Photoshop এর ৪টি আসাধারন প্লাগ-ইন(এবার আপনিও হয়ে যান প্রফেশনাল)!!!By Tanvir VX

আশা করি ভাল আছেন সবাই। অনেক দিন পর টিউন করা, আশা করি ভাল কিছু দিতে পারব।

Adobe Photoshop এর সাথে আমরা সকলেই পরিচিত।

আমরা সকলেই Photoshop ব্যবহার করি, কিন্তু আমরা সকলে প্রফেশনাল না বা Photoshop এর সম্পূর্ণ কাজ জানি না।

Photoshop না জেনেই আমার প্লাগ-ইন ব্যবহার করে প্রফেশনালদের মত ছবিকে ফুটিয়ে তুলতে পারি। আর এ প্লাগ-ইন ব্যবহার খুবই সহজ।

আজ আমি টিটির টিউনারগন এবং পাঠকদের জন্য Photoshop এর কিছু অসাধারন ও মূল্যবান প্লাগ-ইন্স উপহার দেব।

এই প্লাগ-ইন্স দ্বারা আপনি আপনার ছবি কে আর সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন প্রফেশনালদের মত, এই প্লাগ-ইন্স গুলো Kodak এর।

KODAK DIGITAL GEM Airbrush Professional Plug-In (By Tanvir VX)

এই প্লাগ-ইন দ্বারা সহজেই নিখুতভাবে ছবিতে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। প্লাগ-ইন টি সয়ংক্রিয়ভাবে ছবিকে পরিস্কার করে। এটি Kodak এর সব চেয়ে শক্তিশালী প্লাগ-ইন।

ছবিকে Smooth করার জন্য এই প্লাগ-ইনটি খুবই প্রয়োজন। এই প্লাগ-ইনটি ১৬ বিট এবং ৮ বিট কালার সাপোর্ট করে।

এতে রয়েছেঃ

১. ফ্লাটবেড স্ক্যানারস

২. ফ্লিম ক্যানারস

৩. ডিজিটাল ক্যানারস

৪. অন-লাইন ফটোফিনিশারস

এই প্লাগ-ইনটিঃ

১. সয়ংক্রিয়ভাবে ছবিকে Smooth করে

২. ছবির ফেস কে কোমল করে

৩. সয়ংক্রিয়ভাবে মেকওভার করে

কিছু Example:

আমার করা Example:

প্লাগ-ইন টির মুল্য $99.95

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কিন্তু আপনাদের জন্য আমি এটির ক্রেক সহ ফ্রীতে আপলোড করেছি।

সাথে Action ফাইলও দিয়েছি (এডভান্সদের জন্য)

ইন্সটল করতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি নোটও দিয়েছি।

ডাউনলোড করার জন্য Download বাটনে কিক করুন।

KODAK DIGITAL GEM Plug-In (By Tanvir VX)

এই প্লাগ-ইন দ্বারা সহজেই ছবিতে Noise দূর করা এবং Clarity বৃদ্ধি করা যায়। প্লাগ-ইন টি সয়ংক্রিয়ভাবে ছবিকে পরিস্কার করে। এটিও Kodak এর একটি প্লাগ-ইন।

এই প্লাগ-ইন টা সাধারনত Noise দূর করার জন্য বেশী প্রয়োজন। এই প্লাগ-ইন টি ১৬ বিট এবং ৮ বিট কালার সাপোর্ট করে।

এই প্লাগ-ইন টিঃ

১. Noise দূর করে।

২. Grain বৃদ্ধি করে।

৩. ছবিতে Clarity আনে।

৪. Radius & Blending নিয়ন্ত্রন করা যায়।

মনে রাখবেন এই প্লাগ-ইন টি শুধুমাত্র 512x512 এর বেশী সাইজের ছবিতে প্রয়োগ করা যাবে।

512x512 এর কম হলে ছবি সাপোর্ট করবে না।

কিছু Example:

আমার করা Example:

প্লাগ-ইন টির মুল্য $99.95

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কিন্তু আপনাদের জন্য আমি এটির ক্রেক সহ ফ্রীতে আপলোড করেছি।

সাথে Action ফাইলও দিয়েছি (এডভান্সদের জন্য)

ইন্সটল করতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি নোটও দিয়েছি।

ডাউনলোড করার জন্য Download বাটনে কিক করুন।

KODAK DIGITAL ROC Plug-In (By Tanvir VX)

এই প্লাগ-ইন দ্বারা সহজেই ছবিতে সঠিক Colour Balance ও Contrast/Brightness আনা যায়। প্লাগ-ইন টি সয়ংক্রিয়ভাবে ছবিকে পরিস্কার করে। এটিও Kodak এর একটি প্লাগ-ইন।

এই প্লাগ-ইন টি ছবির Colour Balance নিয়ন্ত্রন এর জন্য খুবই প্রয়োজন।এই প্লাগ-ইন টিও ১৬ বিট এবং ৮ বিট কালার সাপোর্ট করে।

এতে রয়েছেঃ

১. ছবিকে Correct ও Restore করে

২. ছবির Colour Balance কে ফুটিয়ে তোলে

৩. Contrast ও Brightness নিয়ন্ত্রন করে

৪. ছবিতে থাকা Black ও White নিয়ন্ত্রন করে

কিছু Example:

আমার করা Example:

প্লাগ-ইন টির মুল্য $99.95

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কিন্তু আপনাদের জন্য আমি এটির ক্রেক সহ ফ্রীতে আপলোড করেছি।

সাথে Action ফাইলও দিয়েছি (এডভান্সদের জন্য)

ইন্সটল করতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি নোটও দিয়েছি।

ডাউনলোড করার জন্য Download বাটনে কিক করুন।

KODAK DIGITAL SHO Plug-In (By Tanvir VX)

এই প্লাগ-ইন দ্বারা সহজেই ছবিতে অপ্রয়োজনীয় Shadow দূর করা এবং Highlight আনা যায়। প্লাগ-ইন টি সয়ংক্রিয়ভাবে ছবিকে পরিস্কার করে। এটিও Kodak এর একটি প্লাগ-ইন।

এই প্লাগ-ইন টি আলোহীন ছবি আলোকিত করার জন্য খুবই প্রয়োজন।এই প্লাগ-ইন টিও ১৬ বিট এবং ৮ বিট কালার সাপোর্ট করে।

এর মাধ্যমেঃ

১. ছবির Hidden Details Reveal করে

২. ছবির অপ্রয়োজনীয় Shadow দূর করে এবং ছবিকে ফুটিয়ে তোলে

৩. Contrast ও Brightness নিয়ন্ত্রন করে

৪. ছবিকে Highlight করে

৫. অন্ধকার ছবিকে আলোকিত করে

কিছু Example

আমার করা Example:

প্লাগ-ইন টির মুল্য $99.95

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কিন্তু আপনাদের জন্য আমি এটির ক্রেক সহ ফ্রীতে আপলোড করেছি।

সাথে Action ফাইলও দিয়েছি (এডভান্সদের জন্য)

ইন্সটল করতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি নোটও দিয়েছি।

ডাউনলোড করার জন্য Download বাটনে কিক করুন।

যদি কোণো সমস্যা হয় তাহলে আমাকে জানান আমি সংশোধনের চেষ্টা করব।

আশা করি আপনাদের কিছু দিতে পেরেছি।

পুরো টিউনটি সময় নিয়ে পরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার পেজে যুক্ত হোনঃ

Tanvir VX

ফেসবুকে আমিঃ

Facebook.com/TanvirHasanTanv

কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন।

ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Level 0

আমি Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 361 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Knock Mee @ Mobile: +01674182615 Facebook Id: facebook.com/TanvirXavier Email Id: [email protected] Skype Id: tanvir.vx Yahoo Id: tanvir_vx


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই কাজের টিউন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সামনে আরোও জটিলসসস টিউন করবেন।

    Level 0

    দেখার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ…

ভাল লাগবেনা মানে….খুবই সুন্দর টিউন। আরো অনেক অনেক জটিলস্ টিউন আশা করি।

    Level 0

    অনেক অনেক ধন্যবাদ।
    আর জটিল টিউন শেয়ার করার চেষ্টা করব।

কঠিন,তরল, অসাধারন

Level New

Good, Gooder, Goodest !

এক্কেবারে ফাটাফাটি হইছে।ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ আপনাকে…

ফটেশপ সিএস ৫ এ চলবে নাকি ভাই?

Level 0

হ্যাঁ চলবে আমি একটা লিঙ্ক দিতেছি
ওইটা দিয়া অল kodak plugin eksathey AIO ফরম্যাট এ আছে ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম
এইটা একটা টরেন্ট ফাইল

ডাউনলোড করুন :

http://www.mediafire.com/download.php?kgst834oqlm3tkx

    Level 0

    আমার সাহায্যের জন্যে ধন্যবাদ আপনাকে…

Level 2

Window7 কি কাজ করবে?

    Level 0

    হ্যা করবে।
    আমি Windows 7 চালাই…

Level 0

এ রকম একটি টিউন আমি খুজছিলাম। আজ পেয়ে গেলাম আপনাকে আনেক অনেক ধন্যবাদ। আশাকরি আবারও কোন প্রয়োজনিয় টিউন আমাদের উপহার দেবেন।

    Level 0

    হ্যা চেষ্টা করব।
    এবং পরার জন্য ধন্যবাদ…

Windows 7 এ ক্রাক করতে প্রব্লেম হচ্ছে। টিউনেরর মান পুরাই 99.99$ ভাই! মাথাই আউলায়ে দিলেন। 😀

    বার বার Unregistered দেখাচ্ছে। ক্রাক পেস্ট করার পরও সমস্যার সমাধান পেলুম না। জরুরী ভিত্তিতে হেল্পান ভাই। অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    ভাই আমার মনে হয় আপনি ঠিক মত ক্রেক করতে পারছেন না।
    ভাল করে চেষ্টা করেন।
    আমি অনেক বার চেক করেছি ক্রেক ঠিক আছে।

    Win 7 এ আপনি কীভাবে ক্রাক ব্যবহার করলেন সে নিয়ে দয়াকরে পোস্টে লিখুন। বহু চেষ্ঠা করেও ক্রাক করতে পারলাম না। ক্রাক কপি করার পরও Unregistered দেখাচ্ছে।

    Level 0

    শোনেন,
    Crack পেষ্ট করার পর Photoshop-এ গিয়ে Plug-in টি ওপেন করুন এবং Buy এ ক্লিক করুন।
    Then Serial-এ দিন (tanvirvx)

    Level 0

    আরে ভাই ক্র্যাক করতে হলে প্রথমে আপনি যে লোকেশান এ সফটওয়্যার টা ইন্সটল করেছেন আপনার সেই প্রোগ্রাম ফাইল ডিরেক্টরীতে জান

    c:\\program files\

    তারপর ক্র্যাক ফাইল গুলো paste করুন

    হয়ে গেল তারপর আনপি ফটোশপ রুন করুন তারপর plugin থেকে kodak তারপর এক এক করে select করে buy এ click করুন তারপর যে কোন নাম type করুন .ব্যাস ok

    Level 0

    sohagpnk ভাই সাহায্যের জন্যে ধন্যবাদ…।

ধারুন জিনিস শেয়ার করলেন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    Level 0

    ধন্যবাদ আপনাকে…।

Level 0

টিউনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ…।

খুব ভাল এবং কাজের জিনিস।
Tanvir VX ভাই এর কাছে একটা অনুরোধ রইল, সব ফাইল গুলো মিডিয়াফায়ার এ আপলোড করে শেয়ার লিংক দেয়ার জন্য।
আরও নতুন টিউন এর অপেক্ষায় রইলাম।

    Level 0

    Mirrorcreator-এ মিডিয়াফায়ার এর লিংক কাজ করে।
    ধন্যবাদ আপনাকে…।

awesome

প্রিয়তে রাখলাম।

Thanks……………Via…

    Level 0

    আপ্নাকেও ধন্যবাদ…

তানভির ভাই: এত সুন্দর জিনিষ নিয়া আপনি এতদিন ছিলেন কোথায়? জটিল জিনিষ উপহার দিলেন । আপনাকে (Pure IT-জীবানু মুক্ত) ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ…।

Level 2

ক্রাক করার পর বার বার Unregistered দেখাচ্ছে।

Level 0

darun kaj debe vaia……….tnkz 4 uploadin airokom darun jinisher jonno 🙂 🙂

Level 0

vai toh link toh kaj kore na…………..msg dekai shudu………. {Such file does not exist or it has

been removed for infringement of copyrights}

ভালো টিউন মজা লাগল

Level 0

last 2ta plugin download korte parlam na…..file removed

প্রত্যেক বার open করার সময় unregister দেখাচ্ছে

can not download 🙁 @ tanvir vai.plz help 🙂