আসুন গ্রাফিক্স কার্ড কেনার সময় সাধারণ ভূলসমূহ জেনে নিই ও সতর্ক হই[পার্ট ১]::নিজে জানুন ও সবাইকে জানতে সাহায্য করুন

Hi!Wazzup!
কেমন আছেন সবাই?নিশ্চই খারাপ না!
এটা আমার তৃতীয় পোষ্ট।
যা হোক,
এই বছরে আমি তেমন কোন টপটিউনারের টিউন দেখছিনা,তারা টিউন করা ভুলে গিয়েছেন কি না এ বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান,সম্ভবত তারা সবাই একটু বেশিই ব্যাস্ত............:(
অনেক বকবক করলাম,এবার আসল কাজে আসি,কেমন?

Ready........1........2.......3........Start!
আমি আমার বন্ধুদের স্লো গ্রাফিক্স কার্ড(Ati Radeon HD 5450 1GB DDR3)কেনার অনেক ভৌতিক কাহিনী শুনেছি,যদিও কেনার সময় ফাস্ট মডেলের গ্রাফিক্স কার্ড মনে করে কিনছে মনে করে কিনেছে।.......:0
সাধারনত,অধিকাংশ লোকজন কিছু সাধারন ভুল করে গ্রাফিক্স কার্ড কেনার সময়।এখন কেও যদি আমাকে বলে যে সে একটা গ্রাফিক্স কার্ড কিনতে মনস্থির করেছে গেম খেলা বা গ্রাফিক্স এর কাজের জন্য,আমি তাকে কিছু কমন ভুল এভোয়েড করার পরামর্শ দিব।[অবশ্য আমিও একসময় অতটা গ্রাফিক্স কার্ড সম্পর্কে বুঝতাম না,তবে নেটের সাহায্যে আমি এগুলো জেনেছি।নিজে এসব বিবেচনা করে গ্রাফিক্স কার্ড ক্রয় করি ও আমার এলাকায় যারা গ্রাফিক্স কার্ড কিনবে অথচ এ বিষয়ে অজ্ঞ আমি তাদের বাজেট অনুযায়ী এসব বিবেচনা রেখে গ্রাফিক্স কার্ড সাজেস্ট করি]:

১.মেমরি কে প্রাধান্য দিয়ে গ্রাফিক্স কার্ড কেনা(A major mistake):

বেশিই ভাল,তাই নয় কি?
[অবশ্য এটা তাদের কমন এক্সকিউজ যারা তাদের এ বিষয়ে জান্তা বন্ধুদের সামনে নিজের পছন্দ যাচাই করতে চান।]
একটা উদাহরনঃ
আপনার সামনে রাখা হল Nvidia 8600GT 512MB8800GT 256 MB।আপনাকে যে কোন একটা নিতে বলা হল।আপনি কোন দ্বিধা না করে প্রথমটা নিতে চাবেন,কারন এটার মেমরি বেশি,তাহলে এটা ভাল হবার কথা!!
ওহ হো,আপনি ভুল করে ফেললেন!আপনি হয়ত বলবেন "মানে?"।
তবে বুঝে নিনঃ
গ্রাফিক্স কার্ডের মেমরিই এর পারফর্মেন্সের মূল ফ্যাক্টর নয়।গ্রাফিক্স কার্ডের আরো অনেক ফ্যাক্টর রয়েছে যেমন জিপিইউ চিপ,জিপিইউ ফ্রিকোয়েন্সি,কোর স্পিড,সেডার স্পিড,মেমরি টাইপ,মেমরি ব্যান্ডউইথ,মেমরি বাস উইডথ,মেমরি স্পিড,টেক্সেল রেট,পিক্সেল রেট,ডিরেক্ট এক্স ভার্সন প্রভৃতি।
মেমরি কম হলেও 8800GT,8600GTথেকে ভাল।কেন?
[ভাই একটু কষ্ট করে গুগলিং করে দেখুন।]
আপনারতো বেশি মেমরি লাগছে না যদি না আপনি খুব উচু রেসোল্যুশন এর গেম খেলেন(১৯২০X১০৮০) বাAA/AFফিল্টারিং না করেন।
আমি জানি আপনি ভাবছেন-
"এত পুরোনো দুটো গ্রাফিক্স কার্ড এর তুলনা করলেন কেন?আপনার কি মাথায় কোনো সমস্যা আছে?এগুলো কি কেও আর এখন কেনে?"
তাই তো!
আচ্ছা ,ঠিক আছে।তবে একটু উচু মানের গ্রাফিক্স কার্ড এর তুলনা দেখে নিন কেমন!
Comparison between Ati Radeon HD 6570 2GB & Ati Radeon HD 4870 1GB:

এখানে যান

২.হায়ার এন্ডের পুরোনো জেনারেশনের মডেলের গ্রাফিক্স কার্ড এর বদলে লো এন্ডের নতুন জেনারেশনের মডেলের গ্রাফিক্স কার্ড কেনাঃ

অনেকের ধারনা,
এটা নতুন এসেছে তাই এটা নিশ্চই দ্রুততর হবে।থামুন!
[যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য কিন্তু সর্বদা নয়।]
দোকানদারেরা মূলত নতুন গ্রাফিক্স কার্ড কে জায়গা দেবার জন্য পুরোতন গ্রাফিক্স কার্ড এর দাম কমান বেচে ফেলার জন্য।
একই সাথে আমরা যেটা জানি,"জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি"।
তাই আমরা নতুন ও কম ভাল গ্রাফিক্স কার্ড তুলনামূলক বেশি দামে কিনে ফেলি।
অথচ পুরোনো ও ভাল গ্রাফিক্স কার্ড কম দামে(কেন কম সেটা তো বললাম ই)কিনলে পয়সা যেমন বাচত,পারফর্মেন্সেও সন্তুষ্ট হওয়া যেত...........:D

এটিআই এর ক্ষেত্রেঃ

এখানে আমরা সচরাচর যে ভুল করি তা হল জেনারেশন নম্বর দেখে কিনি,যেমন আমরা মনে করি এটিআই এর4xxx মডেলের(4450,4650 etc.) গ্রাফিক্স কার্ড নিঃসন্দেহে এটিআই এর3xxxমডেলের(3870,3550 etc.) গ্রাফিক্স কার্ড থেকে ফাস্টার হবে।অখচ আপনি যদি একটাATI Radeon 3870এর গ্রাফিক্স কার্ড নিন,দেখবেন এটাATI Radeon 4650থেকে অনেক ফাস্টার।

প্রমাণ চান?


এখানে যান

আমি এখন বলব কিভাবে মডেল নম্বর কাজ করে,ATI Radeon 4850 কে উদাহরণ হিসেবে ব্যবহার করে।
4850:প্রথম নম্বরটা কার্ডের জেনারেশন বুঝায়।এটা যত বেশি হবে,বোঝা যাবে কার্ডটা ততটা নতুন মানে পুরোনো জেনারেশন থেকে এক ধাপ ইম্প্রুভড!
4850:দ্বিতীয় নম্বর টা কার্ডের রেন্জ নির্দেশ করে।এখানেও,"Higher is better".এভাবে হিসেব করা হয়ঃ
1-4:নিচু রেন্জ(এটা ইউস না করাই ভাল)
5-7:মাঝারি রেন্জ[নো প্রবলেম,ইউস করেন]
8-9:হাই রেন্জ[রিকমান্ডেড]
4850:এখানেও,"Higher is better".

এনভিডিয়া এর ক্ষেত্রেঃ

যদিও এটিআই এখন আর Suffix ইউস করে না,কিন্তু এনভিডিয়া করে।

যেভাবে হিসেব করবেনঃ

GS<GT<GTS<GTX.
কিন্তু কখনো কখনো এটাও সত্যি নয়।আবার কিছু পুরোনো GTS মডেল নতুন GT থেকে ভাল।কনফিউজিং,তাই না?
কেবল মাথায় রাখবেন যে অনেক উচু এন্ডের পুরোনো জেনারেশন নিচু এন্ডের নতুন জেনারেশন থেকে ভাল।
সবচেয়ে ভাল হয় আপনি যদি Google benchmarks
এ দাম কম্পেয়ার করেন।
----------------------------------------
পর্ব ২ শীঘ্রই আসছে,ততক্ষণ পর্যন্ত প্রযুক্তির সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আর চাইলে কমেন্ট ও করতে পারেন,এতে আমি উত্‍সাহিত হতে পারি।

Level 2

আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু ভালো পয়েন্ট ধরেছেন,বেশীরভাগ মানুষ ঐ ভুল্টাই করে মেমোরি দেখে গ্রাফিক্স কার্ড কেনে 😀 চালিয়ে যান

এই ধরনের একটা টিউনের আশায় ছিলাম। জদিও অন্যান্য হার্ডওয়্যার মোটামুটি চিনি কিন্তু গ্রাফিক্স কার্ড একদমই চিন্তামনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতীয় পর্বের আশায় রইলাম

কমেন্ট ক্লোসড ছিল,খেয়াল করিনি।আজকে নজরে আসায় খুলে দিলাম।

Level 0

আমিও ছ্যাঁক খেয়ে শিখেছি। আমি মেমোরি দেখে ASUS 200N SILENT DDR3 1GB graphics card কিনেছিলাম। ভেবেছিলাম 1 gb দারুন হবে। তারপর দেখি GTA IV, CRYSIS 2 এই বড় game গুলি নর্মাল রেজুলেইশন এ চলছে না। আমি শখ করে ২৬ ইঞ্চি l.c.d tv কিনেছিলাম এই গেম গুলি খেলার জন্য। তারপর ৮০০*৬০০ রেজুলেইশন করে খেলতে হচ্ছে তাও quality low করে। আমার tv যেখানে ১৩৬৬*৭৬৮ রেজুলেইশনের ।

এখনো ওই ভাবেই চালাচ্ছি।

    @n2roy:Hmmm……

    Level 2

    @n2roy: happy valentines day অনেক দিন পর দেখা হল তোমার সাথে। ভাল আছো….?

Level 0

Amar budget g.p.u er jonno 12/13k amr budget e 7770 best ….bt prob hlo ami ki gigabyte er ta nibo naki saphire r ta? suntesi BD r gygabyte er ta naki khub e low quality r? ami kno brand er fan boy na, r gigyabyte er tar che sphira r tar performance 1tu besi bt or jonno ami extra pay krte chassi na bt jdi asoleo quality differ kre then ami saphire e nibo …need sugg. (ami core i5 de new pc kinbo ) o r 1 ta kotha psu 500 wat 80+ sobche sosta konta? (sosta blte brand er ta bolechi t.t er gula 1tu besi dam mone hoy amar 🙁 )

আপনি আসুস বা এমএসআই এর নিতে পারেন,স্যাফায়ার অতটা ভাল না,গিগাবাইট তো মোটেও না। 😐

রায়ানস কম্পিউটারের ওয়েবসাইটে একবার ঘুরে আসুন(গ্রাফিক্স কার্ড অন্য কোন জায়গা থেকে কিনবেন)পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানতে।আর জিটিএক্স ৬৬০ এর ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই লাগবে ৪৫০ওয়াট,এমনিতে কেসিং এ কত আছে?

সরি হয়তো অতটা হেল্প করতে পারলাম না যতটা চেয়েছেন 🙁

good tune

Level 0

Ami joto tuku jani saphire r gigabyte ati 7770 BD te ane saphire ucc ane r onix/ nam ta mone nai ora gigabye ane …any way ami dekhbo asus/msi er card with warrenty ase ki na…. r ami pura pc e kinbo so psu casing sob kinte hbe

OK 😛

“সবচেয়ে ভাল হয় আপনি যদি Google benchmarks এ দাম কম্পেয়ার করেন “
“গুগলিং করুন”
ভাই হার্ডওয়্যার নিয়ে বিশ্বস্ত রিভিউ দেয় এমন কিছু সাইটের লিংক শেয়ার করবেন দয়া করে। অনভিজ্ঞতো তাই গুগলিং পারিনা আরো একটু সাহায্য করলে উপকৃত হবো। আর গুগল বেঞ্চ মার্ক এ কিভাবে দাম যাচাই করা যায়?

আর যেটা গুগলিং করতে বলেছি সেগুলো পুরোনো হার্ডওয়ার বলে আমার আগ্রহ নেই।তাই লিন্কটা দেইনি।প্লিজ কেও মাইন্ড করবেন না 😐

আমার পিসির কনফিগারেশন :
intel dual core 2.70 ghz processor
gigabyte G31 motherboard
ram-2GB DDR2
আমি একটা গ্রাফিক্স কার্ড
কিনতে চাচ্ছি ৫ হাজার টাকার মধ্যে!
প্লিজ প্লিজ প্লিজ আমাকে এই বাজেট
+কনফিগারেশনের জন্য সুইটেবল
ভালো কোন কার্ড সাজেস্ট করুন,
মূলত গেইম খেলার জন্যই আমি কার্ড
কিনতে আগ্রহি।

আর একটা কথা,আমার মনিটর 16″LCD! এই জিনিসটা মাথায় রেখে কার্ড সাজেস্ট করবেন ভাই,প্লিজ