গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৭] :: ফটোশপে কিভাবে Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি করবেন ? 99 Design অথবা অন্যান্য মার্কেটপ্লেসের Win হওয়া Business Card এর ফাইল কিভাবে সাজাবেন? চলুন দেখে আসি

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই ?  আশা করছি সবাই ভাল আছেন

আজকে আমি খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো। গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষ হওয়ার পর অথবা কোর্স চলাকালীন আমরা প্রথমেই যেইটার মাধ্যেমে ইনকাম করা  শুরু করি সেইটা হল বিজনেস কার্ড কারন এটা ডিজাইন করা কম সময় এবং সহজ।

কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই ফাইল Ready করতে হয়। অনেকে তো ডিজাইন করে তার ক্লায়েন্ট অথবা বিভন্ন ডিজাইন কনটেস্ট মার্কেটপ্লেসের জন্য। কিন্তু যখন তার ক্লায়েন্ট কে অথবা Win হওয়া ডিজাইন টি ক্লায়েন্ট কে দিতে যায় তখন যত ঝামেলা একে কল দেই অমক তমক ভাই কিভাবে ফাইল তৈরি করে ক্লায়েন্ট কে handover করতে হয় এছাড়া পড়তে হয় নানা ঝামেলাই। তাই আমি আজকের টিউটোরিয়েলে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিভাবে ফাইল Ready করবেন।

উপরের প্রথম ছবিতে যেই কার্ডটি আছে এটি Rounded Shape এ আছে আর ২য় টি Corner Shape অনেকে সমস্যাতে পড়ে যান যে কিভাবে Rounded বিজনেস কার্ড এর ফাইল তৈরি করে দিবেন কিভাবে Rounded হবে। সব কিছু তো লিখে বুঝানো সম্ভবনা টিউটোরিয়ালে বিস্তারিত বুঝিয়ে দেওয়া আছে আশা করছি আপনারা বুঝবেন তারপর ও যদি কারো কোথাও সমস্যা থাকে টিউনের নিচে অবশ্যই টিউমেন্ট করবেন।

সকলেই ভাল থাকবেন

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor kger video

Level 0

Sound is very low.