কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০৩)

১১। কম্পিউটার অধিক স্লো হয়ে গেছে, যে কোন প্রোগ্রাম ওপেন হতে অনেক সময় লাগে।
সমাধান- এজন্য আপনি অপ্রয়োজনীয় কিছু প্রোগ্রাম কন্ট্রোল প্যানেল এর Add/Remove অপশন থকে রিমুভ করুন। এছাড়া সি ড্রাইভে, যেখানে ইউন্ডোজ ইন্সটল করা আছে সেখানে ইউন্ডোজ ফোল্ডার থেকে টেম্প ফাইলের সকল ফাইল ডিলীট করুন। এছাড়াও প্রিফেচ এবং হিডেন ফাইলের আইএনএফ এর সকল ফাইল ডিলীট করুন। আর সার্চ এর মাধ্যমে সকল folder.htt, desktop.ini, autorun ফাইলসমূহ ডিলীট করুন,তবে অবশ্যই Shift+Delete দিতে হবে। আশা করি আপনার পিসি অনেক ফার্স্ট হবে। পাশাপাশি অতিরিক্ত ফাইলগুলোও মুছে দিন। আরো অধিক পারফরম্যান্স পেতে র্যাম বাড়াতে পারেন। আপাতত ভার্চুয়াল মেমরী বাড়িয়ে রাখুন।
১২। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করার মাঝখানে কম্পিউটার বারবার রিস্টার্ট হয় কিংবা সেটআপ অর্ধেক হয়ে আটকে থাকে।
সমাধান- এর প্রধান কারণ হচ্ছে র্যাম। আপনাকে র্যাম চেঞ্জ করতে হবে। র্যামের বাস স্পীড সামঞ্জস্যপূর্ণ না হলে ইউন্ডোজ সেটআপ হবে না।
১৩। কম্পিউটার চালু হতে বেশী সময় লাগে এবং এরর ম্যাসেজ আসে।
সমাধান- আপনার সমস্যা সমাধানের জন্য র্যাম বাড়াতে পারেন। এছাড়াও অন্যান্য ডিভাইস জনিত সমস্যা থাকতে পারে। সবগুলো চেক করে দেখুন। বায়োস থেকে পাওয়র অন সেলফ টেস্ট ডিজেবল করে দিন। অতপর সেভ করুন।
১৪। কম্পিউটার অন হওয়ার পর একের পর এক এরর ম্যাসেজ আসে। কোন প্রোগ্রাম ওপেন করা যাচ্ছে না।
সমাধান- এরর মেসেজ Disable করে রাখুন, অতিরিক্ত ফাইল মুছে ফেলুন, অপ্রয়োজনীয় সফটওয়ার রিমুভ করুন। স্টার্টআপের পোগ্রাম অফ করুন। তাতে কাজ না হলে আবার উইন্ডোজ দিন। এরর মেসেজ Disable কিভাবে করবেন তা পূর্বের লেখায় আলোকপাত করা হয়েছে।
১৫। কম্পিউটারের উইন্ডোতে Folder Option নেই। কনফিগারেশন ফাইল ওপেন করলে কম্পিউটার রিস্টার্ট হয়।
সমাধান- আপনার পিসিতে ভাইরাস আক্রমণ করেছে। এজন্য আপনাকে অপারেটিং সিস্টেম রিপেয়ার সেটআপ না দিয়ে সম্পূর্ণ নতুন করে সেটআপ দিতে হবে।

ফেইসবুকে আমি
পুর্বে প্রকাশিত

Level 0

আমি ওয়াপমাস্টার মাহমুদ সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro plz help me sokal bela techtunes a 2ta post hoysilo 1ti clash of clan o opor ti gp data bais
o khane 2ti software link silo. ami download kore amar pc te insttall deoar por amar pc sob file hack hoy gese kono file open hoyte se na. kibabe ami amar file golo fire pabo jodi jano tahole bolo plz plz……?????????????

amer laptop dell inspiron N4050 setup deyar por amer wifi kaj korse na. help me plz

কম্পিউটার বুট হাডডিস্ক পায়, পেলে ২/১ দিন চলে , আবার হঠাত পায় না। না পেলে হাডডিস্ক অনেক বার লাগালে পায় না। তখন অন্য হাডডিস্ক লাগিয়ে পূনারায় হাডডিস্ক লাগালে পায়। তখন আবার পায়। ক্যাবেল চেন্জ করে দেখা হয়েছে এখন ও সমস্য হচ্ছে। মাদার বোট সমস্য নাকি হাডডিস্ক সমস্য বুজি না।

port a problem harddisk ar সার্ভিস সেন্টারে দেখাতে পারেন #তোমার জন্য আমি

ইমরান হাসান ভাই আপনি পিসি সেটাপ দিন তারাতারি না হলে সমস্ত ফাইল গ্রাস করে ফেলবে

আকাশ মাহমুদ ভাই, আপনি কোন অপারেটিং সিসটেম
সেটাফ দিছেন?????

Laptop er RAM ki change kora jay?