ডিজাইন থিওরি [পর্ব-১] :: গ্রাফিক্স ডিজাইন কি?

প্রথমেই বলে নেই, আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না। যতটুকু শিখেছি সখের বশে এবং নিজের আগ্রহ থেকে। আমাদের দেশের প্রেক্ষাপটে কোচিং সেন্টার টাইপের ইনিস্টিটিউট থেকে আসলে কতটা গ্রাফিক্সের কাজ শিখা যায় তা প্রশ্নের ব্যাপার। আমি শিখতে গিয়ে আসলে সে ধরনের মেন্টর পাইনি। পরবর্তীতে বিভিন্ন আর্টিকেল এবং ইউটিউব ভিডিও ঘেটে কিছুটা হলেও শিখেছি। উল্লেখ, এসব ক্ষেত্রে বেশীর ভাগ টিওটোরিয়াল ছিল ইংরেজী ভাষায় প্রথম অবস্থায় যা আমার কাছে সহজবোধ্য ছিল না। তাই চিন্তা করলাম গ্রাফিক্স নিয়ে সিরিজ টিওটোরিয়াল তৈরি করার। আমার এই প্রচেষ্টা যদি কিছুটা হলেও আপনাদের কাজে লাগে তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে।

নিম্নের ভিডিওটিতে লেখনিটির ভিজুয়াল রিপ্রেজেন্টেসন দেয়া হয়েছে। আপনি ভিজুয়াল লার্নার হয়ে থাকলে সরাসরি ভিডিওটি প্লে করতে পারেন অথবা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

সুতরাং বলা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে আপনার আগ্রোহ রয়েছে। অনেকেই আমাকে এ প্রশ্নটি জিজ্ঞাসা করেন গ্রাফিক্স ডিজাইন কি বা কীভাবে আমি গ্রাফিক্স ডিজাইন শুরু করব। Well, আমি নিজেও এ প্রশ্নটি কে একটু কঠিনভাবে দেখি কেননা পর্যাপ্ত ব্যাখ্যা বেতিরিকে এক কথায় সাধারনভাবে এ প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব নয়।

So, গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন কে যদি আমরা ভাঙ্গি তাহলে দুটি অংশ দাড়ায় আমাদের সামনে।

১) গ্রাফিক্স

২) ডিজাইন

গ্রাফিক্স হল দৃশমান বিষয়বস্তু যেটি আর্ট, কল্পনা এবং অভিবেক্তি বা প্রকাশ দ্বারা গঠিত হয়। উধাহরন সরূপ বলা যায়, অঙ্কন, রং করা, খদাই করা নকশা বা লেখনি ইত্যাদি গ্রাফিক্সের অন্তর্ভুক্ত। যখন কোন কাল্পনিক আর্টকে আমরা একটি পৃষ্ঠে বা surface এ বিভিন্ন line, shape, texture, Space, form & typography মাধমে প্রকাশ করব তখন প্রকাশিত শিল্পটিকে আমরা গ্রাফিক্স বলব।

এবার আশা যাক ডিজাইন এর কথায়।

ডিজাইন হল কোন কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী এবং চেহারা বা look ঠিক করা। সুতরাং, ডিজাইন হল সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতার সমন্বয়। গ্রাফিক্স ডিজাইনে কিছু rules রয়েছে যেগুলো মেনে চলতে হয়। এয় rules গুলকে বলা হয় principle of design. এই ডিজাইন Principle গুল একে অন্যের সাথে অতপ্রত ভাবে জড়িত। আমরা যে সকল সুন্দর গ্রাফিক্স সম্পর্কিত কাজ দেখি সেগুল সব ই ডিজাইন Principle অনুসরন করে করা হয়েছে। অর্থাৎ এই ডিজাইন Principle বা Rules গুলো মেনে আমরা যখন কন গ্রাফিক্স তৈরি করি তখন তাকে আমরা গ্রাফিক্স ডিজাইন বলব।

ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ principle বা নীতি গুলো হল,

১) Contrast

২) Hierarchy

৩) Alignment

৪) Balance

৫) Proximity

৬) Repetition

৭) Simplicity

8) ও Function

যখন আমরা Visual Elements ও Design Principle একত্রিত করব আমরা তখন গ্রাফিক্স ডিজাইন পাব।

গ্রাফিক্স ডিজাইন কোন অঙ্কন নয়, গ্রাফিক্স ডিজাইন রং করা ও নয়, কম্পিউটারে কোন টিউনার বা লোগো তৈরি করা ও গ্রাফিক্স ডিজাইন নয়। কোন জিনিসকে সুন্দর করা ও গ্রাফিক্স ডিজাইন এর অন্তর্ভুক্ত নয়। এগুলো হল আলাদা আলাদা স্কিল। গ্রাফিক্স ডিজাইন হল কোন সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মদ্ধদিয়ে কোন তথ্যকেসংগঠিত ও পরিবেশনা করা।

গ্রাফিক্স ডিজাইনে আমাদের প্রথমেই brief, information বা massage টি বুঝতে হবে তারপরে Research ও চিন্তার এর মাধমে idea generate করে একটি Solution দিতে হবে।

এবার দেখে নেব গ্রাফিক্স ডিজাইন শিকে আমরা কোথায় কোথায় চাকরি পেতে পারি,

Advertising

Branding

Web Design

Interface Design

Magazine Layout

Paper Engineering & Pakaging

TV/ Motion Graphics

Infographics

Art & Illustration

& Digital Art.

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। পরবর্তী টিউনে গ্রাফিক্স সংক্রান্ত আরো মজার মাজার টপিকস নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

টিউমেন্টস বক্সে আপনাদের আগ্রহের বিষয়গুলো জানাতে পারেন। চেষ্টা করব সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করতে।

আমার Youtube চ্যানেল।

Save

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অসাধারণ !! priciple গুলো নিয়ে বিস্তারিত টিউন করলে ভালো হতো।

    Level 2

    সেরকম ইচ্ছা রয়েছে। সবার আগ্রহ দেখলে আর অনুপ্রেরনা পেলে অবশ্যই করব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Very Nice…I m with u. Plz carry on……..

    Level 2

    Thanks. I ll make the next one very soon.