থ্রিডি স্টুডিও ম্যাক্স এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ২)

সবাই কেমন আছেন? মনে হয় ভাল ? আমিও ভাল !!

সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই পড়া শুনা নিয়ে একটু বিজি । তারপর সময় পেলে লিখতে বসে যাই কম্পিউটার এর সামনে । আসলে যারা একবার বাংলা ব্লগিং এর মজা একবার পেয়েছে তারা এ বিষয় টা থেকে সহজে দূরে থাকতে পারে না , যেমন আমি । যাই হোক ভুমিকা না বারিয়ে আজকের টিউন প্রসজ্ঞে আসা যাগ।

আপনারা জানেন আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি ( অবশ্য ফাইনাল পরিক্ষার ব্যস্তার জন্য ধারাবাহিক হয়ে উঠছে না ) । যাই হোক আজকের আলোচ্য বিষয় হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার । আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ( এটা রিলিজ হয়েছেঃ অক্টোবর ২০০৬) ব্যবহার করি এটা ব্যবহার করে যা যা লাগে তার নিম্নে তালিকা দেয়া হল ।

থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ

অপরেটিং সিস্টেম

  • মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
  • মাইক্রসফট উইন্ডোজ ৭
  • মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল

সফটওয়্যারঃ

  • DirectX 9.0c
  • থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ৯ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
  • মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর ।

হার্ডওয়্যার

  • প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
  • কমপক্ষে ৫১২ মেগাবাইট র‌্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
  • কমপক্ষে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে ভাল ।
  • ডিভিডি রোম ড্রাইব

আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-

PDF-logo

এটা হল যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ব্যবহার করবে , যারা  এর শেষ ভার্সন থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ (এটা রিলিজ হয়েছেঃ এপ্রিল ১৮,  ২০০৯)বা থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১(এটা রিলিজ হয়েছেঃ এপ্রিল ২০১০) ব্যবহার করতে চায় তাদের জন্য এর তালিকা দেয়া হলঃ

থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ-

অপরেটিং সিস্টেম

  • মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
  • মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
  • মাইক্রসফট উইন্ডোজ ৭

সফটওয়্যারঃ

  • DirectX 9.0c
  • থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১০ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন) ।
  • মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর

হার্ডওয়্যার

  • প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
  • কমপক্ষে ১ গিগাবাইট র‌্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
  • কমপক্ষে ১ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
  • ডিভিডি রোম ড্রাইব

আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-

PDF-logo

থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ

অপরেটিং সিস্টেম

  • মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
  • মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
  • মাইক্রসফট উইন্ডোজ ৭

সফটওয়্যারঃ

  • DirectX 9.0c
  • থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১১ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
  • মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর

হার্ডওয়্যার

  • প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম 4 1.4 GHz অথবা equivalent AMD
  • কমপক্ষে ২ গিগাবাইট র‌্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
  • কমপক্ষে ৩ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
  • ডিভিডি রোম ড্রাইব

আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-

PDF-logo

এই টিউন সর্বপ্রথম বিডি টিউটরিয়াল২৪ এ প্রকাশিত হয়েছেঃ

সবাই কেমন আছেন? মনে হয় ভাল ? আমিও ভাল !!

সামনে সেমেস্টার ফাইনাল পরীক্ষা । পড়া শুনা নিয়ে একটু বিজি এদানিং । তারপর সময় পেলে লিখতে বসে যাই । আসলে যারা একবার বাংলা ব্লগিং এর মজা!! পেয়েছে তারা এ বিষয় টা থেকে সহজে দূরে থাকতে পারে না , যেমন আমি । যাই হোক ভুমিকা না বারিয়ে আজকের টিউন প্রসজ্ঞে আসা যাগ।

আপনারা জানেন আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি( অবশ্য ফাইনাল পরিক্ষার ব্যস্তার জন্য ধারাবাহিক হয়ে উঠেছেনা) । যাই হোক আজকের আলচ্য বিষয় হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ব্যবহারের জন্য প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার । আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ (রিলিজঃ অক্টোবর ২০০৬) ব্যবহার করি এটা ব্যবহার করে যা যা লাগে তার নিম্নে তালিকা দেয়া হল ।

থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ এর প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ

অপরেটিং সিস্টেম

  • মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
  • মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল

সফটওয়্যারঃ

  • DirectX 9.0c
  • থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ৯ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)

হার্ডওয়্যার

  • প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
  • কমপক্ষে ৫১২ মেগাবাইট র‌্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
  • কমপক্ষে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে ভাল ।
  • ডিভিডি রোম ড্রাইব

এটা হল যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ব্যবহার করবে , যারা এর শেষ ভার্সন থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ (রিলিজঃ এপ্রিল ১৮, ২০০৯)বা থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১(রিলিজঃ এপ্রিল ২০১০) ব্যবহার করতে চায় তাদের জন্য এর তালিকা দেয়া হলঃ

থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১ এর প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ

অপরেটিং সিস্টেম

  • মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
  • মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
  • মাইক্রসফট উইন্ডোজ ৭

সফটওয়্যারঃ

  • DirectX 9.0c
  • থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১১ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)

হার্ডওয়্যার

  • প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
  • কমপক্ষে ২ গিগাবাইট র‌্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
  • কমপক্ষে ৩ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
  • ডিভিডি রোম ড্রাইব

প্রয়োজনীয়

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যাক আমার পিসি লেটেষ্টটাআও চালাতে পারবে
তবে আমি ৯ই ইউজ করব

আর হা প্রথম ৫ লাইনে ২-৩টা ভুল হয়েছে, আশা করি শুধরে নিবেন

খুবই ভাল এবং মান সম্মত টিউন,উপস্থাপনাও সুন্দর এই রকম টিউনই টেকটিউন্সে আশা করছি।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

ধন্যবাদ ভাই আমরা কাছে থ্রিডি স্টুডিও ম্যাক্স ৬ আছে এতে কাজ চলবে। না চললে ম্যানেজ করা যাবে।

ভালোই লাগলো।

আমি ‍পুরোপুরি প্রস্তুত। এবার কাজ শুরুর পালা। আপনি যে ভার্সনের উপর টিউন করবেন তা অবশ্যই ‍উল্লেখ করবেন। ধন্যবাদ।

    আমি যেহেতু থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ব্যবহার করি তাই এই ভার্সনের উপর ভিত্তি করে টিউন করবো ।

Level 0

অেনক ধন্যবাদ েশয়ার করার জন্য।

নো কমেন্টস।

আপনি বলছেন আমি নাকি প্যাচাইয়া কথা বলি, এখন আমার জন্য আপনার সাথে প্যাচাইয়া কথা বলা ফরজ হয়ে গেছে।

“নো কমেন্টস” এর তর্যমাঃ আপনার টিউন ভাল হবে না তো কার ভাল হবে? আপনার তো সামনে পরীক্ষা। এই ৩ ডি এর টিউন নিয়ে কতদূর এগিয়ে যেতে পারেন তাই দেখার বিষয়। টেকটিউন্স জাতি অনেককেই পর্ব নিয়া টিউন শুরু করতে দেখেছে, তার বেশির ভাগই টিউনই প্রাইমারী স্কুলে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়ার মত ঝড়ে গিয়েছে, যা সত্যিই ভাবনার বিষয়।
যাই হোক আপনার জন্য পর্ব নিয়া টিউন আলাদা বিষয়। আপনার ৮৪ টি টিউনের মধ্যে পর্ব নিয়া টিউন ছিল ৫ টি বিষয় নিয়ে।
১। Graphics Competition করে টাকা উপার্জন করুন = আপনি সাফল্যের সাথেই শেষ করতে পেরেছেন।
২। ব্লগার টিউটোরিয়াল = শতভাগ সাফল্যের সাথে শেষ করেছেন।

এগুলো জন্য ধন্যবাদ না দিলে পাপ হবে। টেকটিউন্স আপনার মত টিউনারের জন্য কৃতজ্ঞ, এবং আপনার মত টিউনারকে পেয়ে অবশ্যই গর্ববোধ করে।

৩। ভিজুয়্যাল বেসিক = জানি না এটা কি ৩ পর্বের মধ্যেই সমাপ্ত হয়ে গেল নাকি ।
৪। সকল প্রকার ইবুক (পার্ট ১) = আর কোন পার্ট এরপর টেকটিউন্স জাতি পাবে কি না তাও জানি না।
৫। এখন শুরু হয়েছে “থ্রিডি স্টুডিও ম্যাক্স” = এটা এখন ও চলছে। এই চলতি পথে কোন কমেন্ট করলে সবচেয়ে নিরাপদে থাকা যায় তাই চিন্তা করে দেয়া হয়েছে ” নো কমেন্টস”। জানেন না বোবার কোন শত্রু নাই?

== জাতি অবগত আছে আপনি আপনার সুন্দর একটি সাইট, যার নাম আমার মুখস্থ হয়ে গেছে , তা হল http://bdtutorial24.com/

এই সাইট নিয়ে ব্যস্ত ছিলেন, তার উপর পরীক্ষা ! এত কষ্টের মাঝে ও আপনি আপনার টিউন গুলো করে যাচ্ছেন তার জন্য কিভাবে ধন্যবাদ দিলে সর্বোচ্চ ধন্যবাদ হবে তা নিয়ে আমি যেমন আজ চিন্তিত তেমন আমাদের টেকটিউন্স জাতিও চিন্তিত, এ চিন্তার আশু সমাধান চাই।

(অফটপিকঃ আপনার টিউনে আমাকে প্রশ্ন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে, আর যে প্রশ্ন করি না জেনেই করি, জানলে কি আর টেকটিউন্সে আসি? )

    ৩। ভিজুয়্যাল বেসিক = জানি না এটা কি ৩ পর্বের মধ্যেই সমাপ্ত হয়ে গেল নাকি ।

    এই ফোরামে প্রোগ্রামিং শেখার লোক অনেক কম। একজন লেখক অবশ্যই ভিউয়ার ও কমেন্ট আশাকরে।
    ভিউয়ার কম হলে লেখক লিখবে কেমন করে।
    স্বাধীন
    ভাই আপনি টিউন করে অনেক সাড়া পেয়েছেন, প্রোগ্রামিং নিয়ে টিউন করে দেখুন, কি করুন অবস্থা।
    আমিতো চাই প্রোগ্রামিং এর টিউন হোক কিন্ত আমার একার জন্য টিউনার কখনই লিখবে না,
    ভাই মাজ পথে আটকে আছি অনেক প্রোগ্রামিং পর্বেই।
    তারা চেস্টা করেছিল সেটাই অনেক বড় কিছু তাদের আমি ধন্যবাদ জানাই, কিছুটা হলেও ধারনা তো পেয়েছি।

    ঠিক বলছেন, প্রোগ্রামিং টিউনে সাড়া কম মিলে ।
    আমি এখন নেট ঘাইটা সি প্রোগ্রামের বিভিন্ন টিউটরিয়াল শিখতেছি। পরে দেখলাম অসম্পূর্ণ। এরপর নিটন ভাই এর বই কিনলাম, দেখি সি তো একটা বিশাল বিষয়। আমি যদি সি শিখে নিজে টিউন করা শুরু করি ১০০ পর্বের মধ্যে সমাপ্ত করতে পারব কিনা সন্দেহ !
    তখন চিন্তা হয় , আসলে সি প্রোগামের উপর পূর্ণাজ্ঞ টিউটরিয়াল কখন কি সম্ভব না ? এবং বোঝা যায়, আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আর একজন মানুষের সে সময় হয়ে উঠবে কি না সন্দেহ ।

    স্বাধীন ভাই আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ । আমি আপনাকে ফেসবুক এ কথা টা ও ভাবে বলতে চাই নি ! আপনি যদি আমার কথায় কস্ট পেয়ে থাকেন এই জন্য আমি ক্ষমা চাচ্ছি ।
    যাই হোক আপনি যেহেতু কথা তুলেন আমি এবার বলি , ভিজুয়্যাল বেসিক নিয়ে আমি ১৫ পর্বের টিউন শুরু করেছি কিন্তু মাঝপথে এসে থেমে যাওয়ার কারন এই কমেন্টা

    আকাশছোঁয়া says:
    ২৩ মে, ২০১০ at 7:34 অপরাহ্ন
    ভিজুয়্যাল বেসিক আমার প্রিয় একটি ল্যাগুয়েজ কিন্তু এটি এখন অফিসিয়ালি মৃত। মাইক্রসফটে নজর এখন .Net এর উপর তাই আমি মনে করি ভিজুয়্যাল বেসিকে সময় নষ্ট করা উচিৎ হবে না। যদিও আমি নিজেই ভিজুয়্যাল বেসিকে ময়া এখনও ছারতে পারিনি ।
    আকাশছোঁয়া says:
    ২৩ মে, ২০১০ at 10:54 অপরাহ্ন
    নবীনদের উচিৎ সরাসরি VB.Net বা C#.Net দিয়ে শুরু করা তা না হলে VB6 ছারতে মন চাইবে না। আরেক টা কথা .Net কিন্তু Object oriented সাপোর্ট করে। নবীনরা VB.Net বা C#.Net দ্রুত শিখতে পরবেন VB6 এর চাইতে।

    এখন বলুন আমি কি করে অফিসিয়ালি মৃত একটা বিষয় নিয়ে বাকি টিউটোরিয়াল লিখি । আমরা যারা টেকটিউনস এ টিউন করি তারা টেকটিউনস কে ভালবাসি বলে বা বাংলা ব্লগিং কে ভালবাসি বলে টিউন করি। আপনি যখন বললেন যে জানি না এটা কি ৩ পর্বের মধ্যেই সমাপ্ত হয়ে গেল নাকি । আমি এবার ভিজুয়্যাল বেসিকের বাকি ১২ টা পর্ব শেষ করে ছাড়বো , এতে আমি পাঠক পাই আর না পাই । সকল প্রকার ইবুক (পার্ট ১) এ টার কথা বাদ এ দিলাম । এটা নিয়ে টিউন যখন তখন করা যায় । আপনি বললেন আমার টিউনে আপনাকে প্রশ্ন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে , শুধু আমার টিউন এ না আপনি টেকটিউনস এর সকল টিউন এ প্রশ্ন করার পূর্ণ স্বাধীনতা আপনার একজন পাঠক ও একজন টিউনার হিসাবে আছে , এটা বলার কিছু নেই ।
    ব্লগার টিউটোরিয়াল এটা আমার শতভাগ ভাবে শেষ করি নি ওটা থাকেবে , যখন ব্লগার এর কোন ভাল বিষয় পাব , তখনেই আমি এটা নিয়ে টিউন করবো । এটা অবিরাম চলবে…………

    আর চেস্টায় সাইদ ভাই এর সাথে আমি সম্পুর্ন এক মত

    দূর মিয়া, কষ্ট পামু? কাজ নাই !
    এখন কিছু বললেও এখন আর কষ্ট পাই না। মনে হয় যেন কিছুই হয় নি।
    কষ্ট না পাওয়ার এর জন্য একটা কমেন্ট অনেক প্রভাব ফেলেছে (ওনার ঐ কমেন্টের প্রথম অংশটুকু, টেকটিউন্সকে ফ্যামিলির অংশটুকু নয়)। সেই “টেকনো ডাকিয়াকে” আমি আজও খুঁজি।

    অনেক ভাল লাগলো

    ভাই অন্যের কটু কথায় কান দিতে নাই। আর যারা vb6 ভাল ভাবে জানবে তাদের .net শিখতে কোন সমস্যা হবেনা বরং আরো সুবিধা হবে। কারন অনেক কিছুই .net এ শর্টকাট করে ফেলেছে। তাই আগেরটা না জানলে সমস্যা আছে।

Level 0

ভাল লেগেছে, ধন্যবাদ।

দারুন সূচনা । নিয়মীত চালিয়ে যাবেন আশা করছি । ধন্যবাদ ।

Level 0

pls 3d studio max 2011 die start korun. r eta obosshoi shesh korben. ordhek tune kore bolbennaje ami besto. pls pls pls.apnar tuneser ashay techtunesy boshe achi chatok pakhir moto.

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

fine

Level 0

max software ta ki vai akto link kore dea jai tahole valo hoto