার কোনটা লাগবে

    তবে এখানে নন-পোর্টেবল্টা দিয়েছি

    তবে চাইলে পোর্টেবলটাও দিতে পারি

ভাই প্রক্সি ছাড়া ফেইসবুক ব্যবহার করতে চাই.একটু details বলবেন .যে কোনো অংশের কোনো ঝামেলা ছাড়া খুব সহজে স্ক্রীনশট নেয়ার একটা সফট খুব প্রয়োজন ছিল . কি করে ব্যবহার করতে হয় ছবি সহ দেখালে খুব উপকার হত.email: [email protected]

ভাইরে সামুর জালায় বাচি না, কতক্ষণ পরপর নতুন নতুন পোষ্ট বের করে কিভাবে বন্ধ ফেসবুক ইউস করা যায়। আর ঐ পদ্ধতি অনুসরন করতে গিয়ে খাই বড় ধরা, কখনও দেখা যাচ্ছে, নিদির্ষ্ট সফটওয়্যার ইন্সটল করার পর ফেসবুক এ ঢুকা যায় ঠিক ই, কিন্তু সারাক্ষণ কি যেন আপলোড হয় আর ডাউনলোড হয়। ভাই দেখেনতো ফেসবুক এর জন্য hotspot shield নামক এই সফটওয়্যার ব্যবহার করা কতটুকু নিরাপদ ।এর সাহায্যে ফেসবুক এ ঢুকা যাচ্ছে , কিন্তু কি যেন আপলোড হয় আর ডাউনলোড হয়।আর tor দিয়ে ঢুকা যায়, কিন্তু স্পীড কম।প্রক্সি ছাড়াই ফেসবুক ব্যবহার এর নিয়ম জানলে জানাইয়েন ফেসবুক এ একটা জরুরী কাজ ছিল,যদি কষ্ট করে সাহায্য করেন ভাল হয় । আপনাকে বললাম কারণ আপনি সকল বিষয়ে সকলকে সাহায্য করেন।

ভাই ফটোশপ এইটাকি ফুল ভারশন এত ছোট সাইজ হবার কারন কি?

    পোর্টেবল হবে আর কী…

    Level 0

    আপনার কোনটা লাগবে

    এখানে নন-পোর্টেবল্টা দিয়েছি

    তবে চাইলে পোর্টেবলটাও দিতে পারি

LuckyFM bhai not work pls cheak…………but 1 times open after restart now not work.after open it is ottomatic off.

    Level 0

    কোনটা চেক করতে বলছেন>?
    বুঝিয়ে বলুন

    Level 0

    জি লিঙ্ক আপডেট করা হয়েছে

    Download-2

    Download-3

অনেক সুন্দর টিউন লাকি ভাই ।। চালিয়ে যান……………

    Level 0

    আবার জিগায় আপনার সাথে থাকলে না চালাইয়া উপায় আছে????????

ভাই “এডবি ফটশপ এ avro দিয়া কিভাবে বাংলা লিখতে পারি যদি বলেন তাহলে ওনেক উপকারে আসবে আমার।ধন্যবাদ।

    Level 0

    সিম্পল
    শুধু ফটশপ ওপেন করুন ক্লিক করুন F12, তারপর লিখা শুরু করুন

Level 2

photoshop_cs4_micro by LuckyFm Download করেছি কিন্তু CS4 পেলামনা।

    Level 0

    কেন পাবেননা
    অবশ্যই পাবেন।
    আমি নিজে Compress করেসি

Level 2

ও ভাই লিংক নয় ফাইলটা দেখেন তো? এটা আমার একান্তই দরকার যে………………………..

    Level 0

    মান কি বুইলছেন????
    পাইস্তে পারছিনাকো

    Level 2

    মানে হইল গিয়া ডাউনলোড করিবার পর এক্সট্রাক্ট করিতে গেইলে এরর দেখাইয়া দেয় ইয়া বড়।

    Level 0

    ok i’m giving all of u a new link….

    Level 0

    লিঙ্ক আপডেট করা হয়েছে
    Download-2
    Download-3

ভাই কাজ করেনা টিক এরখম আসে ????????????????????

    Level 0

    হা
    লিঙ্ক আপডেট করা হয়েছে
    Download-2
    Download-3

খুব সুন্দর।আপনাকে ধন্যবাদ।আমি ফটশপের কিছুই বুঝি না কিন্তু ভালো লাগে।

    Level 0

    আপনাকে ও ধনিয়াবাদ
    পরবাসি ভাই
    😀 😀

অসংখ্য ধন্যবাদ সফটা শেয়ার করার জন্য। চালিয়ে যান ! ! !

    Level 0

    আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য
    আর হা আপনার পাশে থাকলে চালিয়ে আমি যাবই

Level 0

LuckyFM ভাই ফটোশপ এর ছোট ছোট বাংলা ভিডিও টিউটোরিয়াল করলে সবার উপকারে আসবে। যদি সম্বভ হয় কমপিউটার কোস এর উপর ভিডিও টিউটোরিয়াল করতে পারেন। চিন্তা করে দেখবেন। download করে দেখি soft নাই। আপনি নতুন করে download দেন।

    Level 0

    ঠিক আছে বিবেচনায় রইল

    আর হা
    লিঙ্ক আপডেট করা হয়েছে

টিউনটা অনেক সুন্দর হইছে। ধন্যবাদ

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

আমার বাংলা এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে LuckyFM
সঙ্গেই থাকুন LuckyFM এর, সামনে এগিয়ে যেতে আপনিও
চুপি চুপি সাথে আসুন, যেন LuckyFM ভাই টের না পায়। বাই ……..

    Level 0

    ভাই আমিও আছি আপনার এবং LuckyFM এর সাথে
    সাবধান!!! লাকিএফএম যেন টের না পায়
    কানে কানে বলি LuckyFM টা কে?

Level 2

ধন্যবাদ ভাই,DoWnLoAd-2 হইতে download করতে পেরেছি।

একটি ছবির bacgrond কিভাবে change করবো?

Download-1 লিংঙ্ক দিয়ে 97% হলো আর বিদ্যুৎ ফুস, কি আর করা আবার বিদ্যুৎ এলো অনেক চেষ্ট করেও ডাউনলোড ম্যানেজার দিয়ে আর অসমাপ্ত কাজ আর সমাপ্ত করা গেলে না।
Download-2 লিংঙ্ক দিয়ে কাজ হলো এখন আমি সুন্দর চালাচ্ছি। আপনি পারছেন তো ………….

এখানে আমরা SHARE করতে এসেছি সিনিয়ারিটি দেখাতে নয় , কমেন্ট নিজের কাছে অন্যকে সম্মান দেওয়া টা ভালো । Let’s Try Photoshop Cs4 if Download Succesfuly. Thanking u . Don’t Mine.

    Level 0

    তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে কেউ সিনিয়র না ?????
    ঠিক আছে আমি আপনাকে বুঝিয়ে বলছি,
    এখানে কেউ সিনিয়রিটি দেখায় না,
    যাক আপনার অবস্থান সম্বন্দে আমি পরিষ্কার নই

লাকি ভাই, আপনার টিউন গুলো আমার ভাল লাগে। কিন্তু খারাপ লাগে যখন আপনাকে কেউ স্ব-সন্মানে ধন্যবাদ দেয় আর আপনি তার জবাবে ‍” ধইন্যা / দনিয়াবাদ ইত্যাদি শব্দের মাধ্যমে জবাব দেন। আসলে ই কি বাংলা ডিকশনারীতে এখন ধইন্যা, দনিয়াবাদ ইত্যাদি শব্দগুলো ধন্যবাদ এর পাশাপাশি ব্যবহার হয়? অনেক দিন যাবৎ দেশের বাহিরে আছি। হয়তবা নতুন এই সংযোজন টা আমার যানা নাই। জানালে খুশি হব।

    Level 0

    দুঃখিত
    আসলে আমার মনে হয় আমি খুব ফ্রিলি রিপ্লাই দিতে গিয়ে ভুলেই গিয়েছিলাম অনেকে সিরিয়াসলি নিয়ে নিবেন

    ধন্যবাদ ছাড়া বাকি কোন শব্দ নাই; ধনিয়াবাদ বা ধইন্যা নামক কোন শব্দ নাই