ভাইরাসের কারণে আপনার কম্পিউটারে হার্ডডিস্কসে হঠাৎ করে একটি সফট ড্রাইভটি অতিরিক্ত y ড্রাইভ হয়ে যায় নিমেষেই সফটয়্যার দিয়ে ঠিক করুন

প্রথমে জানাই আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা, আজ আমি টিউন করব হাডয়্যার সম্পকে এখন কম্পিউটারে বিভিন্ন রকম ভাইরাস আক্রান্ত করছে যেমন কয়েক দিন আগে আমার কাছে এসেছে একজন তার নাকি কম্পিউটারে ৬ টি ড্রাইভ আছে তার হয়ে গেছে ৭ টি ড্রাইভ যে ড্রাইভটি বেড়েছে সেটি হচ্চে y ড্রাইভ তার মানে তার আছে D ড্রাইভে আছে সফটয়্যার ওই ড্রাইভ ও কিন্তু আছে আর একটি হয়ে গেছে y ড্রাইভ সেটির কারনে কম্পিউটার খুব স্লো হয়ি গেছে কোন কাজ করতে পারছে না। সে অন্ন একজনের মারফতের মাধ্যমে জানতে পারেন যে আমি নাকি ঠিক করতে পারবে বলে সে আশা করছে তার পর আমি দেখলাম ঠিকইতো ও সমস্যা তারপর আমি কাজ করলাম একটি সফটয়্যার মাধ্যমে তার কম্পিউটারটি ঠিক করে ফেললাম এভাবে যে কম্পিউটারটির সমস্যা সেটিতে পেনড্রাইভ ঢুকালেই সেটিতে ওই ভাইরাসটি আক্রান্ত করে থাকে এভাবে আমি কয়েক দিনে ২০-২৫ টা কম্পিউটার ঠিক করলাম কিভাবে ওই ভাইরাসকে আউট করভে সেটি স্কীন শট দেওয়া হলো নিচে ফলো করুন এবং সফটয়্যারটির নাম হচ্ছে USB Worm Protraction  এখান থেকে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করুন এবং নিচে স্কীনশটের  নির্দেশনায় চলুন।

১ম ধাপ

সেটাপ দেওয়ার পর আপনি যে ভাবে ঢুকবেন আমি যেটি স্কীনশট দিয়েছি সেটির নিচে দেখবেন টেরে বারে একটি লালটির চিহ্ন দেওয়া আছে সেখানে মাউসের রাউট বাটন ক্লিক করুন সেখানে অনেক গুলো অপশন আসবে সেখানে আপনি Scan for Worms ক্লিক করুন এবং নিচে স্কীনশট ফোলো করুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২য় ধাপ

এখন এখানে একটি ডাইলোক বক্স আসবে সেখানে আপনি লালটির টি  ফলো করুন এবং Local Disk(C:) এটাতে টিক চিহ্ন দিন এবং দেখুন আর একটি টিক চিহ্ন আছে সেখানে গিয়ে Start Scan হচ্ছে একটু অপেক্ষা করুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩য় ধাপ

Scan করা শেষ হলে একটি ডাউলোক বক্সটি এ রকম আসবে যেখানে আমি লাল টির চিহ্ন দেওয়া আছে সেখানে Detected বা আর একটি হচ্ছে Suspected Scan করা শেষ হলে যে ফাইল গুলো ভাইরাস ধরছে সে গুলো all সিলেক্ট করে নিচে যে আছে Actহon নামে একটি অপশন আছে সেখানে Delete all লেখা আছে সেখানে ক্লিক করুন কাজ শেষ এখন আপনি কম্পিউটারটি রিস্টাট দিন চালু করুন আপনার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার টিউনটি কষ্ট করে পরার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের টিউনে ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

Level 1

আমি বিশ্বজিৎ কুমার দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস