গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ ফ্রী [পর্ব-৩২] :: clone stamp tool

গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ ফ্রী

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন।  আমিও বেশ ভালো আছি।  বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে তাদের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ নিলাম।  আজকের যুগে কম্পিউটার এবং ইন্টারনেট থাকলেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন।  কিন্তু তার জন্য দরকার কোন একটি বিষয়ে অভিজ্ঞ হওয়া।

গ্রাফিক ডিজাইন অনলাইন এবং অফলাইনে দুই ক্ষেত্রেই অনেক দাম।  আপনি ভাল ডিজাইন জানলে বাংলাদেশের বড় বড় কম্পানি গুলোতে মাসিক বেতনভুক্ত চাকরি করতে পারবেন অথবা, অনলাইনে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।  আমি এখানে বলব না যে অনলাইনে কত টাকা প্রতি মাসে ইনকাম করা যায়।

কারন আপনি যেমন ভাল কাজ পারবেন অথবা যত সময় ধরে কাজ করবেন তার উপর নির্ভর করে আপনার ইনকাম হবে।  আমার এই মেগা সিরিজে সবাই যদি ১ম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে আমি কথা দিতে পারি প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা ইনকাম করানোর দায়িত্ব আমার।  তবে সময় দিতে হবে।  কাজ করতে হবে।  অনলাইন থেকে আপনাকে বায়ার এমনি এমনি টাকা দিবে না।  কাজের বিনিময়ে আপনাকে বায়ার টাকা দিবে।  তাই ভাল করে গ্রাফিক ডিজাইন শিখলে কাজের অভাব হবে না।

আমি শুধু গ্রাফিক ডিজাইন শিখাব না।  কিভাবে আপনি অনলাইনে কাজ করবেন।  কিভাবে অনলাইনে কাজ পাবেন।  সব কিছু আমি আপনাদেরকে শেখাব।  তাই চিন্তার কোন কারন নেই।  আপনার কাছে যদি Adobe photoshop, Illustrator, Indesign, Flash এর cs6 ভার্সন না থাকে তাহলে এখানে ক্লিক করুন

ধারাবাহিক ভাবে প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে দিব।  তাই আশাকরি সাথেই থাকবেন।

আমাদের কোর্সে যা যা থাকছে।  

  • Adobe Photoshop cs6
  • Adobe Illustrator cs6
  • Adobe Indesign cs6
  • Adobe Flash cs6

যে সকল অনলাইন মার্কেটপ্লেসে আপনাকে কাজ শেখানো হবে।

গ্রাফিক ডিজাইন ফ্রী অনলাইন কোর্সে আজকে আপনার জন্য যা থাকছে।

পর্ব - ৩২ ... clone stamp tool

আপনাদের সুবিধার্থে আমি ভিডিও আকারে প্রকাশ করছি।  ভিডিও দেখতে নিচে ক্লিক করুন

কারও কোথায় বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে পারেন।

আপনার ডিজাইনের দক্ষতা বাড়ানোর জন্য নিচের ফেসবুক গ্রুপে এক্ষনি জইন করুন। এবং আপনার সমস্যা নিয়ে টিউন করুন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের জন্য।

সৌজন্যে ঃ Mamunur Rashid

Our Facebook Page

Level 1

আমি মামুনুর রশিদ। Founder & CEO, eLearn Bangladesh, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

গ্রাফিক্স ডিজাইনার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ

ভাই খুবই ভালো লাগলো আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলাম + আপনার এ পর্যন্ত সকল ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করলাম যদিও আমি Adobe Photoshop cc এডভান্স ইউজার। তবুও শেখার তো আর শেষ নাই, তবে সবচেয়ে বেশি আশা করছি Adobe Illustrator cs6 টিউটোরিয়ালের আশায় রইলাম 🙂

আর হ্যা অবশ্যই আপাতত Adobe Photoshop cs6 এর পরের টিউটোরিয়ালের আশা করছি এবং দোয়া করছি যেন সফলভাবে সকল টিউটোরিয়াল গুলো আমাদেরকে উপহার দিতে পারেন 🙂