এবার নিজেই তৈরি করুন Cursor!

সকল টিউনার, ননটিউনার এবং পাঠক-পাঠিকাকে আমার সালাম, আসসালামুয়ালাইকুম।(আশা করি ভাল আছেন এইসব হাবিজাবি লেখার কোনোই দরকার নাই কারণ TT তে আসলে সবার মন এমনিতেই ভাল হয়ে যায়! :-P)

যাই হোক বহু দিন পর আজকে একটু Free হলাম। তাই Tune করতে বসে গেলাম।(আসলে ঘটনা কি, Cadet Exam এ অংশগ্রহন করেছিলাম, Positive Result পাওয়ার পরই শান্তি! :-o)

যাই হোক আসল কথায় আসি। আজকের টিউনে আপনাদের শিখাব কিভাবে Cursor বানাতে হয়। Please Follow the steps bellow:

  • প্রথমেই এই সাইটে গিয়ে Download করুন RW Cursor Editor.[আমি আপনাদের suggest করব Portable version Download করতে কারণ এতে OS Setup দেয়ার পর হারিয়ে যাওয়ার ভয় নেই!]
  • Download RW Cursor Editor
  • Software টি Open করুন।
  • Open RW Cursor EditorOpen RW Cursor Editor
  • New Mouse Cursor এ Click করুন। এরকম কিছু দেখতে পাবেন।
  • প্রাথমিক ভাবে আমরা একটা নরমাল মাউস কার্সর বানাব। সেজন্য Make Arrow Shape এ ক্লিক করুন।[ছবিতে দেখান।]Make Arrow Shape এ ক্লিক করুন
  • আপনার পছন্দ মত style select করুন। Ok করুন।আপনার পছন্দ মত style select করুন
  • test area তে দেখতে পাবেন আপনার cursor টি দেখতে কেমন হবে।চলেন একটু অন্য Effect দেই...
  • Duplicate Frame এ ক্লিক করুন।duplicate frame
  • আবার Make Arrow Shape এ ক্লিক করুন। Colour একটু গাড় করে দিন।
  • এভাবে গাড় করতে করতে সবচেয়ে গাড় করুন। [অবশ্যি প্রত্যেকবার Duplicate Frame এ ক্লিক করতে হবে! 😀 ] আমি এরকম ফলাফল পেলামঃ
  • এবার Author এ আপনার নাম দিন। (Copyright এর জন্য)
  • এবার File > Save এ ক্লিক করে Save করুন।

আশা করি cursor install করতে জানেন। আর না জানলে পরবর্তি টিউন এ জানিয়ে দেব।

ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। দয়া করে কেউ এই টিউনটি পুরপুরি কপি করে নিজ নামে চালিয়ে দেবেন না...

চলুন সকলে মিলে Copy-Paste মুক্ত TechTunes গড়ে তুলি।

সেই প্রত্যাশায়, আমি

Level 0

আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস