জেনে নিন কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে না জানা কিছু তথ্য

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক কম্পিউটার ব্যবহার কারীর জানা প্রয়োজন । তাহলে চলুন কথা না বাড়িয়ে মুল আলোচনা শুরু করি ।

১) আপনার কম্পিউটারে কত দিন আগে বা কত তারিখে উইন্ডোজ দেওয়া হয়েছে ?

হা বন্ধুরা আমি এখন আপনাদের কে জানাতে চাই যে আমরা আমাদের কম্পিউটারে কত দিন আগে বা কত তারিখে শেষ উইন্ডোজ দিয়ে ছিলাম তা আমাদের জানা থাকে না বা থাকার কথাও না কিন্তু খুব সহজেই আমরা সে তথ্যটি বের করতে পারি ।

কি করতে হবে?

প্রথমে আপনার কম্পিউটারে Run অপশন চালু করুন অথবা কীবোর্ড থেকে উইন্ডোজ কী চেপে ধরে রেখে R চাপুন তাহলে Run অপশন চলে আসবে তারপর সেখানে CMD লিখে Enter চাপুন, তারপর যে অপশনটি আসবে সেখানে System Info লিখুন তারপর আবার Enter চাপুন, খেয়াল করুন আপনার কম্পিউটার সম্পর্কিত অনেক গুলো বিষয় এখানে দেখা যাচ্ছে যা আপনি এত দিন খুজে এসেছেন , সেখান থেকে আপনার কম্পিউটারটি কবে বা কত তারিখে শেষ ইন্সটল করা হয়েছে তা দেখার জন্য চোখ রাখুন Original Install Date এ, যার ডান পাশেই আপনার কাংক্ষিত প্রশ্নের উত্তরটি রয়েছে ।

২) কম্পিউটারের  USB পোর্ট অকেজ করবেন কি ভাবে ? 

বন্ধুরা এবার আমি দেখাব আমাদের কম্পিউটারের যে USB পোর্ট গুলো আছে তা কিভাবে ব্লগ করব যেন কেও কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে না পারে ।

কি ভাবে করবেন ?

প্রথমে আপনার কম্পিউটারের My Computer আইকোনের উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন তারপর দেখুন Manage নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করুন, তারপর যে অপশনটি এসেছে সেখান থেকে Device Manager এ ক্লিক করুন, এবার দেখুন ডান পাশে অনেক গুলো অপশন দেখা যাচ্ছে সেখান থেকে নিচের দিকে এসে দেখুন লেখা আছে  Universal Serial Bus controllers তার উপরে দুই বার ক্লিক করুন, এবার দেখুন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে যে গুলোর ভেতরে USB Root নামক অপশন ও আছে যে গুলো আপনার কম্পিউটারের USB Port। এখন আপনি যে পোর্টটি ব্লগ করতে চান তার উপরে রাইট বাটন ক্লিক করে Disable ক্লিক করার সাথে সাথে আপনার ঐ পোর্টটি অকেজ হয়ে যাবে, পরবর্তীতে আবার চালু করতে চাইলে শুধু পোর্টটি  Enable করে দিলেই কাজ হবে ।

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

new kichu siklam. Thankyou

টিপু শিয়ন ভাই আপনাকেও ধন্যবাদ, টিউনটি পড়ার জন্য, এরুপ আরোও অনেক কিছু শিখতে আমার ব্লগ সাইট থেকে একবার ঘুরে আসুন

tnx but tune ta onek soto hoye gese

হুম সুন্দর পুস্ট তবে স্ক্রিনসর্ট দিলে ভাল হত নতুন্দের জন্ন

ধন্যবাদ শেয়ারের জন্য।