টোটাল গ্রাফিক্স ডিজাইন (পর্ব – ১)

Topics: Introduction, File Management, Layer

যারা Photoshop শুধু নাম জানেন এর ব্যাপারে আর কিছুই জানেন না তারা Photoshop CS-5  প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়লে আশা করি নিজেতো কাজ করতে পারবেনই সাথে অন্যকেও শিখাতে পারবেন। এখানে Photoshop এর Latest Version CS-5 এর উপর Tutorial গুলো লেখা হবে। কারণ এটা Photoshop এর সর্বশেষ Version আর এটা অন্য Version থেকে অনেক Easy আর অনেক বেশী সুবিধা সম্পন্ন।

Photoshop হচ্ছে Photo Editing দুনিয়ার রাজা। মোট কথা এর মাধ্যমে Photo Editing এর এমন কিছু নেই যে করা যায় না। এর সুবিধা, দক্ষতা, কর্মের পরিসর বর্ণনা করতে গেলে হয়তো দিন পার হয়ে যাবে। তাই ঐ দিকে কথা না বাড়িয়ে আসুন Class শুরু করি।আর হ্যাঁ Tutorial গুলো পড়ার সাথে সাথে CS-5 দিয়ে Practically কাজ করলে আশা করি তাড়াতাড়ি শিখতে পারবেন।

Photoshop CS-5 এর চেইন টিউন করা নিয়ে অনেক Positive & Negative মন্তব্য পাওয়ার পর Positive এর সংখ্যা বেশি বিধায় চেইন টিউন করা শুরু করলাম।

Photoshop CS-5 version টা অন্যান্য version থেকে আলাদা। Photoshop CS-5 চালু করলে এমনটা দেখতে পারবেন –

File Management

যে কোন ছবি Editing করতে প্রথমে আমাদের File Management করতে হবে এজন্য File মেনু থেকে New তে ক্লিক করলে নীচের মতো একটি ডায়ালগ বক্স আসবে সেখানে কিছু Settings চাহিদা মতো ঠিক করে নিতে হবে। যেমনঃ

  1. আমরা যদি Picture টি Print করতে চাই তবে Inches নির্বাচন করবো আর যদি Picture টি Print করতে না চাই তবে Pixels নির্বাচন করবো।
  2. এরপর চাহিদা মতো Width & Height এর size নির্বাচন করবো।
  3. Resolution যত বেশী হবে ততো Picture Quality ততো High হবে। তাই এটা সেই অনুযায়ী দেওয়া ভালো।
  4. Color Mode এ যদি আমরা Normal Print করতে চাই তবে CMYK Color নির্বাচন করবো। আর আমরা যদি High Quality Print করতে চাই অথবা Web Site Design বা অন্য কোন Design করতে চাই তবে RGB Color নির্বাচন করবো। আর যদি এক Color নিয়ে কাজ করতে চাই তবে Gray scale নির্বাচন করবো।
  5. Background Contents এ যদি Background সাদা চাই তবে White এবং যদি রঙিন চাই তবে Background Color নির্বাচন করবো।
  6. এরপর OK দিলেই আপনার Custom অনুযায়ী Layout পেয়ে যাবেন।

Layer

Layer Photoshop এর অনেক গুরুত্তপূর্ণ জিনিস।

আমরা যখন একটি Picture আনব তখন Automatically একটি  Layer তৈরি হয়ে যাবে। আমি এখানে ২টি Picture এনেছি বুঝানোর করার সুবিধার্থে। ডান পাশে Layers Panel এ ২টি Layer একটি Car নামে অন্যটি Bike নামে।

*২টি Picture এর মধ্যে আমরা যেটি Move বা কোন Command দিতে চাই সেটি Select করে তারপর Move বা কোন Command দিতে হবে।

*যে Picture টি উপরে রাখব সেই Picture টির Layer এর উপর মাউস Pointer রাখলে যখন “হাত” এর মতো হবে তখন Pictureটি Drag করে প্রথমে নিয়ে যেতে হবে। যেই Picture টির Layer, Layers Panel এর প্রথমে থাকবে সেই Pictureটি Layout এ উপরে থাকবে।

* Layers Panel এ প্রতিটি Layer এর পূর্বে চোখ এর চিহ্ন আছে। এই চোখ এ ক্লিক করলে ঐ Layer এর Pictureটি Hide হয়ে যাবে।

*কোন Layer যদি Delete করতে হয় তবে Layers Panel এর নিচে Delete বাটনে ক্লিক করলে Layerটি Delete হয়ে যাবে।

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন  রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।

কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ভাল টিউন চালিয়ে যান। ধন্যবাদ।

বেশ ভালো হচ্ছে… নিয়মিত ভালিয়ে যান…

Level 0

good..ahed

আশা করি থামবেন না। পরবর্তী টিঊন এর অপেক্ষায় ।

Level 0

shundor chaliye jan vaia amar motho gadaer onk upokar hobe…tnkz vaia…

চালিয়ে যান। ভালো লাগছে। একটা অনুরোধ, স্ক্রিনশট দেওয়ার সময় ডেক্সটপ এর বাকি অংশের দরকার নাই। শুধু উইন্ডো এর স্ক্রিনশট দিতে অল্টার+প্রিন্ট কি চাপুন। অথবা সফটওয়্যার ব্যবহার করুন।

চেইন সিরিজে স্বাগতম

Level 0

THANKS

Thanks.

Plz tune chalie jaben….

Level 0

সুন্দর!

Level 0

সুন্দর…।।

Level 2

আরো ডিটেলস হলে ভাল হত

khob shondor tho okekdin thaka ei doranar tune kojcilam.thanx

Level 0

আপনার টিউন টা ফাটাফাটি! আমার খুব উপকার হবে। thanks!

Level 0

onak sundor

রাহাত ভাই আপনাকে সুন্দর টিউটোরিয়াল এর জন্য ধন্যবাদ। আমিও ছেস্টা করছি ফটোশপ এর একটা ব্লগ বানাতে।যেখানে আমরা বাংলাদেশিরা বিনামুল্যে শিখতে পারব।

কারো আগ্রহ থাকলে প্লিজ ভিসিট দিয়ে আমাকে উৎসাহ দেন…।

http://chobirdokan.co.cc

আর পারলে ফেইসবুকে একটা লাইক মারেন 😀