রঙ তত্ত্ব Color Theory

প্রকাশিত
জোসস করেছেন

আমরা কত কালার দেখি কিন্তু কখনো কি ভাবছেন কালো বা সাদা কালার বলতে কোন কালার নাই তাই আজ কালার সম্পর্কে জানবো।

রঙ তত্ত্ব (Color Theory)

প্রথমে কালার কে চেনার জন্য সমস্ত কালার কে ৩ ভাগে ভাগ করতে পারিঃ-

1. রং বিন্যাস (Color Wheel)
2. রং মান (Color Values)
3. রং স্কিম (Color Schemes)

1. রং বিন্যাস (Color Wheel)
রং এর চাকা একটি ধাঁধা মত একসঙ্গে ফিট - একটি নির্দিষ্ট জায়গায় প্রতিটি রং থাকে। রং এর চাকার সঙ্গে পরিচিত হচ্ছে না শুধুমাত্র যখন পেইন্টিং রং মিশ্রিত করতে সাহায্য করে, কিন্তু আপনার সমস্ত শিল্প সৃষ্টির রং যোগ করা।

1. Primary Color
2. Secondary Color
3. Tertiary Color

1. প্রাথমিক রং (Primary Color)
প্রাথমিক রং অন্যান্য উপাদান থেকে মিশ্রিত করা হয় না এবং তারা অন্যান্য সমস্ত রং উৎপন্ন করে।

1. Red
2. Yellow
3. Blue

তিনটি কালার হচ্ছে যত কালার আছে তার মধ্যে মৌলিক কালার। সব কালার এই তিনটা কালার থেকেই উৎপন্ন হয়

2. মাধ্যমিক রং (Secondary Color)
দুটি প্রাথমিক রং মিশ্রন করে, একটি দ্বিতীয় রঙ তৈরি করা হয়। তা হচ্ছে মাধ্যমিক রং

Red + yellow = orange
Yellow + blue = green
Blue + red = Purple

3. তৃণমূল রং (Tertiary Color)
অন্তর্বর্তীকালীন, অথবা তৃতীয়টি, একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক মিশ্রণ দ্বারা রং তৈরি করা হয়। তা হচ্ছে তৃণমূল রং

Red + Orange = Vermilion
Orange + Yellow = Amber
Yellow + Green = Chartreuse
Green + Blue = Cyan
Blue + Purple = Violet
Purple + Red = Magenta

আর এই হলো রং বিন্যাস (Color Wheel)

পরবর্তীতে বাকি টা নিয়ে আলোচনা করবো
2. রং মান (Color Values)
3. রং স্কিম (Color Schemes)

Level 0

আমি রেজাউল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস